রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি, লঘুচাপের পূর্বাভাস
Published: 13th, August 2025 GMT
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আজ বুধবার সকাল থেকে বৃষ্টি হচ্ছে। দেশের প্রায় সব এলাকার আকাশ মেঘাচ্ছন্ন।
মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণে এই বৃষ্টি হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। যদিও আগামী ২৪ ঘণ্টার মধ্যে সাগরে একটি লঘুচাপের সৃষ্টি হতে পারে। তবে এখন যে বৃষ্টি, তা অবশ্য লঘুচাপের প্রভাবে নয়।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা আজ সকালে প্রথম আলোকে বলেন, দক্ষিণের সুন্দরবনসংলগ্ন কিছু এলাকা বাদ দিয়ে দেশের প্রায় সব এলাকার আকাশে আজ মেঘাচ্ছন্ন। দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। মূলত মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণে এই বৃষ্টি।
গত চার দিন দেশে তেমন বৃষ্টি হয়নি। সামান্য বৃষ্টি হয়েছিল রংপুর বিভাগে। তা ছাড়া দেশের কোনো কোনো স্থানে গত দুই দিন তাপপ্রবাহও দেখা গেছে।
আবহাওয়া অধিদপ্তর বলছে, আজ বঙ্গোপসাগর একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। তবে এর প্রভাব বাংলাদেশের উপকূলে খুব বেশি পড়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা।
শাহনাজ সুলতানা বলেন, লঘুচাপের প্রভাব বেশি অনুভূত হবে ভারতের উপকূলবর্তী কয়েকটি স্থানে।
আজ সকাল থেকে দেশের বিভিন্ন স্থানে যে বৃষ্টি শুরু হয়েছে, তা আগামীকাল বৃহস্পতিবার থাকার সম্ভাবনা কম বলে জানিয়েছেন শাহনাজ সুলতানা।
আবহাওয়া অধিদপ্তর জানায়, গতকাল মঙ্গলবার চট্টগ্রাম, বরিশাল, খুলনা ও ঢাকা বিভাগের প্রায় কোথাও বৃষ্টি হয়নি। গতকাল সর্বোচ্চ ৫৮ মিলিমিটার বৃষ্টি হয় পাবনার ঈশ্বরদীতে।
আজ এখন পর্যন্ত সর্বোচ্চ বৃষ্টি হয়েছে নীলফামারীর ডিমলায়, ১১৯ মিলিমিটার। রাজধানীতে যা বৃষ্টি হয়েছে, তা সামান্য বলেই জানিয়েছেন আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
এটাই ‘শক্তিশালী’ স্কোয়াড, সুযোগ দেখছেন জামাল
২০১৩ সালে বাংলাদেশের জার্সিতে অভিষেক হওয়ার পর থেকে এখন পর্যন্ত ৯২ ম্যাচ খেলেছেন জামাল ভূঁইয়া। এর মধ্যে ভারতের বিপক্ষে খেলেছেন ৬ ম্যাচ। কিন্তু এই ৬ ম্যাচের কোনোটিতেই জেতেনি বাংলাদেশ। এবার অন্তত সেই গেরো খুলতে চাইছেন বাংলাদেশ অধিনায়ক।
জামালের চোখে এটাই বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী স্কোয়াড। তাই এবার ভারতকে হারানোর সুযোগও দেখছেন তিনি, ‘আমরা যে অবস্থায় আছি এটাই বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী স্কোয়াড। তাই অবশ্যই আমাদের একটা বড় সুযোগ আছে।’
২০২৫ সালে সাত ম্যাচ খেলে শুধু ভুটানের সঙ্গে জিতেছে বাংলাদেশ। আগামীকাল জাতীয় স্টেডিয়ামে ভারতকে হারিয়ে বছরটা অন্তত জয় দিয়ে শেষ করার প্রত্যাশা জামালের, ‘এটা অনেক আবেগের ম্যাচ, উত্তেজনার ম্যাচ। এই ম্যাচের পর জাতীয় দলের জন্য অনেক লম্বা বিরতি আছে। বছরটা যদি জয় দিয়ে শেষ করতে পারি, তা শুধু আমাদের জন্য নয়, সমর্থক ও আপনাদের জন্যও ইতিবাচক হবে।’
জয় দিয়ে বছর শেষ করতে চান জামাল