সাফ শিরোপার মিশনে ভুটান যাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ নারী দল
Published: 14th, August 2025 GMT
বাংলাদেশের মেয়েরা আবারও নামছে সাফ শিরোপা জয়ের অভিযানে। অনূর্ধ্ব-১৭ নারী সাফ চ্যাম্পিয়নশিপে অংশ নিতে আগামীকাল শুক্রবার ভুটান উড়াল দেবে লাল-সবুজের কিশোরী দল।
তার আগে আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ঘোষণা করেছে ২৩ সদস্যের চূড়ান্ত স্কোয়াড। গত বছরের অনূর্ধ্ব-১৬ সাফের ১৫ জন খেলোয়াড় এবারও আছেন দলে। তাদের সঙ্গে যুক্ত হয়েছেন নতুন আট মুখ— রিয়া, প্রতিমা রানী, জবা রানী, সুরভী রানী, মামনী চাকমা, ঈশিতা ত্রিপুরা, পূর্ণিমা মারমা ও আমেনা খাতুন। ফরোয়ার্ড সুরভী আকন্দ প্রীতি, যিনি ইতিমধ্যেই সিনিয়র দলে অভিষেক করেছেন, এবার থাকছেন অনূর্ধ্ব-১৭ স্কোয়াডেও। নেতৃত্বের দায়িত্ব দেওয়া হয়েছে অর্পিতা বিশ্বাসকে।
দলের কোচ মাহবুবুর রহমান লিটু থাকছেন ভুটান সফরে। তিনি দায়িত্ব নিচ্ছেন প্রধান কোচ পিটার বাটলারের অনুপস্থিতিতে, যিনি বর্তমানে ছুটিতে আছেন।
আরো পড়ুন:
চোট কাটিয়ে ফেরার পথে মেসি, মায়ামি ভক্তদের আশার আলো
হামজা গোল পেলেও নাটকীয় হারে ছিটকে গেল লেস্টার সিটি
২০ থেকে ৩১ আগস্ট পর্যন্ত ভুটানের থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে হবে টুর্নামেন্টের সব ম্যাচ। বাংলাদেশ ছাড়াও ভারত, ভুটান ও নেপাল অংশ নিচ্ছে এবারের আসরে। রাউন্ড রবিন পদ্ধতিতে প্রতিটি দল একে অপরের মুখোমুখি হবে দুইবার করে, আর সর্বোচ্চ পয়েন্টধারী দল জিতবে শিরোপা।
বাংলাদেশের মেয়েরা ২০ আগস্ট স্বাগতিক ভুটানের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে। ২২ আগস্ট প্রতিপক্ষ ভারত, ২৪ ও ২৭ আগস্ট নেপালের সঙ্গে দুটি ম্যাচ। এরপর ২৯ আগস্ট আবার ভুটানের মুখোমুখি হয়ে ৩১ আগস্ট ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শেষ হবে লাল-সবুজের অভিযান।
এবারের টুর্নামেন্টে বাংলাদেশ ও ভারত সমান দুবার করে শিরোপা জয়ের রেকর্ড নিয়ে নামছে। তাতে এবার শিরোপার লড়াই যে তীব্র হবে তা অনুমেয়।
২৩ সদস্যের বাংলাদেশ স্কোয়াড:
ইয়ারজান বেগম, মেঘলা রানী, মমিতা খাতুন, শিউলি রায়, তানিয়া আক্তার, অর্পিতা বিশ্বাস (অধিনায়ক), ফাতেমা আক্তার, উম্মে কুলসুম, আরিফা আক্তার, মোসাম্মত আলমিনা, রেশমি আক্তার, থুইনুয়া মারমা, সুরভী আকন্দ প্রীতি, ক্রানুচিং মারমা, রিয়া, আলফি আক্তার, প্রতিমা রানী, জবা রানী, সুরভী রানী, মামনি চাকমা, ঈশিতা ত্রিপুরা, পূর্ণিমা মারমা ও আমেনা খাতুন।
ঢাকা/আমিনুল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ফ টবল অন র ধ ব আগস ট
এছাড়াও পড়ুন:
বাইডেনের ছেলের বিরুদ্ধে মামলার হুমকি মেলানিয়া ট্রাম্পের
মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেনের বিরুদ্ধে মানহানির মামলা করার হুমকি দিয়েছেন। মেলানিয়াকে যৌন পাচারকারী জেফরি এপস্টাইনের সাথে সম্পৃক্ত করে হান্টার মন্তব্য করায় এই হুমকি দেওয়া হয়েছে।
সাবেক মার্কিন অর্থ ব্যবস্থাপক জেফরি এপস্টাইনের বিরুদ্ধে অপ্রাপ্তবয়স্ক মেয়েদের ধর্ষণ, যৌন নিপীড়ন ও নারী পাচারের অভিযোগ ছিল। ২০১৯ সালের ১০ আগস্ট তাকে ম্যানহাটনের একটি কারাগারে মৃত অবস্থায় পাওয়া যায়। মৃতদেহ পরীক্ষা করে জানা যায় তিনি আত্মহত্যা করেছেন।
সম্প্রতি হান্টার বাইডেন এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ট্রাম্পের সাথে মেলানিয়ার পরিচয় করিয়ে দিয়েছিলেন এপস্টাইন। তাদের মধ্যে গভীর সম্পর্ক ছিল। বাইডেন এই দাবির জন্য লেখক মাইকেল উলফকে দায়ী করেছেন।
মেলানিয়া ট্রাম্পের আইনজীবী আলেজান্দ্রো ব্রিটো বাইডেনের কাছে পাঠানো এক চিঠিতে লিখেছেন, বিবৃতিগুলি মিথ্যা, মানহানিকর। হান্টার বাইডেন যদি তার মন্তব্য প্রত্যাহার না করেন তাহলে ফাস্টলেডি মানহানির মামলা করবেন।
ট্রাম্প ও মেলানিয়া দীর্ঘদিন ধরে বলে আসছেন ১৯৯৮ সালে নিউ ইয়র্ক ফ্যাশন উইক পার্টিতে মডেলিং এজেন্ট পাওলো জাম্পোলি তাদের পরিচয় করিয়ে দিয়েছিলেন।
ঢাকা/শাহেদ