রাকসু নির্বাচন: আলোচনায় ‘সম্মিলিত প্যানেল’
Published: 15th, August 2025 GMT
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনকে ঘিরে ছাত্রসংগঠনগুলোর মধ্যে নানা তৎপরতা শুরু হয়েছে। দীর্ঘ ৩৫ বছর পর অনুষ্ঠেয় এ নির্বাচনে জিততে ‘ভোটের কৌশল’ ঠিক করছেন ছাত্রনেতারা। সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন করে ক্যাম্পাসে পরিচিত পাওয়া শিক্ষার্থীরাও ভোটের মাঠে নামছেন। এ ক্ষেত্রে সব মতের শিক্ষার্থীদের ভোট টানতে সবার কাছে গ্রহণযোগ্য শিক্ষার্থীদের নিয়ে ‘সম্মিলিত প্যানেল’ গোছানোর চেষ্টা করছে সংগঠনগুলো।
আগামী ১৫ সেপ্টেম্বর রাকসুর ভোটগ্রহণ। অবশ্য নির্বাচনের তফসিল ঘোষণার ১৭ দিন পার হলেও গতকাল বৃহস্পতিবার পর্যন্ত কোনো ছাত্রসংগঠন বা শিক্ষার্থীরা পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেননি। ২০ আগস্ট থেকে ২৩ আগস্ট পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ করা হবে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ২ সেপ্টেম্বর বিকেল ৫টা পর্যন্ত।
‘শক্তিশালী ও গ্রহণযোগ্য’ প্যানেল গঠনকেই প্রাথমিকভাবে চ্যালেঞ্জ হিসেবে দেখছে সংগঠনগুলো। ক্যাম্পাসের পরিচিত মুখগুলোকে প্যানেলে টানতে নানাভাবে চেষ্টা করছেন ছাত্রনেতারা।
ক্যাম্পাসের আমতলা, টুকিটাকি চত্বরে আড্ডায় প্রাধান্য পাচ্ছে রাকসু ইস্যু। ছাত্রসংগঠনগুলো প্যানেলে কাদের টানছে, শীর্ষ পদগুলোতে কারা নেতৃত্বে আসবে এবং কোন কোন ছাত্রসংগঠনের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হতে পারে, তা নিয়ে চলছে বিশ্লেষণ ও তর্কবিতর্ক।আড্ডা-আলোচনায় রাকসুসময় যত ঘনিয়ে আসছে, ক্যাম্পাসে নির্বাচনের আমেজ তত বাড়ছে। সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে চায়ের আড্ডায় নির্বাচনকেন্দ্রিক আলোচনা করতে দেখা গেছে শিক্ষার্থীদের। ক্যাম্পাসের আমতলা, টুকিটাকি চত্বরে আড্ডায় প্রাধান্য পাচ্ছে রাকসু ইস্যু। ছাত্রসংগঠনগুলো প্যানেলে কাদের টানছে, শীর্ষ পদগুলোতে কারা নেতৃত্বে আসবে এবং কোন কোন ছাত্রসংগঠনের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হতে পারে, তা নিয়ে চলছে বিশ্লেষণ ও তর্কবিতর্ক। সন্ধ্যার পর আবাসিক হলগুলোর গেস্টরুম ও সামনের চা-দোকানগুলোতে পরিচিত শিক্ষার্থীদের নিয়ে বসছেন সম্ভাব্য প্রার্থীরা। আড্ডার ফাঁকে ফাঁকে চেষ্টা করছেন শিক্ষার্থীদের সমর্থন আদায়ের।
দীর্ঘদিন পর রাকসু নির্বাচন ঘিরে ক্যাম্পাসের পরিবেশ পরিবর্তনের প্রত্যাশা করছেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের গ্রাফিক ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগের শিক্ষার্থী ফারজানা তমা বলেন, ‘যে প্রত্যাশায় আমরা গণ-অভ্যুত্থানে অংশ নিয়েছিলাম, সেটি এখনো বাস্তবায়ন হয়নি। আমরা আর নির্যাতন ও আধিপত্যের ক্যাম্পাস চাই না। আমরা চাই, এই নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক ক্যাম্পাস বিনির্মাণ হক। এমন নেতৃত্ব আসুক, যারা শিক্ষার্থীদের হয়ে কাজ করবে।’
আরও পড়ুনছাত্রদলের তৎপরতা কম, অন্যরা সক্রিয় ৩ ঘণ্টা আগেসবাইকে নিয়ে প্যানেল গড়ার চেষ্টাশিক্ষার্থী ও ছাত্রনেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ছাত্ররাজনীতির সঙ্গে জড়িত শিক্ষার্থীদের বাইরে সাধারণ শিক্ষার্থীরা ভোটের সমীকরণ পাল্টে দিতে পারেন। ফলে নানা মতের শিক্ষার্থীদের নিয়ে সম্মিলিত শিক্ষার্থী প্যানেল গঠনের চেষ্টা করছে ছাত্রসংগঠনগুলো। বিভাগ ও অনুষদভিত্তিক কিছু পরিচিত মুখগুলোকে দলে টানতে চাইছে তারা। তা ছাড়া জেলা সমিতি, অঞ্চলভিত্তিক প্রার্থী ভোটে প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে। এখন পর্যন্ত রাকসু নির্বাচনে মোট ৫ থেকে ৬টি প্যানেল হতে পারে বলে আলোচনা রয়েছে।
খসড়া ভোটার তালিকা অনুযায়ী, এবারের রাকসু নির্বাচনে মোট ভোটার ২৫ হাজার ১২৭ জন। যার মধ্যে ৬১ দশমিক ৬৫ শতাংশ ছাত্র এবং ৩৮ দশমিক ৩৫ শতাংশ ছাত্রী।
আমরা ক্যাম্পাসের স্বার্থে একটি বৃহৎ প্যানেল গঠনের চেষ্টা করছি। প্যানেলে সামাজিক, সাংস্কৃতিক ও বিভিন্ন অ্যাকটিভিস্টকে আমন্ত্রণ জানিয়েছি। বেশ কয়েকজন সাড়াও দিয়েছেন।বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের (একাংশ) সভাপতি রাকিব হোসেনসংগঠন সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির ‘ফ্যাসিবাদবিরোধী’ প্যানেল গঠনের চেষ্টা করছে। সেখানে সব মতের প্রতিনিধিত্ব রাখতে চায় তারা। ইতিমধ্যে প্যানেল গোছানো প্রায় শেষ।
বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মোস্তাকুর রহমান প্রথম আলোকে বলেন, ‘আমরা ফ্যাসিবাদবিরোধী শিক্ষার্থীদের নিয়ে একটি সম্মিলিত প্যানেল গঠন করব। এখানে নারী, আদিবাসী, সনাতন ধর্মের শিক্ষার্থীরা প্রতিনিধিত্ব করবেন। চা আড্ডা, খাবার হোটেল ও আবাসিক হলে ব্যক্তিগত ও দলীয়ভাবে সম্ভাব্য প্রার্থীরা জনসংযোগ করছেন।’
বিশ্ববিদ্যালয়ের ৬টি বামপন্থী ছাত্রসংগঠনের মোর্চা গণতান্ত্রিক ছাত্র জোট। এই জোটে রয়েছে বিশ্ববিদ্যালয় শাখা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, ছাত্র ইউনিয়ন (একাংশ), বিপ্লবী ছাত্র মৈত্রী, বিপ্লবী ছাত্র-যুব আন্দোলন, ছাত্র গণমঞ্চ, বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ। এই জোট একটি প্যানেল গঠনের চেষ্টা করছে।
বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের (একাংশ) সভাপতি রাকিব হোসেন বলেন, ‘আমরা ক্যাম্পাসের স্বার্থে একটি বৃহৎ প্যানেল গঠনের চেষ্টা করছি। প্যানেলে সামাজিক, সাংস্কৃতিক ও বিভিন্ন অ্যাকটিভিস্টকে আমন্ত্রণ জানিয়েছি। বেশ কয়েকজন সাড়াও দিয়েছেন।’
আমরা ফ্যাসিবাদবিরোধী শিক্ষার্থীদের নিয়ে একটি সম্মিলিত প্যানেল গঠন করব। এখানে নারী, আদিবাসী, সনাতন ধর্মের শিক্ষার্থীরা প্রতিনিধিত্ব করবেন। চা আড্ডা, খাবার হোটেল ও আবাসিক হলে ব্যক্তিগত ও দলীয়ভাবে সম্ভাব্য প্রার্থীরা জনসংযোগ করছেন।বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মোস্তাকুর রহমান‘স্টুডেন্টস রাইটস অ্যাসোসিয়েশন’ নামের একটি সংগঠনের সদ্য সাবেক সভাপতি মেহেদী সজীব ও সম্পাদক ফজলে রাব্বি মো.
