বাংলাদেশের মোটরসাইকেল বা বাইকের বাজার দিন দিন বৈচিত্র্যপূর্ণ হয়ে উঠছে। ২০২৪ সালের শেষের দিক থেকে এখন পর্যন্ত বেশ কিছু আন্তর্জাতিক নির্মাতা নতুন মডেল বাজারে এনেছে, যা বাইকারদের মধ্যে নতুন উত্তেজনা তৈরি করেছে। প্রযুক্তিগত উন্নয়ন, জ্বালানি সাশ্রয়ী ও আধুনিক সুযোগ–সুবিধা নিয়ে আসা এই মডেলগুলো দেশীয় বাজারে একটি নতুন ধারা সূচনা করেছে। একটা সময় ছিল যখন মোটরসাইকেল মানেই ছিল শুধুই যাতায়াতের বাহন। সময় বদলেছে। বাইক শুধু এখন গন্তব্যে পৌঁছানোর মাধ্যম নয়, এটি স্বকীয়তা, স্বাধীনতা ও প্রযুক্তির প্রকাশ। দেশের বাজারে সদ্য আসা নতুন মোটরসাইকেলগুলো এই রূপান্তরেরই প্রতিচ্ছবি। আধুনিক প্রযুক্তি, চমৎকার ভঙ্গি এবং আরামদায়ক চালানোর অভিজ্ঞতা—সবকিছু মিলিয়ে এবারের বাজার যেন বাইকারদের জন্য এক স্বপ্নপুরী। জেনে নেওয়া যাক মোটরসাইকেলপ্রেমীদের পছন্দের শীর্ষ বাইকগুলো সম্পর্কে।
রয়্যাল এনফিল্ড নিয়ে বাইকারদের মধ্যে একটা উন্মাদনা দেখা যায়.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
এটাই ‘শক্তিশালী’ স্কোয়াড, সুযোগ দেখছেন জামাল
২০১৩ সালে বাংলাদেশের জার্সিতে অভিষেক হওয়ার পর থেকে এখন পর্যন্ত ৯২ ম্যাচ খেলেছেন জামাল ভূঁইয়া। এর মধ্যে ভারতের বিপক্ষে খেলেছেন ৬ ম্যাচ। কিন্তু এই ৬ ম্যাচের কোনোটিতেই জেতেনি বাংলাদেশ। এবার অন্তত সেই গেরো খুলতে চাইছেন বাংলাদেশ অধিনায়ক।
জামালের চোখে এটাই বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী স্কোয়াড। তাই এবার ভারতকে হারানোর সুযোগও দেখছেন তিনি, ‘আমরা যে অবস্থায় আছি এটাই বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী স্কোয়াড। তাই অবশ্যই আমাদের একটা বড় সুযোগ আছে।’
২০২৫ সালে সাত ম্যাচ খেলে শুধু ভুটানের সঙ্গে জিতেছে বাংলাদেশ। আগামীকাল জাতীয় স্টেডিয়ামে ভারতকে হারিয়ে বছরটা অন্তত জয় দিয়ে শেষ করার প্রত্যাশা জামালের, ‘এটা অনেক আবেগের ম্যাচ, উত্তেজনার ম্যাচ। এই ম্যাচের পর জাতীয় দলের জন্য অনেক লম্বা বিরতি আছে। বছরটা যদি জয় দিয়ে শেষ করতে পারি, তা শুধু আমাদের জন্য নয়, সমর্থক ও আপনাদের জন্যও ইতিবাচক হবে।’
জয় দিয়ে বছর শেষ করতে চান জামাল