কক্সবাজারের মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজুরুল হককে ‘উলঙ্গ করে’ এলাকা থেকে বের করে দেওয়ার হুমকি দেওয়ার ঘটনায় সেই বিএনপি নেতার পদ স্থগিত করেছে কেন্দ্র।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। হুমকি দেওয়া ওই নেতার নাম আকতার হোসেন। তিনি মহেশখালী পৌরসভা বিএনপির আহ্বায়ক ছিলেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মহেশখালী থানার ওসিকে অশোভন গালাগাল করে হুমকি এবং সংগঠনবিরোধী কার্যলাপের জন্য কক্সবাজার জেলা বিএনপির সদস্য ও মহেশখালী পৌর বিএনপির সাবেক আহ্বায়ক আকতার হোসেনকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তার প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ স্থগিত করা হয়েছে।

আরো পড়ুন:

সারজিসের বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে আন্দোলনের হুমকি 

রাজনৈতিক স্থিতিশীলতা হারালে ওয়ান ইলেভেন সৃষ্টি হতে পারে: খোকন 

এর আগে, গত বুধবার এক স্মরণসভায় মনজুরুল হককে হুমকি দেন আকতার হোসেন। তিনি বলেন, ‘‘ওসির চেম্বার এক ধরনের দোকানে পরিণত হয়েছে। টাকা দিলে মামলা নেওয়া হয়, যে টাকা বেশি দেবে তার মামলা নেবে।’’

আকতার হোসেন অভিযোগ করে বলেন, ‘‘ওসি মনজুরুল হক স্থানীয় আওয়ামী লীগের ঘনিষ্ঠ মহল ও প্রভাবশালী মহলের সঙ্গে মিলে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন।’’

এ সময় তিনি মাইকে প্রকাশ্যে বলেন, “ওসি সাহেব, ন্যাংটা করে মহেশখালী ছাড়তে বাধ্য করব।” বিএনপি নেতার এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তার দলীয় সব পদ স্থগিত করেছে বিএনপি।

এ বিষয়ে জানতে আকতার হোসেনের মোবাইলে ব্যবহৃত নম্বরে কল দিলে সেটি বন্ধ পাওয়া যায়।

বিএনপি নেতার বক্তব্যের বিষয়ে জানতে চাইলে ওসি মনজুরুল হক বলেন, ‘‘ভিডিওটি এখনো দেখিনি।’’ এ সময় বিএনপি নেতার মামলা বাণিজ্য বা আওয়ামী লীগের সঙ্গে সম্পর্কের অভিযোগকে ‘সত্য নয়’ বলে মন্তব্য করেন তিনি।

কক্সবাজার জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরী বলেন, “সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকায় আকতার হোসেনের প্রাথমিক সদস্য পদসহ সব পদ স্থগিত করা হয়েছে। রাজনীতিতে এখন অনেক পরিবর্তন এসেছে। বিএনপির কোনো নেতা অশ্লীল ও শালীনতাবর্জিত বক্তব্য দিয়ে পার পেয়ে যাবেন এমন সুযোগ আর নেই।”

ঢাকা/তারেকুর/রাজীব

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ব এনপ আকত র হ স ন ব এনপ র মনজ র ল

এছাড়াও পড়ুন:

এটাই ‘শক্তিশালী’ স্কোয়াড, সুযোগ দেখছেন জামাল

২০১৩ সালে বাংলাদেশের জার্সিতে অভিষেক হওয়ার পর থেকে এখন পর্যন্ত ৯২ ম্যাচ খেলেছেন জামাল ভূঁইয়া। এর মধ্যে ভারতের বিপক্ষে খেলেছেন ৬ ম্যাচ। কিন্তু এই ৬ ম্যাচের কোনোটিতেই জেতেনি বাংলাদেশ। এবার অন্তত সেই গেরো খুলতে চাইছেন বাংলাদেশ অধিনায়ক।

জামালের চোখে এটাই বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী স্কোয়াড। তাই এবার ভারতকে হারানোর সুযোগও দেখছেন তিনি, ‘আমরা যে অবস্থায় আছি এটাই বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী স্কোয়াড। তাই অবশ্যই আমাদের একটা বড় সুযোগ আছে।’

২০২৫ সালে সাত ম্যাচ খেলে শুধু ভুটানের সঙ্গে জিতেছে বাংলাদেশ। আগামীকাল জাতীয় স্টেডিয়ামে ভারতকে হারিয়ে বছরটা অন্তত জয় দিয়ে শেষ করার প্রত্যাশা জামালের, ‘এটা অনেক আবেগের ম্যাচ, উত্তেজনার ম্যাচ। এই ম্যাচের পর জাতীয় দলের জন্য অনেক লম্বা বিরতি আছে। বছরটা যদি জয় দিয়ে শেষ করতে পারি, তা শুধু আমাদের জন্য নয়, সমর্থক ও আপনাদের জন্যও ইতিবাচক হবে।’

জয় দিয়ে বছর শেষ করতে চান জামাল

সম্পর্কিত নিবন্ধ