সম্ভাব্য এই প্যানেলের ভিপি পদপ্রার্থী মেহেদী সজীব প্রথম আলোকে বলেন, ‘আমরা বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠন ও শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ করেছি। আগামী সপ্তাহে আমাদের প্যানেল ঘোষণা করব।’
এ ছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আলোচিত সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মার ও বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সভাপতি নোমান ইমতিয়াজ মিলে একটি প্যানেল গঠন করার গুঞ্জন চলছে। এই প্যানেলে সামাজিক, সাংস্কৃতিক ও বিতর্ক সংগঠনগুলোর শীর্ষ পর্যায়ের নেতারা অংশ নিতে পারেন বলে আলোচনা রয়েছে।
এর বাইরে ইসলামী ছাত্র আন্দোলন বিশ্ববিদ্যালয় শাখা প্রথম আংশিক প্যানেল ঘোষণা করেছে। এ ছাড়া অনেক সাধারণ শিক্ষার্থী বিভিন্ন পদে ‘স্বতন্ত্র প্রার্থী’ হওয়ার ঘোষণা দিচ্ছেন।
আমরা রাকসু চাই, আমরা অবশ্যই নির্বাচনে অংশগ্রহণ করব। তবে আমরা প্রশাসনের কাছে কিছু যৌক্তিক দাবি জানিয়েছি, সেগুলো মেনে নেওয়ার পরই আমরা সিদ্ধান্ত নেববিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ দোদুল্যমান ছাত্রদলরাকসু নির্বাচন নিয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের এখন পর্যন্ত দৃশ্যমান কোনো তৎপরতা দেখা যায়নি। সংগঠনটি ৭ আগস্ট ‘গণ-অভ্যুত্থানে বিরোধিতাকারী’ ২১ শিক্ষকের তালিকা প্রকাশ করে জানিয়েছে, ‘আওয়ামীপন্থী ফ্যাসিস্ট শিক্ষকদের’ বিচারের আগে রাকসু নির্বাচন হতে দেওয়া হবে না। সংগঠনের অভ্যন্তরেও নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়নি বলে জানিয়েছেন দায়িত্বশীল একাধিক নেতা। কেন্দ্রের ‘সবুজ সংকেতের’ দিকে তাকিয়ে আছেন তাঁরা। বড় একটি ছাত্রসংগঠনের এমন অবস্থান শেষ পর্যন্ত সুষ্ঠুভাবে নির্বাচন আয়োজন নিয়ে শঙ্কার কথাও আলোচনায় আছে।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ প্রথম আলোকে বলেন, ‘আমরা রাকসু চাই, আমরা অবশ্যই নির্বাচনে অংশগ্রহণ করব। তবে আমরা প্রশাসনের কাছে কিছু যৌক্তিক দাবি জানিয়েছি, সেগুলো মেনে নেওয়ার পরই আমরা সিদ্ধান্ত নেব।’
গত বছরের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর ছাত্র সংসদ নির্বাচনের দাবি জোরালোভাবে উঠতে থাকে। এর পরিপ্রেক্ষিতে গত ২৮ জুলাই নির্বাচনের তফসিল ঘোষণা করে রাকসুর নির্বাচন কমিশন। এবার সহসভাপতি (ভিপি), সাধারণ সম্পাদকসহ (জিএস) মোট ২৩টি পদে রাকসু নির্বাচন, হল সংসদে ১৫টি করে পদে এবং সিনেটে ৫টি পদে ছাত্র প্রতিনিধি নির্বাচনের ভোট গ্রহণ করা হবে।
ঘোষিত তফসিল অনুযায়ী, ৪ সেপ্টেম্বর প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। ১৫ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রতিটি আবাসিক হলে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
সুষ্ঠু নির্বাচন আয়োজনে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন রাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক আমজাদ হোসেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘আমরা একটা অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়ার চেষ্টা করছি। সব ধরনের প্রস্তুতি চলমান আছে। কেউ যেন পেশিশক্তির ব্যবহার ও প্রভাব ফেলতে না পারে, আমরা যথেষ্ট সজাগ আছি।’
রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রায় এক দশক পর ১৯৬২ সালে রাকসু প্রতিষ্ঠিত হয়। এরপর মোট ১৪টি নির্বাচন হয়েছে। সর্বশেষ ১৯৮৯ সালে রাকসু নির্বাচন হয়েছিল। এরপর আর কোনো সরকারের আমলেই নির্বাচনের উদ্যোগ নেওয়া হয়নি।
