সিলেট-সুনামগঞ্জ সড়কে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত ও সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (সুবিপ্রবি) স্থায়ী ক্যাম্পাস জেলা সদরে বাস্তবায়নের দাবিতে মানববন্ধন হয়েছে। আজ রোববার দুপুরে পৌর শহরের জেলা আইনজীবী সমিতি ভবনের সামনের সড়কে এ মানববন্ধনের আয়োজন করে জেলা সদরে সুবিপ্রবির স্থায়ী ক্যাম্পাস বাস্তবায়ন আন্দোলন কমিটি।

সিলেট-সুনামগঞ্জ সড়কে গত বুধবার দুর্ঘটনায় দুই শিক্ষার্থীসহ তিনজন নিহত হন। ওই দিনই বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগে ভর্তি হয়ে বাড়িতে ফেরার পথে শিক্ষার্থী স্নেহা চক্রবর্তী, সুনামগঞ্জ টেক্সটাইল ইনিস্টিটিউটের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আফসানা জাহান ও শহরের আলীপাড়া এলাকার বাসিন্দা শফিকুল ইসলাম নিহত হন।

মানববন্ধন চলাকালে আন্দোলন কমিটির সদস্যসচিব মোহাম্মদ মুনাজ্জির হোসেনের সঞ্চালনায় বক্তব্য দেন কমিটির আহ্বায়ক জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি হুমায়ুন মনজুর চৌধুরী, সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির নেতা দেওয়ান জয়নুল জাকেরিন, আন্দোলন কমিটির যুগ্ম আহ্বায়ক জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি রবিউল লেইস রোকেস, সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সৈয়দ মহিবুল ইসলাম ও জেলা জামায়াতের নায়েবে আমির মুহাম্মদ শামস উদ্দিন, সুনামগঞ্জের সাবেক সিভিল সার্জন সৈয়দ মোনাওয়ার আলী, জেলা সিপিবির সাবেক সভাপতি চিত্তরঞ্জন তালুকদার, সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও আন্দোলন কমিটির যুগ্ম সদস্যসচিব বদরুল কাদির ও রাজু আহমেদ, সাবেক ছাত্রনেতা রিপন আহমেদ, সুহেল আহমদ, আকুল মিয়া প্রমুখ।

বক্তারা বলেন, সুনামগঞ্জ-সিলেট সড়ক নিরাপদ করতে হলে এটিকে চার লেনে রূপান্তরিত করতে হবে। সড়কের পাশে কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের ক্যাম্পাস করা যাবে না। যৌক্তিক কারণেই সুবিপ্রবির স্থায়ী ক্যাম্পাস জেলা সদরে সুবিধাজনক স্থানে করতে হবে। সড়কে দুজন শিক্ষার্থীসহ তিনজনের মর্মান্তিক মৃত্যুর দায় পরিবহন মালিক ও শ্রমিকদের এড়ানোর কোনো সুযোগ নেই। যে বাসের কারণে দুর্ঘটনা, সেটির কোনো ফিটনেস বা বৈধ কাগজপত্র ছিল না। চালকের ড্রাইভিং লাইসেন্স ছিল না। সড়কে এই হত্যার মিছিল থামাতে হবে।

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস জেলার শান্তিগঞ্জ উপজেলার শান্তিগঞ্জে সুনামগঞ্জ টেক্সটাইল ইনিস্টিটিউটে অবস্থিত। সেখানে গত বছর পাঠদান শুরু হয়। এবার দ্বিতীয় ব্যাচে শিক্ষার্থীরা ভর্তি হচ্ছেন। অনেক শিক্ষার্থী জেলা শহর থেকে প্রায় ১৭ কিলোমিটার দূরের ওই দুই শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াত করেন। শান্তিগঞ্জ থেকে শহরে ফেরার পথেই সুনামগঞ্জ-সিলেট সড়কে দুর্ঘটনায় শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যু হয়।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: স ন মগঞ জ স ন কম ট র

এছাড়াও পড়ুন:

২৮ আগস্ট নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন আগামী ২৮ আগস্ট অনুষ্ঠিত হবে। সমিতির বার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেয়া হয়। বৃহস্পতিবার (৭ আগস্ট) আইনজীবী সমিতি ভবনের নিচ তলায় এই সভা অনুষ্ঠিত হয়।

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট সরকার হুমায়ুন কবিরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এডভোকেট এইচএম আনোয়ার প্রদানের সঞ্চালনায় অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভা ৫ সদস্যের নির্বাচন কমিশন এবং ৩ সদস্যের আপিল বোর্ড গঠন করা হয়। 

জেলা আইনজীবী সমিতির ২০২৪-২৫ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন অ্যাডভোকেট আব্দুল বারী ভূঁইয়া।

অন্যরা হলেন- এডভোকেট বোরহানউদ্দিন সরকার, অ্যাডভোকেট আজিজুর রহমান মোল্লা, এডভোকেট আবু বকর সিদ্দিক, এডভোকেট সুমন মিয়া ও এডভোকেট মতিউর রহমান মতিন।

৩ শতদের আপিল বোর্ডের প্রধান হলেন এডভোকেট নবী হোসেন। বাকি দুইজন হলেন এডভোকেট আজিজুল হক হান্টু ও অ্যাডভোকেট মনজুরুল হক খান।

বার্ষিক সাধারণ সভার শুরুতে সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট এইচএম আনোয়ার প্রধান বার্ষিক রিপোর্ট পেশ করেন। এরপর সমিতির সদস্যগণ তাদের বক্তব্য পেশ করেন। সকলের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে শেষ হয় জেলা আইনজীবী সমিতির এবারের বার্ষিক সাধারণ সভা।
 

সম্পর্কিত নিবন্ধ

  • এনবিআর বিলুপ্ত করে দুটি বিভাগ করার অধ্যাদেশের বৈধতা নিয়ে রিট খারিজ
  • দণ্ডাদেশের বিরুদ্ধে আসামিদের আপিলের ওপর রায় প্রদান শুরু
  • আইনজীবী আজাদ হত্যা: সাবেক এমপি বাহারের বিরুদ্ধে চার্জশিট
  • চট্টগ্রামে আইনজীবী হত্যা মামলার অভিযোগপত্র নিয়ে রাষ্ট্রপক্ষের আপত্তি, শুনানি ২৫ আগস্ট
  • খুলনায় আইনজীবীর বিরুদ্ধে সম্পত্তি দখলের অভিযোগ ভাতিজার
  • গুমের শিকার ব্যক্তিদের পুনর্বাসনে তহবিল গঠনের দাবি
  • অধ্যাপক কলিমুল্লাহ আদালতে বললেন, ‘এক কাপড়ে এসেছি’
  • দণ্ডাদেশের বিরুদ্ধে আসামিদের আপিলের ওপর রায় ১০ আগস্ট
  • ২৮ আগস্ট নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন