বিবাহবিচ্ছেদের দিনেই ট্রাম্প ডেট করার প্রস্তাব দিয়েছিলেন: অভিনেত্রী এমা টমসন
Published: 11th, August 2025 GMT
অস্কারজয়ী অভিনেত্রী এমা টমসন মজা করে বলেছেন, ডোনাল্ড ট্রাম্প তাঁর ‘পিছু নিয়েছিলেন’। তাঁর বিবাহবিচ্ছেদের কাগজপত্র চূড়ান্ত হওয়ার দিনই ট্রাম্প তাঁকে ফোন করে ডেটে (অভিসার) যাওয়ার প্রস্তাব দেন। ৬৬ বছর বয়সী যুক্তরাজ্যের এই অভিনেত্রী মজা করে বলেন, যদি তিনি রাজি হতেন, তাহলে হয়তো ‘আমেরিকার ইতিহাসই বদলে যেত।’
৮ আগস্ট সুইজারল্যান্ডের লোকার্নো চলচ্চিত্র উৎসবে এমা তাঁর অভিনয়জীবনের স্বীকৃতি হিসেবে ‘লিওপার্ড ক্লাব অ্যাওয়ার্ড’ গ্রহণের সময় এ ঘটনা শেয়ার করেন। তিনি বলেন, ১৯৯৮ সালে ‘প্রাইমারি কালারস’ সিনেমার শুটিং চলাকালে তিনি হঠাৎ ট্রাম্পের ফোন পান।
এমা টমসন বলেন, তিনি তখন তাঁর ট্রেলারে ছিলেন। ঠিক তখনই ফোন বেজে উঠল। ধরতেই ওপাশ থেকে শোনা গেল, ‘হ্যালো, আমি ডোনাল্ড ট্রাম্প বলছি।’
এমা দ্য টেলিগ্রাফকে বলেন, ‘আমি ভেবেছিলাম, আমার সঙ্গে কেউ মজা করছেন। আমি বললাম, “আপনাকে কীভাবে সাহায্য করতে পারি?” হয়তো কারও কাছ থেকে তাঁর রাস্তার দিকনির্দেশনা নেওয়া প্রয়োজন।’ পরে ট্রাম্প তাঁকে আমন্ত্রণ জানিয়ে বলেন, ‘আমি চাই, আপনি আমার কোনো সুন্দর জায়গায় এসে থাকুন। হয়তো আমরা একসঙ্গে নৈশভোজ করতে পারি।’
এমা টমসনের জবাব ছিল, ‘ওহ, এটা তো খুব দারুণ প্রস্তাব। অনেক ধন্যবাদ, আমি আপনাকে পরে জানাব।’
এমা টমসন বলেন, ‘পরে বুঝলাম, ওই দিনই আমার বিবাহবিচ্ছেদের কাগজপত্র এসে গেছে। আমার মনে হলো, ট্রাম্পের হয়তো লোক আছে, যাঁরা তাঁকে সুন্দর সঙ্গী খুঁজে দেন। বিশেষ করে সদ্য তালাকপ্রাপ্ত নারীদের, যাঁদের তিনি খুঁজছেন। আর আমার নম্বর তিনি আমার ট্রেলারে পেয়েছেন। এ তো পিছু নেওয়ার মতো অবস্থা।’
এমা টমসন মজা করে বলেন, তিনি যদি ট্রাম্পের প্রস্তাব গ্রহণ করে তাঁর সঙ্গে ডেটে যেতেন, তাহলে বলার মতো একটা গল্প থাকত। তিনি বলেন, ‘আমি যদি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ডেটে যেতাম, তখন আমরা বলার একটি গল্প থাকত। হয়তো আমি যুক্তরাষ্ট্রের ইতিহাসটাই বদলে দিতে পারতাম।’
এমা টমসনের স্বামী ছিলেন অভিনেতা কেনেথ ব্রানাঘ। ১৯৮৯ থেকে ১৯৯৫ পর্যন্ত তাঁরা একসঙ্গে ছিলেন। পরে ২০০৩ সালে তিনি গ্রেগ ওয়াইজকে বিয়ে করেন। একই সময়ে ট্রাম্পের সঙ্গে তাঁর দ্বিতীয় স্ত্রী মার্লা ম্যাপলসের বিচ্ছেদ হয়েছিল। আর ২০০৫ সালে তিনি মেলানিয়া ট্রাম্পকে বিয়ে করেন।
