হালনাগাদ কার্যক্রম শেষে ২০২৫ সালের ভোটার তালিকার খসড়া প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

হালনাগাদ কার্যক্রমের মাধ্যমে তালিকায় নতুন যুক্ত হচ্ছেন ৪৫ লাখ ৭১ হাজার ২১৬ জন ভোটার (২০০৭ সালের ১ জানুয়ারি বা তার আগে যাঁদের জন্ম)। পাশাপাশি তালিকা থেকে ২১ লাখ ৩২ হাজার ৫৯০ জন মৃত ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে। সব মিলিয়ে খসড়া তালিকা অনুযায়ী, এখন (৩০ জুন পর্যন্ত) দেশে মোট ভোটার ১২ কোটি ৬১ লাখ ৭০ হাজার ৯০০ জন।

আজ রোববার দুপুরে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সচিব আখতার আহমেদ খসড়া ভোটার তালিকার এ তথ্য সাংবাদিকদের সামনে তুলে ধরেন। হালনাগাদ কার্যক্রমের তথ্য একটি সম্পূরক তালিকায় সংশ্লিষ্ট সব উপজেলা/থানা নির্বাচন কমিশন কার্যালয়ে প্রকাশ করা হয়েছে।

খসড়া তালিকা নিয়ে কারও কোনো দাবি বা আপত্তি থাকলে তা আগামী ১২ দিনের মধ্যে জানাতে হবে। দাবি–আপত্তি নিষ্পত্তি শেষে ৩১ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

হালনাগাদ কার্যক্রমে যেসব ভোটার অন্তর্ভুক্ত করা হচ্ছে, তার মধ্যে পুরুষের চেয়ে নারীর সংখ্যা বেশি। এবার ২৭ লাখ ৭৬২ জন নারী ভোটারের নাম খসড়ায় অন্তর্ভুক্ত করা হয়েছে। আর পুরুষ ভোটার অন্তর্ভুক্ত হচ্ছেন ১৮ লাখ ৭০ হাজার ২০৩ জন। হিজড়া পরিচয়ে অন্তর্ভুক্ত হচ্ছেন ২৫১ জন।

নির্বাচন কমিশন ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছে, চলতি বছরের জানুয়ারি থেকে ৩১ অক্টোবর পর্যন্ত সময়ের মধ্যে যাঁদের বয়স ১৮ বছর পূর্ণ হবে, তাঁদেরও ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। তাঁরাও আগামী নির্বাচনে ভোট দিতে পারবেন। আগামী ৩১ অক্টোবর বা তারপরে তরুণ ভোটারদের সম্পূরক তালিকা প্রকাশ করা হবে। সব মিলিয়ে আগামী জাতীয় নির্বাচনে সারা দেশে ভোটারের সংখ্যা আরও বাড়বে।

আরও পড়ুনডিসেম্বরের প্রথমার্ধে ভোটের তফসিল, প্রবাসীদের জন্য পোস্টাল ভোট০৭ আগস্ট ২০২৫আরও পড়ুনভোটের প্রস্তুতি এগিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন০৬ আগস্ট ২০২৫.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

এশিয়া কাপে খেলবেন না বুমরাহ, বিকল্প কে?

ইংল্যান্ড সফর শেষ হয়েছে মাত্রই। এবার ভারতের নজর আগামী মাসে শুরু হতে যাওয়া মর্যাদাপূর্ণ এশিয়া কাপে। শিরোপার অন্যতম দাবিদার হিসেবেই মাঠে নামবে সূর্যকুমার যাদবের দল। শক্তিশালী এই স্কোয়াডের প্রায় সব বিভাগই সমান ভারসাম্যপূর্ণ। তবে একটা বড় প্রশ্ন রয়ে গেছে।

