ফাইনালের আগে বড় জয় বাংলাদেশের যুবাদের
Published: 8th, August 2025 GMT
জয়ের আত্মবিশ্বাস নিয়েই ফাইনালে যাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দল। আগের ম্যাচে শিরোপা লড়াইয়ের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব–১৯ দলকে হারানোর পর আজ তারা স্বাগতিক জিম্বাবুয়েকে হারিয়েছে ১৬০ রানে।
হারারেতে টসে হেরেও প্রথম ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ২৮৪ রান করে বাংলাদেশ। পরে রান তাড়া করতে নামা জিম্বাবুয়েকে ৩৫ ওভারে ১২৪ রানে গুটিয়ে দেন বোলাররা।
আরও পড়ুনতৃষ্ণার হ্যাটট্রিক, বাংলাদেশের ৮ গোলের জয়৩ ঘণ্টা আগেবাংলাদেশের ব্যাটিংয়ে শুরুতে ওপেনার জাওয়াদ আবরার ৫ রান করে ফেরার পর জুটি গড়ে দলকে এগিয়ে নিয়ে যান রিফাত বেগ ও অধিনায়ক আজিজুল হাকিম। ১১২ রানের ওই জুটি ভাঙে ৬৫ বলে ৩৪ রান করে আজিজুল আউট হয়ে গেলে। হাফ সেঞ্চুরি তুলে নেন ওপেনার রিফাত। সেঞ্চুরির দিকে এগিয়ে গেলেও ৭৮ বলে ১০ চার ও ১ ছক্কায় ৭৭ রান করে তিনি আউট হয়ে যান। তাঁর বিদায়ের পর রিজান হোসেন (৩০) ও আব্দুল্লাহ (৩৭) দলকে এগিয়ে নেন।
শেষ দিকে ফরিদ হাসান ও দেবাশীষ দেবার জুটিতে বাংলাদেশের রান আড়াই শ ছাড়ায়। সপ্তম উইকেট জুটিতে ৫১ রান যোগ করে অপরাজিত থাকেন দুজনেই। ৪৪ বলে ফরিদ ৩৮ ও দেবাশীষ ১৩ বলে ২ ছক্কা ও ১ চারের ঝোড়ো ইনিংসে ৩৪ রান করেন। জিম্বাবুয়ের হয়ে ৩ উইকেট পান শেল্টন মাজভিতোরেরা।
ফাইনালে যুবাদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব–১৯ দল.উৎস: Prothomalo
কীওয়ার্ড: র ন কর
এছাড়াও পড়ুন:
জুলাই সনদের যে পথে রয়েছি, সেটা বাস্তবায়ন হবে: নাহিদ ইসলাম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘‘জুলাই সনদের যে পথে রয়েছি, সেটা বাস্তবায়ন হবে। সনদের আদেশ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে দিতে হবে। সনদে কোনো নোট অব ডিসেন্ট থাকবে না। আশা করব, দ্রুত সময়ের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন করে নির্বাচনের দিকে যাব।’’
শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে বাংলা একাডেমির কবি শামসুর রাহমান সম্মেলন কক্ষে ইউনিভার্সিটি টিচার্স ফোরামের (ইউটিএফ) আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
এ সময় তিনি বলেন, ‘‘শিক্ষাব্যবস্থা ঢেলে সাজাতে না পারলে রাষ্ট্রের আমূল পরিবর্তন সম্ভব নয়। সরকারের শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তনের কথা ছিল, কিন্তু তারা ব্যর্থ হয়েছে। তারা ব্যর্থ হলেও আমরা লড়াই চালিয়ে যাব।’’
নাহিদ ইসলাম বলেন, ‘‘বিগত ১৬ বছর দলীয় পরিচয়ের ভিত্তিতেই শিক্ষকদের পদোন্নতি দেয়া হতো। ফ্যাসিবাদী কাঠামো বাংলাদেশে এখনো রয়ে গেছে। ব্যক্তি ও সমাজের চিন্তার পরিবর্তন ছাড়া ফ্যাসিবাদ নির্মূল সম্ভব নয়।’’
এনসিপি’র আহ্বায়ক বলেন, ‘‘বেকারত্ব দূর করতে হলে শিক্ষা খাতে হাত দিতে হবে আগে। সেখানে সংস্কার আগে করতে হবে। আমরা যদি শিক্ষাব্যবস্থা ঢেলে সাজাতে না পারি, তাহলে রাষ্ট্রের পরিবর্তন সম্ভব নয়।’’
ঢাকা/রায়হান/