নাটোরে প্রাইভেটকার চালককে হত্যার অভিযোগে গ্রেপ্তার ১
Published: 8th, August 2025 GMT
নাটোরের লালপুরে প্রাইভেটকার চালক সাইদুর রহমানকে গলা কেটে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে, তদন্তের স্বার্থে পুলিশ তার নাম-পরিচয় প্রকাশ করেনি।
বৃহস্পতিবার (৭ আগস্ট) মধ্যরাতে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে, রাত ১০টার দিকে উপজেলার গোপালপুর নর্থ বেঙ্গল সুগার মিলস হাই স্কুলের সামনে এ ঘটনা ঘটে।
লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমিনুজ্জামান বলেন, ‘‘প্রাইভেটকার চালককে গলা কেটে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’’
আরো পড়ুন:
সাংবাদিক তুহিন হত্যায় জড়িতদের শাস্তি দাবি
গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা: প্রত্যক্ষদর্শী সহকর্মীর বর্ণনায় যা উঠে এল
পুলিশ জানায়, অজ্ঞাত একদল ব্যক্তি কুষ্টিয়া থেকে একটি প্রাইভেটকার ভাড়া নিয়ে নাটোরের বড়াইগ্রামের বনপাড়া অভিমুখে যাচ্ছিলেন। পথে গাড়িতে থাকা যাত্রীরা সাইদুর রহমানের গলায় ছুরি চালান। চালক গাড়ি থামালে দুর্বৃত্তরা পালিয়ে যান। পরে সাইদুর রহমানও গাড়ি থেকে বের হয়ে লোকালয়ে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু, একপর্যায়ে রাস্তায় পড়ে যান তিনি। স্থানীয়রা তাকে রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সাইদুরকে মৃত অবস্থায় পান। এ ঘটনায় নিহতের ভাই আলমগীর হোসেন বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে লালপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড। তবে, তদন্তের পরই এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।
নিহত সাইদুর রহমান কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বামনপাড়া গ্রামের মৃত আলতাব হোসেনের ছেলে।
ঢাকা/আরিফুল/রাজীব
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর হত য ঘটন য়
এছাড়াও পড়ুন:
জুলাই সনদের যে পথে রয়েছি, সেটা বাস্তবায়ন হবে: নাহিদ ইসলাম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘‘জুলাই সনদের যে পথে রয়েছি, সেটা বাস্তবায়ন হবে। সনদের আদেশ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে দিতে হবে। সনদে কোনো নোট অব ডিসেন্ট থাকবে না। আশা করব, দ্রুত সময়ের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন করে নির্বাচনের দিকে যাব।’’
শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে বাংলা একাডেমির কবি শামসুর রাহমান সম্মেলন কক্ষে ইউনিভার্সিটি টিচার্স ফোরামের (ইউটিএফ) আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
এ সময় তিনি বলেন, ‘‘শিক্ষাব্যবস্থা ঢেলে সাজাতে না পারলে রাষ্ট্রের আমূল পরিবর্তন সম্ভব নয়। সরকারের শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তনের কথা ছিল, কিন্তু তারা ব্যর্থ হয়েছে। তারা ব্যর্থ হলেও আমরা লড়াই চালিয়ে যাব।’’
নাহিদ ইসলাম বলেন, ‘‘বিগত ১৬ বছর দলীয় পরিচয়ের ভিত্তিতেই শিক্ষকদের পদোন্নতি দেয়া হতো। ফ্যাসিবাদী কাঠামো বাংলাদেশে এখনো রয়ে গেছে। ব্যক্তি ও সমাজের চিন্তার পরিবর্তন ছাড়া ফ্যাসিবাদ নির্মূল সম্ভব নয়।’’
এনসিপি’র আহ্বায়ক বলেন, ‘‘বেকারত্ব দূর করতে হলে শিক্ষা খাতে হাত দিতে হবে আগে। সেখানে সংস্কার আগে করতে হবে। আমরা যদি শিক্ষাব্যবস্থা ঢেলে সাজাতে না পারি, তাহলে রাষ্ট্রের পরিবর্তন সম্ভব নয়।’’
ঢাকা/রায়হান/