এর আগে হলিউডের আরেক অভিনেত্রী সালমা হায়েকও একবার ট্রাম্পের কাছ থেকে ডেটের প্রস্তাব পাওয়ার কথা জানিয়েছেন। ওই সময়ে তিনি সম্পর্কে ছিলেন।
সালমা হায়েক বলেন, এক অনুষ্ঠানে ট্রাম্প তার কাঁধে কোট জড়িয়ে দেন। সেই সময় তাঁর প্রেমিকও পাশে ছিলেন। এরপর ট্রাম্প তাঁর ফোন নম্বর সংগ্রহ করে তাঁর সঙ্গে ডেটে যাওয়ার প্রস্তাব দেন।
এই হলিউড অভিনেত্রী বলেন, ‘আমি তাঁকে আমার প্রেমিক থাকার কথা বললাম। তাঁকে আরও বললাম, ‘আপনি কি পাগল নাকি?’ ট্রাম্প জবাব দিয়েছিলেন, ‘ওই প্রেমিক তোমার জন্য যথেষ্ট ভালো নয়। আমার সঙ্গে তোমার যাওয়া উচিত।’
বর্তমানে সালমা হায়েকের স্বামী ফরাসি বিলিয়নিয়ার ফ্রাঁসোয়া-অঁরি পিনো।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: র প রস ত ব
এছাড়াও পড়ুন:
বাংলাদেশ নিটিং ওনার্স এসোসিয়েশনের নির্বাচন স্থগিত
বাংলাদেশ নিটিং ওনার্স এসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচন (২০২৫-২০২৭) স্থগিত করা হয়েছে। শনিবার (৯ আগস্ট) এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
নির্বাচন অনুষ্ঠানের ২৪ ঘন্টা আগে বৃহস্পতিবার (৭ আগস্ট) রাতে নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান আনিসুর রহমান সানি পদত্যাগ করায় অনিশ্চিত হয়ে পড়ে ভোটগ্রহণ। পরে নির্বাচন পরিচালনা বোর্ডের কমিশনার মো: স্বপন চৌধুরীকে নির্বাচন পরিচলনা বোর্ডের চেয়ারম্যান করা হয়।
এদিকে শুক্রবার (৮ আগস্ট) সকালে নির্বাচন পরিচালনা বোর্ড বরাবর ‘ভুয়া ভোটার তালিকা সংশোধন না হওয়া পর্যন্ত বাংলাদেশ নিটিং ওনার্স অ্যাসোসিয়েশনের নির্বাচন স্থগিতকরণের জন্য আবেদন করেন মোঃ বাদশা বুলবুল নামে একজন ভোটার।
আবেদনে তিনি বলেন, ভোটার তালিকা হিসেবে ২০২৫-২০২৭ সালের ভুয়া ভোটার তালিকা ব্যবহার নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা ও ন্যায়নিষ্ঠতার জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে। উক্ত ভোটার তালিকায় বহু ভুয়া ভোটারের নাম অন্তর্ভুক্ত রয়েছে, যাদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি ভোটার নম্বর হলো: ৭৯, ৩০৭, ৪২৯, ৪২৭, ৩৬৯,৩০৭,১৮৭,৭৫।
