২৬০ কোটি টাকা নিলেন রজনী, আমির নিলেন ২৫ কোটি
Published: 12th, August 2025 GMT
রজনীকান্তের নতুন ছবি ‘কুলি’ মুক্তির আগেই সাড়া ফেলে দিয়েছে চলচ্চিত্রজগৎ ও দর্শকমহলে। ১৪ আগস্ট মুক্তি পাওয়ার জন্য অপেক্ষা করছে ছবিটি। পরিচালনায় রয়েছেন দক্ষিণি নির্মাতা লোকেশ কনগরাজ, যিনি গত কয়েক বছরে সাহসী গল্প ও আধুনিক স্টাইলের সিনেমা উপহার দিয়ে মন জয় করেছেন। এর আগে তাঁর ‘মাস্টার’, ‘ক্যাপ্টেন’সহ অনেক সুপারহিট ছবি দর্শকদের মন জয় করেছে। এবার তিনি ‘কুলি’ নিয়ে আসছেন।
‘কুলি’ ছবি নির্মিত হয়েছে বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫২০ কোটি টাকা। বাজেট ও প্রি-সেলসের মন্দনা দেখে এই ছবির প্রধান নায়ক রজনীকান্তের পারিশ্রমিক বৃদ্ধি পেয়েছে। প্রথমে তাঁকে ১৫০ কোটি রুপি দেওয়া হয়েছিল, কিন্তু এখন তা দাঁড়িয়েছে ২০০ কোটি রুপিতে, যা বাংলাদেশি টাকায় ২৬০ কোটি টাকা। এটা দক্ষিণি সিনেমার ইতিহাসে এক বিশাল অঙ্ক।
রজনীকান্ত ছাড়াও এ ছবির অন্যতম বড় নাম নাগার্জুন, যিনি খলনায়কের চরিত্রে অভিনয় করেছেন। তাঁর পারিশ্রমিক বাংলাদেশি মুদ্রায় ১৩ কোটি টাকা। বলিউডের সুপারস্টার আমির খান ছবিতে ক্যামিও চরিত্রে আছেন। মাত্র ১৫-২০ মিনিট অংশের জন্য আমির খান নিয়েছেন বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৫ কোটি টাকা।
আরও পড়ুনকুলির কাজ করার সময় অনেক অপমান সহ্য করেছি: রজনীকান্ত০৪ আগস্ট ২০২৫আক্কিনেনি নাগার্জুন.উৎস: Prothomalo
কীওয়ার্ড: রজন ক ন ত
এছাড়াও পড়ুন:
দেশের কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা
বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া গভীর নিম্নচাপ বাংলাদেশের উত্তরাঞ্চল পর্যন্ত বিস্তৃত হয়েছে। এর প্রভাবে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হচ্ছে।
আবহাওয়া অধিদপ্তর বলছে, শুক্রবার (৩ অক্টোবর) বৃষ্টি অব্যাহত থাকতে পারে। দেশের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
আরো পড়ুন:
টানা বৃষ্টিতে সড়কজুড়ে জলাবদ্ধতা, ভোগান্তিতে রাজধানীবাসী
১০৬ মিলিমিটার বৃষ্টির রেকর্ড, ঘনীভূত হতে পারে লঘুচাপ
আবহাওয়া অধিদপ্তর জানায়, বর্তমানে স্থল গভীর নিম্নচাপটি উপকূলীয় ওড়িশা ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে সমুদ্র উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, পায়রা ও মোংলা সমুদ্রবন্দরকে তিন নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি সমুদ্রে অবস্থানরত মাছ ধরা ট্রলারসমূহকে উপকূলের কাছাকাছি অবস্থান করতে বলা হয়েছে।
সংস্থাটি জানায়, রংপুর বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে আজ দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
এদিকে, আজ ভোর ৬টার দিকে রাজধানীতে বৃষ্টি শুরু হয়। সকাল সাড়ে ৮টার দিকে এই প্রতিবেদন লেখার সময় বৃষ্টির পরিমাণ কমে যায়। ঢাকার আকাশ মেঘে ঢেকে আছে।
ঢাকা/মাসুদ