সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পেট্রোলিয়াম ও খনি প্রকৌশল (পিএমই) বিভাগে শিক্ষক নিয়োগে সাবেক উপাচার্য ফরিদ উদ্দিন হস্তক্ষেপ করেছিলেন বলে তদন্তে উঠে এসেছে। ওই তদন্ত প্রতিবেদনের ওপর ভিত্তি করে সাবেক উপাচার্যের ‘সুপারিশে’ নিয়োগ পাওয়া এক প্রভাষককে গত ৪ আগস্ট কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন।

মো.

তাজবিউল ইসলাম নামের ওই প্রভাষক আবেদনের ন্যূনতম যোগ্যতার শর্তাবলি পূরণ না করা সত্ত্বেও আবেদন করেছিলেন বলে নোটিশে অভিযোগ করা হয়েছে। এ কারণে কেন তাঁকে চাকরিচ্যুত করা হবে না তা অনতিবিলম্বে জবাব দেওয়ার জন্য বলেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কারণ দর্শানোর নোটিশে আরও বলা হয়েছে, ‘আপনার নিয়োগের ব্যাপারে তৎকালীন উপাচার্য প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ কর্তৃক বোর্ডের সদস্যদের ওপর সরাসরি প্রভাব বিস্তারের বিষয়টি প্রমাণিত হয়েছে। তিনি এসএমএসের মাধ্যমে বোর্ড সদস্যদের প্রভাবিত করেছেন এবং যোগ্য একজন প্রার্থীকে বাদ দিয়ে আপনাকে নিয়োগের চাপ প্রয়োগ করেছেন, যা তদন্ত রিপোর্টে প্রমাণসহ উল্লেখ করা হয়েছে।’

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ

উৎস: Prothomalo

কীওয়ার্ড: উপ চ র য

এছাড়াও পড়ুন:

জুলাই সনদের যে পথে রয়েছি, সেটা বাস্তবায়ন হবে: নাহিদ ইসলাম 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘‘জুলাই সনদের যে পথে রয়েছি, সেটা বাস্তবায়ন হবে। সনদের আদেশ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে দিতে হবে। সনদে কোনো নোট অব ডিসেন্ট থাকবে না। আশা করব, দ্রুত সময়ের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন করে নির্বাচনের দিকে যাব।’’

শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে বাংলা একাডেমির কবি শামসুর রাহমান সম্মেলন কক্ষে ইউনিভার্সিটি টিচার্স ফোরামের (ইউটিএফ) আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এ সময় তিনি বলেন, ‘‘শিক্ষাব্যবস্থা ঢেলে সাজাতে না পারলে রাষ্ট্রের আমূল পরিবর্তন সম্ভব নয়। সরকারের শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তনের কথা ছিল, কিন্তু তারা ব্যর্থ হয়েছে। তারা ব্যর্থ হলেও আমরা লড়াই চালিয়ে যাব।’’
 
নাহিদ ইসলাম বলেন, ‘‘বিগত ১৬ বছর দলীয় পরিচয়ের ভিত্তিতেই শিক্ষকদের পদোন্নতি দেয়া হতো। ফ্যাসিবাদী কাঠামো বাংলাদেশে এখনো রয়ে গেছে। ব্যক্তি ও সমাজের চিন্তার পরিবর্তন ছাড়া ফ্যাসিবাদ নির্মূল সম্ভব নয়।’’ 

এনসিপি’র আহ্বায়ক বলেন, ‘‘বেকারত্ব দূর করতে হলে শিক্ষা খাতে হাত দিতে হবে আগে। সেখানে সংস্কার আগে করতে হবে। আমরা যদি শিক্ষাব্যবস্থা ঢেলে সাজাতে না পারি, তাহলে রাষ্ট্রের পরিবর্তন সম্ভব নয়।’’

ঢাকা/রায়হান/ 

সম্পর্কিত নিবন্ধ