‘আমাকে খলনায়ক বানানো হয়েছে’—গম্ভীরের সঙ্গে ঝামেলা নিয়ে ওভালের কিউরেটর
Published: 7th, August 2025 GMT
ওভালে সেই ঘটনার পর এক সপ্তাহের বেশি সময় কেটে গেছে। ওভালে ইংল্যান্ডকে হারিয়ে পাঁচ টেস্টের সিরিজ ২–২ এ ড্র করে অনেকটা সিরিজ জয়ের আনন্দ নিয়েই দেশে ফিরেছে গৌতম গম্ভীরের ভারত। এত দিন পর ভারতের কোচ গম্ভীরের সঙ্গে ওভালে বাগ্বিতণ্ডা নিয়ে মুখ খুলেছেন স্টেডিয়ামটির কিউরেটর লি ফোর্টিস।
ফোর্টিস দাবি করেছেন, তাঁকে খলনায়ক বানানো হয়েছে। ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে তিনি বলেছেন, ‘আমি কখনোই খলনায়ক ছিলাম না, আমাকে বানানো হয়েছে। তবে আশা করি সবাই খেলা উপভোগ করেছে। ওভালে আইপিএলের মতোই আবহ ছিল। দুর্দান্ত ম্যাচ হয়েছে।’
কী হয়েছিল ওভালে?
ম্যাচের দুই দিন আগে ওভালে অনুশীলন করতে গিয়ে দলের কোচ গৌতম গম্ভীর খেলোয়াড়দের নিয়ে ঢুকে পড়েছিলেন ক্রিজের কাছাকাছি প্লেয়িং এরিয়ায়। এটা পছন্দ হয়নি কিউরেটর লি ফোর্টিসের। তিনি তাদের ২.
উৎস: Prothomalo
কীওয়ার্ড: গম ভ র র
এছাড়াও পড়ুন:
এটাই ‘শক্তিশালী’ স্কোয়াড, সুযোগ দেখছেন জামাল
২০১৩ সালে বাংলাদেশের জার্সিতে অভিষেক হওয়ার পর থেকে এখন পর্যন্ত ৯২ ম্যাচ খেলেছেন জামাল ভূঁইয়া। এর মধ্যে ভারতের বিপক্ষে খেলেছেন ৬ ম্যাচ। কিন্তু এই ৬ ম্যাচের কোনোটিতেই জেতেনি বাংলাদেশ। এবার অন্তত সেই গেরো খুলতে চাইছেন বাংলাদেশ অধিনায়ক।
জামালের চোখে এটাই বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী স্কোয়াড। তাই এবার ভারতকে হারানোর সুযোগও দেখছেন তিনি, ‘আমরা যে অবস্থায় আছি এটাই বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী স্কোয়াড। তাই অবশ্যই আমাদের একটা বড় সুযোগ আছে।’
২০২৫ সালে সাত ম্যাচ খেলে শুধু ভুটানের সঙ্গে জিতেছে বাংলাদেশ। আগামীকাল জাতীয় স্টেডিয়ামে ভারতকে হারিয়ে বছরটা অন্তত জয় দিয়ে শেষ করার প্রত্যাশা জামালের, ‘এটা অনেক আবেগের ম্যাচ, উত্তেজনার ম্যাচ। এই ম্যাচের পর জাতীয় দলের জন্য অনেক লম্বা বিরতি আছে। বছরটা যদি জয় দিয়ে শেষ করতে পারি, তা শুধু আমাদের জন্য নয়, সমর্থক ও আপনাদের জন্যও ইতিবাচক হবে।’
জয় দিয়ে বছর শেষ করতে চান জামাল