এরা নিটিং ফ্যাক্টরি, বিদ্যুৎ বিল এবং অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্রের অভাবে ভোটার হওয়ার যোগ্যতা রাখে না। এছাড়াও, তারা জয়েন্ট স্টকসহ জালিয়াতিপূর্ণ বিভিন্ন কাগজপত্র দাখিল করে প্রতারণার সুযোগ সৃষ্টি করেছে। এর ফলে বাণিজ্য মন্ত্রণালয় নির্বাচনের স্থগিতাদেশ জারি করেছেন।
তিনি আরও উল্লেখ করেন, গত ৭ আগস্ট ২০২৫ তারিখে ভুয়া ভোটারদের প্রতিনিধি মোঃ জাকির হোসেন বাণিজ্য মন্ত্রণালয়ের নির্বাচনের স্থগিতাদেশ সংক্রান্ত চিঠির বিরুদ্ধে হাইকোর্ট বিভাগের রিট পিটিশন দায়ের করেন, যেখানে ভোটার তালিকার বিষয়টি গোপন রেখে শুধুমাত্র নির্বাচন সম্পন্ন করার আদেশ প্রদান করা হয়।
আমি উক্ত আদেশের বিরুদ্ধে মহামান্য আপিল বিভাগে আপিল দায়ের করেছি, যার শুনানি ১০ আগস্ট ২০২৫ তারিখে চেম্বার জজ আদালতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তাই ওই শুনানি না হওয়া পর্যন্ত নির্বাচন স্থগিত রাখা অত্যন্ত জরুরি।
তদুপরি, প্রধান নির্বাচন কমিশনার ৭ আগস্ট ২০২৫ তারিখে রাত ৯ ঘটিকায় ভুয়া ভোটারদের দায়ভার নিয়ে পদত্যাগ করেছেন, যা ভোটার তালিকার স্বচ্ছতা ও নির্ভরযোগ্যতার বিষয়ে গুরুতর প্রশ্ন সৃষ্টি করেছে।
অতএব, ভোটার তালিকা সংশোধন ও ভুয়া ভোটারদের নাম বাদ না দেওয়া পর্যন্ত তাড়াহুড়ো করে নির্বাচন কার্যক্রম শুরু থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানাচিছ। যদি ভুয়া ভোটারদের মাধ্যমে নির্বাচন সম্পন্ন হয়, তার সকল দায়-দায়িত্ব আপনারা বহন করবেন।
এই আবেদনের প্রেক্ষিতে শুক্রবার (৮ আগস্ট) বিকালে নির্বাচন পরিচলানা বোর্ডের চেয়ারম্যান মো: স্বপন চৌধুরী শনিবারের অনুষ্ঠিব্য নির্বাচন স্থগিত করে আগামী ১৬ আগস্ট নির্বাচন অনুষ্ঠানের তারিখ ঘোষণা করেন।
এক জরুরি বিশেষ বিজ্ঞপ্তিতে তিনি বলেন, বাংলাদেশ নিটিং ওনার্স এসোসিয়েশন এর ২০২৫-২০২৭ মেয়াদের পরিচালনা পর্ষদ নির্বাচন ঘোষিত তফসিল অনুযায়ী নির্ধারিত ছিল। কিন্তু নির্বাচন চলাকালীন বাণিজ্য মন্ত্রণালয় হতে স্থগিতাদেশ জারি হয়, যার ফলে নির্বাচন কার্যক্রম অনেকাংশে বিলম্বিত হয়।
পরবর্তীতে মহামাণ্য হাইকোর্টের নির্দেশে পুনরায় চালু হলেও সময় স্বল্পতা, নির্বাচনের প্রস্তুতি গ্রহণে প্রশাসনিক ও কারিগরি অসুবিধা এবং কিছু সদস্যের নিকট থেকে আসা লিখিত অনুরোধ বিবেচনায়, নির্বাচনের সুষ্ঠু ও স্বচ্ছ স্বাভাবিক পরিবেশ বজায় রেখে নির্বাচনের তারিখ ৭ (সাত) দিন পিছিয়ে আগামী ১৬ আগস্ট, ২০২৫ শনিবার নির্বাচন অনুষ্ঠিত হবে।