চট্টগ্রামের ডবলমুরিং থানার দেওয়ানহাট মোড়ে শুক্রবার (৯ আগস্ট) এক মানষিক ভারসাম্যহীন নারী একটি সন্তান প্রসব করেন। ব্যস্ত সড়কের পাশে এই সন্তান প্রসবের ঘটনা তাৎক্ষণিক নজরে আসে দায়িত্বরত চট্টগ্রাম নগর ট্রাফিক বিভাগের এক ট্রাফিক পুলিশ সার্জেন্টের।

ট্রাফিক পুলিশের সদস্যরা নবজাতকসহ মানষিক ভারসাম্যহীন নারীকে উদ্ধার করে অ্যাম্বুলেন্স যোগে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এবার হাসপাতালে এই নবজাতক শিশু মাকে বাঁচিয়ে তুলতে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন চিকিৎসক টিম। এ ঘটনার পুরোটা তুলে ধরেছেন ওই সময়ে হাসপাতালে দায়িত্বরত চিকিৎসক ডা.

সামিরা আমির চৌধুরী।

অজ্ঞাতনামা শিরোনামে ডা. সামিরা লিখেছেন, “চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আমাদের গাইনি ইউনিট-২ এর এডমিশন, শুক্রবার (৮ আগস্ট) ছুটির দিন হওয়ায় রোগীর ভিড় কিছুটা কম। হঠাৎ একটার দিকে হালকা শোরগোল, কি হল! কি হল! সারসংক্ষেপে বুঝলাম, একজন অজ্ঞাতনামা মানসিক ভারসাম্যহীন মহিলা রাস্তায় প্রসব করেছেন, ফুল বের না হওয়ায় যারা সাথে থেকে ডেলিভারি করিয়েছিলেন সেই মহিলারা আর সাথে থাকা পুলিশ উনাকে হাসপাতালে নিয়ে এসেছেন।”

আরো পড়ুন:

সাংবাদিক তুহিন হত্যা: ৭ আসামি দুই দিনের রিমান্ডে

মৌলভীবাজারে ছাত্রদল নেতাকে গলাকেটে হত্যা

তিনি বলেন, “রোগীর দিকে তাকিয়ে মন খারাপ হয়ে গেল,৩৮-৪০ বছর বয়স হবে, ছোট করে বয়কাট করা চুল, সারা শরীর প্রস্রাব-পায়খানায় মাখামাখি,পায়ের কাছে বাচ্চাটা পড়ে আছে, তখনো নাড়ী কাটা হয়নি, কি সুন্দর ফুটফুটে দেবশিশুটা, হাত পা ছুঁড়ে কান্না করছে। সাথে সাথে আমাদের এফসিপিএস ট্রেইনি ডা. সুলতানা লেবার রুমে নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে রোগীর চিকিৎসা শুরু করেন, স্যালাইন-ইঞ্জেকশন-এন্টিবায়োটিকসহ সব ওষুধ দিয়ে রোগীর ফুল যেটা আটকে ছিল সেটা বের করেন।”

তিনি আরো বলেন, “অপারেশন পরবর্তী চিকিৎসার জন্য উনাকে লেবারের পাশে পিপিএইচ রুমে অবজারবেশনে রাখা হয়। এবার পরবর্তী সমস্যা, রোগীর তো কোন অভিভাবক নেই। তাহলে এত ওষুধ, রক্ত, এতকিছু কিভাবে জোগাড় হবে? বাচ্চাটাকেও তো নবজাতক বিভাগে পাঠানো দরকার। এগিয়ে এলেন এম এস রেসিডেন্ট ডা. মুনিরা। রোগীর ওষুধপত্র সব নিজের টাকায় কিনলেন। আরেক রেসিডেন্ট ডা. মৌসুমী বাচ্চাকে নিজের রেফারেন্সে নবজাতক বিভাগে ভর্তি করালেন, ওরা সব ওষুধ কিনে চিকিৎসা শুরু করালেন।”

ডা. সামিরা বলেন, “সমস্যা তো তারপরও শেষ হয় না। রোগী একেবারেই বোধহীন, প্রস্রাব-পায়খানা বুঝতে পারেন না, বারবার কাপড়চোপড় নষ্ট করতে লাগলেন। ডা. তৃষিতা পরম মমতায় ওটি থেকে ম্যাক্সি পেটিকোট জোগাড় করে পাল্টে দিলেন পোশাক, ক্যাথেটার করে দিলেন যাতে বারর প্রস্রাবের কারণে রোগী ভিজে না যান। সিএ ডা. সামিহা, আরএমও ডা.কানিজ, ডা. নুজহাত রোগীর খাবারসহ যাবতীয় দরকারি জিনিস ব্যবস্থা করে দিলেন।”

ডা. সামিরা আরো বলেন, “সব তো হলো, মা যে মানসিক ভারসাম্যহীন, উনি তো বাবুকে খাওয়াতে পারছেন না, বাবুর কি হবে? এগিয়ে এলেন ইন্টার্ন ডা. খাদিজা, পরম মমতায় বুকের দুধ দিয়ে শিশুটির জীবন রক্ষা করলেন। ৩৩ নং ওয়ার্ডে যেসব ডাক্তার, নার্স এবং আয়ারা কর্তব্যরত ছিলেন, নিজের বোনের মত এই রোগীকে সেবা দিয়েছেন। নবজাতক বিভাগের ডা. এবং নার্সরা বাবুর যত্ন করছেন।”

“বিভাগীয় প্রধান ফাহমিদা ইসলাম, ইউনিট প্রধান সোয়েলা শম্পা, নবজাতক বিভাগের প্রধান ডা. মোহাম্মদ শাহীন, চমেকহা পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল তসলিম উদ্দিন সকল ধরনের এডমিনিস্ট্রেটিভ সহায়তা প্রদান করেছেন। সেই নাম না জানা বোনেরা যারা রাস্তায় ডেলিভারি করেছেন এবং পুলিশ সদস্য মাজহারুল, যিনি রোগীকে হাসপাতালে আনা, সকল ফরমালিটিস পালন, ওষুধ ও রক্ত জোগাড় করেছেন। জেলা প্রশাসক রোগীকে দেখতে আসেন এবং সহযোগিতা প্রদান করেন। সাহায্যের হাত বাড়িয়ে দেন অনেক দাতব্য সংস্থা।” 

“আমরা যারা নিত্যদিনের শত রকম ঝঞ্ঝাট সহ্য করেও দেশের মায়া ছাড়তে না পেরে মাটি কামড়ে পড়ে থাকি, তাদের জন্য এই ধরনের ঘটনা যেন ছাই থেকে উঠে আসা ফিনিক্স পাখি। এখানে মানসিক ভারসাম্যহীন রোগীকে গর্ভবতী করার মত কুলাংগার যেমন আছে, রাস্তায় ডেলিভারি করিয়ে হাসপাতালে আনার মত মানবিক মানুষও এখনো আছে। সকলের সম্মিলিত প্রচেষ্টা এই রোগী আর তার বাচ্চাকে বাঁচাতে পেরেছে,” যোগ করেন ডা. সামিরা।

ঢাকা/রেজাউল/মেহেদী

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর কর ছ ন প রসব

এছাড়াও পড়ুন:

তদন্ত ছাড়াই সাংবাদিককে মামলায় জড়ালো পুলিশ

বরিশালের গৌরনদী উপজেলার কটকস্থল এলাকায় জমি বিরোধের জেরে দুইপক্ষের দ্বন্ধের সংবাদ সংগ্রহ করতে গিয়ে চাঁদাবাজি মামলার আসামি হয়েছেন মোল্লা ফারুক হাসান নামে এক সাংবাদিক।

তবে থানা পুলিশ অভিযোগের তদন্ত না করেই মামলাটি এজাহারভূক্ত করেছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী। এ ঘটনায় স্থানীয় সংবাদকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

আরো পড়ুন:

নজরুল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতিকে নিয়ে উদ্দেশ্যমূলক সংবাদ প্রকাশের অভিযোগ

‘সিভিক ডিফেন্ডারস অব বাংলাদেশ’ ওয়েব পোর্টাল উদ্বোধন

ভুক্তভোগী মোল্লা ফারুক হাসান গৌরনদী প্রেসক্লাবের সদস্য ও দৈনিক খোলা কাগজ পত্রিকা এবং সময়ের কন্ঠস্বর অনলাইন নিউজ পোর্টালের স্থানীয় প্রতিনিধি।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকালে ভুক্তভোগী মোল্লা ফারুক হাসান অভিযোগ করে বলেন, “গত কয়েকদিন আগে কটকস্থল বাসষ্ট্যান্ড সংলগ্ন আরিফ ফিলিং স্টেশনের সামনে স্থানীয় হারুন-অর রশিদ বেপারী ও মো. হিরা মাঝি গংদের মধ্যে উত্তেজনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন থানা পুলিশ। এরপর সেখানে আমি সংবাদ সংগ্রহের জন্য যাই। পরবর্তীতে পুরো ঘটনা নিয়ে সচিত্র প্রতিবেদন প্রকাশ করা হয়।”

তিনি বলেন, “ওই ঘটনাকে কেন্দ্র করে হারুন-অর রশিদ বেপারী তার প্রতিপক্ষ মো. হিরা মাঝিসহ অন্যান্যদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেন। সংবাদ প্রকাশের জেরে ওই অভিযোগের মধ্যে আমার নাম জড়িয়ে দেওয়া হয়। কিন্তু রহস্যজনক কারনে থানা পুলিশ ওই অভিযোগের কোনো তদন্ত না করেই আমাকে আসামি করে ফিলিং স্টেশনে হামলা চালিয়ে ভাঙচুর ও ২০ লাখ টাকা চাঁদা দাবির লিখিত অভিযোগটি মামলা হিসেবে এজাহারভূক্ত করেন।”