সে প্রশ্নের কেন্দ্রবিন্দু জসপ্রিত বুমরাহ। সাম্প্রতিক সময়ে তার ওয়ার্কলোড ম্যানেজমেন্ট বা কাজের চাপ নিয়ন্ত্রণ নিয়ে চলছে বিস্তর আলোচনা। ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ টেস্টের সিরিজে তিনি খেলেছেন মাত্র তিনটিতে। বাকি দুই ম্যাচে তাকে বিশ্রাম দেওয়া হয়। এখন এশিয়া কাপের আগে তাকে দিতে হবে ফিটনেস টেস্ট।

যদি বুমরাহকে এশিয়া কাপে বিশ্রাম দেওয়া হয়, তবে তার পরিবর্তে ভারতের চাই একটি শক্তিশালী ও কার্যকর পেস বিকল্প। নিচে থাকছে এমন তিনজন পেসারের নাম, যারা প্রয়োজনে এশিয়া কাপে বুমরাহের জায়গা নিতে পারেন।

আরো পড়ুন:

১৭ বছর বয়সেই অধিনায়ক হয়ে ‘জ্যাক ভুকুসিচের’ ইতিহাস

পাকিস্তানের বিপক্ষে খেলা হচ্ছে না ফোর্ডের

১. মোহাম্মদ সিরাজ:
ট্রেন্ডে থাকা অল ফরম্যাটের সিরাজের প্রায় সবাই শৈল্পিক ও পরিশীলিত বোলিং দেখে অভ্যস্ত। যদিও জুলাই ২০২৪- এর পর থেকে তিনি টি-টোয়েন্টি দলে ফিরেননি। তবে তার ইকোনমি রেট (৭.৭৯) এবং ২০২৫ আইপিএলে ১৫ ম্যাচে নেওয়া ১৬ উইকেট তাকে প্রথম বিকল্প করে তোলে।

২. প্রসিদ্ধ কৃষ্ণ:
গুজরাট টাইটানসের তরুণ লম্বা বোলার কৃষ্ণ। আইপিএল ২০২৫-এ তার দলকে প্লে-অফে তুলেছেন দারুণ খেলে হিসেবে। ইউএইয়ের ধীর উইকেটে তার ‘হিট-দ্য-ডেক’ বোলিং মারকুটে হতে পারে বুমরাহের অনুপস্থিতিতে। হয়ে উঠতে পার এক্স-ফ্যাক্টরও। সম্ভাব্য তালিকায় তার নামও রাখা যায়।

৩. হর্ষিত রানা:
গৌতম গম্ভীরের আস্থার তালিকায় রয়েছেন রানাও। আইপিএলে গত দুই মৌসুমে দারুণ পারফর্ম করেছেন। খুবই দ্রুতগতির বোলিং এবং ম্যাচের গুরুত্বপূর্ণ সময় উইকেট নেওয়ার সক্ষমতার জন্য তিনি অন্যতম বিকল্প হতে পারেন। 

ঢাকা/আমিনুল

সম্পর্কিত নিবন্ধ

  • সড়ক ব্যবস্থাপনা সংস্কারে তিন স্তরের রূপরেখা দিল রোড সেফটি ফাউন্ডেশন
  • ‎এনসিসি ব্যাংকের অর্ধবার্ষিকে মুনাফা বেড়েছে ৫৫ শতাংশ
  • আজ টিভিতে যা দেখবেন (১০ আগস্ট ২০২৫)
  • ‘শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফেরাতে শিক্ষকদের দায়িত্ব নিতে হবে’
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪টি বিষয়ে মাস্টার্স প্রোগ্রাম, জিপিএ–২.৫ হলেই আবেদন
  • আজ টিভিতে যা দেখবেন (৯ আগস্ট ২০২৫)
  • নারীর মর্যাদা যে রক্ষা হচ্ছে না, তার প্রমাণ জুলাই আন্দোলনের পর মেয়েদের হারিয়ে যাওয়া
  • ‘শিক্ষকদের মর্যাদা না দিলে জাতি এগোতে পারে না’
  • এশিয়া কাপে খেলবেন না বুমরাহ, বিকল্প কে?