পাকিস্তানে ফাতিমা–মুনিবাদের বেতন ৫০ শতাংশ বাড়ল
Published: 7th, August 2025 GMT
পাকিস্তানের নারী ক্রিকেটারদের বেতন বেড়েছে ৫০ শতাংশ। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) গতকাল ২০২৫-২৬ মৌসুমের জন্য নারী ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে।
নতুন চুক্তিতে এমন সুখবর পেয়েছেন চুক্তিতে থাকা পাকিস্তানের ২০ জন শীর্ষ নারী ক্রিকেটার। নতুন চুক্তি কার্যকর হয়েছে গত ১ জুলাই থেকে। এই চুক্তির মেয়াদ শেষ হবে আগামী বছরের ৩০ জুন।
নতুন চুক্তিতে সবচেয়ে বড় লাভ হয়েছে সাদিয়া ইকবালের। নারী টি-টোয়েন্টি বোলারদের র্যাঙ্কিংয়ে বর্তমানে এক নম্বরে থাকা এই বাঁহাতি স্পিনার এবার পেয়েছেন ‘এ’ ক্যাটাগরির চুক্তি। তাঁর সঙ্গে এই ক্যাটাগরিতে আছেন ফাতিমা সানা, মুনিবা আলী এবং সিদরা আমিন।
নিদা দারকে কেন্দ্রীয় চুক্তিতে রাখা হয়নি।.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
জুলাই সনদের যে পথে রয়েছি, সেটা বাস্তবায়ন হবে: নাহিদ ইসলাম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘‘জুলাই সনদের যে পথে রয়েছি, সেটা বাস্তবায়ন হবে। সনদের আদেশ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে দিতে হবে। সনদে কোনো নোট অব ডিসেন্ট থাকবে না। আশা করব, দ্রুত সময়ের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন করে নির্বাচনের দিকে যাব।’’
শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে বাংলা একাডেমির কবি শামসুর রাহমান সম্মেলন কক্ষে ইউনিভার্সিটি টিচার্স ফোরামের (ইউটিএফ) আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
এ সময় তিনি বলেন, ‘‘শিক্ষাব্যবস্থা ঢেলে সাজাতে না পারলে রাষ্ট্রের আমূল পরিবর্তন সম্ভব নয়। সরকারের শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তনের কথা ছিল, কিন্তু তারা ব্যর্থ হয়েছে। তারা ব্যর্থ হলেও আমরা লড়াই চালিয়ে যাব।’’
নাহিদ ইসলাম বলেন, ‘‘বিগত ১৬ বছর দলীয় পরিচয়ের ভিত্তিতেই শিক্ষকদের পদোন্নতি দেয়া হতো। ফ্যাসিবাদী কাঠামো বাংলাদেশে এখনো রয়ে গেছে। ব্যক্তি ও সমাজের চিন্তার পরিবর্তন ছাড়া ফ্যাসিবাদ নির্মূল সম্ভব নয়।’’
এনসিপি’র আহ্বায়ক বলেন, ‘‘বেকারত্ব দূর করতে হলে শিক্ষা খাতে হাত দিতে হবে আগে। সেখানে সংস্কার আগে করতে হবে। আমরা যদি শিক্ষাব্যবস্থা ঢেলে সাজাতে না পারি, তাহলে রাষ্ট্রের পরিবর্তন সম্ভব নয়।’’
ঢাকা/রায়হান/