তিনি আরো বলেন, “যেখানে সাধারণত হুমকি-ধামকির বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করতে গেলে আগে তদন্ত প্রসঙ্গটি উত্থাপণ করে থানা পুলিশ। সেখানে ঘটনার সময় থানা পুলিশ ওই ফিলিং স্টেশনে উপস্থিত থাকা সত্ত্বেও মনগড়াভাবে হামলা, ভাঙচুর ও চাঁদা দাবির লিখিত অভিযোগ পাওয়ার পরপরই তদন্ত ছাড়া তড়িঘড়ি করে আমাকে জড়িয়ে মামলা দায়ের হওয়ার বিষয়টি সম্পূর্ণ রহস্যজনক।” মিথ্যা মামলা থেকে রেহাই পেতে তিনি (সাংবাদিক) সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন।

এ ব্যাপারে মামলার বাদি হারুন-অর রশিদ বেপারীর ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করলে তা বন্ধ পাওয়া যায়।

সাংবাদিককে আসামি করার বিষয়ে গৌরনদী মডেল থানার ওসি মো. তরিকুল ইসলাম বলেন, “একটা মামলা হয়েছে। এখন তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

বিষয়টি নিয়ে অতিরিক্ত পুলিশ সুপার (গৌরনদী সার্কেল) শারমিন সুলতানা রাখি বলেন, “পেট্রোল পাম্প নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। উভয় পক্ষ সংবাদকর্মীদের দিয়ে পক্ষে-বিপক্ষে এবং গৌরনদী থানার ওসির বিরুদ্ধে মিথ্যা মনগড়া সংবাদ প্রকাশিত করিয়েছে। একটি পক্ষ ওই ঘটনা নিয়ে প্রথমে থানায় অভিযোগ দায়ের করেন। পরে অভিযোগের ভিত্তিতে মামলাটির এজাহার দায়ের করা হয়।”

তিনি বলেন, “তদন্ত করার আগেই বিভিন্ন জায়গা থেকে ফোন আসার কারণে মামলাটি এজাহারভুক্ত করা হয়েছে। মামলার আসামিদের মধ্যে এক সাংবাদিক রয়েছে বলে জানা গেছে। সাংবাদিক মোল্লা ফারুক যদি ঘটনার সঙ্গে জড়িত না থাকে, তাহলে তার কিছুই হবে না।”

তিনি আরো বলেন, “ওই সাংবাদিক (মোল্লা ফারুক) আমার কাছে এসেছিল। তাকে আমি বলেছি, আপনি যদি ঘটনার সঙ্গে জড়িত না থাকেন, তাহলে আপনাকে পুলিশ খোঁজবেও না, আপনি নিশ্চিত থাকেন।”

অপরদিকে, তদন্ত ছাড়া গৌরনদী প্রেসক্লাবের সদস্য সাংবাদিক মোল্লা ফারুক হাসানকে মামলায় আসামি করায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের (বিএমএসএফ) ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর ও বরিশাল সাংবাদিক ফোরামের সভাপতি নিকুঞ্জ বালা পলাশ, সাধারণ সম্পাদক শাহিন হাসানসহ অন্যান্য নেতৃবৃন্দরা। তারা অনতিবিলম্বে ওই সাংবাদিককে মামলা থেকে অব্যাহতি ও দায়ী পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে জোর দাবি করেছেন।

এছাড়াও পৃথক বিবৃতিতে একই দাবি করেছেন বাংলাদেশ গ্রামীণ সাংবাদিক সংগঠন, গৌরনদী প্রেসক্লাব, কালকিনি সাংবাদিক ফোরাম, আগৈলঝাড়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দরা।

ঢাকা/পলাশ/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ

  • এনসিপিকে প্রতীক বাছাইয়ে সময় বেঁধে দিল ইসি
  • প্লাস্টার খোলার পর গুরুত্ব ফিজিওথেরাপির
  • স্তন ক্যানসারের চিকিৎসা-পরবর্তী দুই বছরের মধ্যে সন্তান না নেওয়া ভালো
  • বিয়ের আগেই দুই সন্তানের মা, আলোচিত এই দক্ষিণি অভিনেত্রীকে কতটা চেনেন
  • ঢাকায় সর্বোচ্চ ২০৬ মিলিমিটার বৃষ্টির রেকর্ড
  • গাজীপুরে নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান
  • বিশেষ বিবেচনায় চবির হলে থাকা শিক্ষার্থীদের নিয়ে সমালোচনা
  • তদন্ত ছাড়াই সাংবাদিককে মামলায় জড়ালো পুলিশ
  • মাতৃরূপে ঈশ্বরের উপাসনা
  • গাজার অন্তর্বর্তী সরকারের প্রধান হতে চান ট্রাম্প