সিলেটে ছুকিরাঘাতে মাদরাসা শিক্ষক নিহত
Published: 13th, August 2025 GMT
সিলেট নগরীর জালালাবাদ থানাধীন বড়গুল এলাকায় মাওলানা জুবায়ের আহমদ (৪৮) নামে এক মাদরাসা শিক্ষক ছুরিকাঘাতে নিহত হয়েছেন। ঘটনার পর থেকে অভিযুক্ত নয়ন পালাতক। পুলিশ জানায়, পারিবারিক বিরোধের জেরে হত্যাকাণ্ডটি ঘটতে পারে।
বুধবার (১৩ আগস্ট) সকাল ৯টার দিকে ঘটনাটি ঘটে বলে জানান জালাবাদ থানার ওসি মোহাম্মদ হারুনুর রশিদ চৌধুরী।
নিহত জুবায়ের আহমদ সিলেট নগরীর ৩৭ নম্বর ওয়ার্ডের বড়গুল এলাকার বাসিন্দা। তিনি স্থানীয় ডা.
আরো পড়ুন:
চাঁদপুরে সন্ত্রাসীদের গুলিতে রিকশাচালক নিহত
যশোরে বাড়ি থেকে ডেকে নিয়ে গলা কেটে হত্যা
স্থানীয়রা জানান, বড়গুল গ্রামের বাসিন্দা আল আমিনের ছেলে নয়ন মাদরাসার পাশেই মাওলানা জুবায়েরকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যান। নয়নের বাবা আল আমিন সম্পর্কে নিহতের শালা হন।
জালাবাদ থানার ওসি মোহাম্মদ হারুনুর রশিদ চৌধুরী জানান, নিহত শিক্ষকের মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে রাখা হয়েছে। অভিযুক্ত নয়নকে গ্রেপ্তারে অভিযান চালছে। পারিবারিক বিরোধের জেরে হত্যাকাণ্ডটি বলে জানা গেছে।
ঢাকা/নূর/মাসুদ
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর হত য ম দর স
এছাড়াও পড়ুন:
মুরগির ডাক শুনে ঘরের দরজা খুলতেই খুন হন জসীম
কক্সবাজারের পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়নে গভীর রাতে বাড়িতে ঢুকে জসীম উদ্দিন (৫০) নামে এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ।
শনিবার (৯ আগস্ট) দিবাগত রাত দেড়টার দিকে ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সেগুনবাগিচা মাতবর মুরা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জসীম উদ্দিন ওই এলাকার নুর আহমেদের ছেলে।
স্থানীয়রা জানান, রাত আনুমানিক দেড়টার দিকে দুর্বৃত্তরা মুরগির শব্দ নকল করে পরিবারের লোকজনকে দরজা খুলতে বাধ্য করে। দরজা খোলা মাত্র তারা ঘরে ঢুকে প্রথমে জসীম উদ্দিনকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আরো পড়ুন:
রাজশাহীতে হত্যা মামলার আসামিকে কুপিয়ে হত্যা
যাচ্ছিলেন বিয়ের দিন ঠিক করতে, পথে ২ জনকে পিটিয়ে হত্যা
স্থানীয় ইউপি সদস্য আহমদ শফি বলেন, ‘‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে এবং জড়িত সন্দেহে তিনজনকে আটক করে। তারা হলেন- সেগুনবাগিচা এলাকার মনছুর আলম, জহির আহমদ ও তার ছেলে আতিক।’’
পেকুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সিরাজুল মোস্তফা বলেন, ‘‘এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে। সেই সঙ্গে হত্যার রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।’’
ঢাকা/তারেকুর/রাজীব