বিশ্ববিদ্যালয়ের ৫৩ বছরের ইতিহাসে ক্যাম্পাসে দলীয় লেজুড়বৃত্তির প্রভাব ছিল উল্লেখ করে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক সৈয়দ মুহাম্মদ আলী রেজা প্রথম আলোকে বলেন, ‘গণ-অভ্যুত্থানের পর আমাদের একটি নতুন দিনের প্রত্যাশা আছে। শিক্ষাপ্রতিষ্ঠানসহ দেশের রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন আসবে। এ ক্ষেত্রে রাকসু নির্বাচন একটা মাইলফলক হতে পারে।’
উৎস: Prothomalo
কীওয়ার্ড: প য ন ল গঠন র চ ষ ট প রথম আল ক স প ট ম বর ছ ত রদল র স গঠনগ ল স গঠন র গঠন কর র জন ত পর চ ত গ রহণ আগস ট করছ ন
এছাড়াও পড়ুন:
ডাকসু নির্বাচনে বাম জোটের শীর্ষ ৩ পদে নেই নারী প্রার্থী
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বামপন্থি সংগঠনগুলো জোট আকারে নির্বাচন করবে।
জোট থেকে ভিপি হিসেবে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের একাংশের ঢাবি শাখার সভাপতি মোজাম্মেল হক, জিএস হিসেবে ছাত্র ইউনিয়নের একাংশের ঢাবি শাখার সভাপতি মেঘমল্লার বসু এবং এজিএস হিসেবে বিপ্লবী ছাত্র মৈত্রীর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জাবির আহমেদ জুবেল নির্বাচন করবেন।
বামপন্থি একাধিক নেতৃবৃন্দের সাথে কথা বলে জানা গেছে, গত দুইদিন ধরে আলাপ আলোচনার মাধ্যমে শীর্ষ তিন পদে প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। তবে পূর্ণাঙ্গ প্যানেল এখনো চূড়ান্ত হয়নি। এ নিয়ে আজ মঙ্গলবার আবারো আলোচনায় বসবে সংগঠনগুলো এবং আজকের আলোচনায়ই প্যানেল চূড়ান্ত করা হবে।
প্যানেল কবে ঘোষণা করা হবে এ ব্যাপারে জানতে চাইলে সম্ভাব্য ভিপি পদপ্রার্থী মোজাম্মেল হক রাইজিংবিডি ডটকমকে বলেন, “আমরা বৃহস্পতিবারের মধ্যে দেওয়ার চেষ্টা করব। যদি না পারি, তাহলে রোববার নিশ্চিত।”
শীর্ষ তিন পদে কোনো নারী প্রার্থী না থাকাই নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ রয়েছে বলেও জানা গেছে। তবে এজিএস পদে নারী প্রার্থী দেওয়া হতে পারে বলেও মনে করছেন অনেক নেতাকর্মী। এক্ষেত্রে বিপ্লবী ছাত্র মৈত্রীর ঢাবি শাখার সভাপতি নূজিয়া হাসিন রাশা ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের (একাংশ) সভাপতি মুক্তা বাড়ৈ আলোচনায় রয়েছেন।
বাম সংগঠনগুলোর পক্ষ থেকে ২০১৯ সালের মতো এবারো অধিকাংশ হল সংসদগুলোতে নেতাকর্মী সংকটের কারণে প্যানেল দিতে পারছে না বাম সংগঠনগুলো। জগন্নাথ হলে বাম সংগঠনগুলোর প্যানেল হতে পারে। যেকোনো হলের তুলনায় এই হলটিতে তুলনামূলক ভোট বেশি পাবে বলেই ধারণা তাদের।
শীর্ষ তিন পদে নারী প্রার্থীদের অনুপস্থিতি নিয়ে জানতে চাইলে মোজাম্মেল বলেন, “বিভিন্ন ছাত্র সংগঠন, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, ব্যক্তিদের নিয়ে আমরা একটা সম্মিলিত প্যানেল করার জন্য আলাপ-আলোচনা করছি। নারী, ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু, প্রতিবন্ধী শিক্ষার্থীদের আমরা যোগ্যতার ভিত্তিতে অগ্রাধিকার দেব।”
তফসিল অনুযায়ী আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ডাকসু নির্বাচন। ইতোমধ্যে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে সোমবার।
এ নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছে মঙ্গলবার (১২ আগস্ট) থেকে, চলবে ১৮ আগস্ট পর্যন্ত। মনোনয়নপত্র গ্রহণের সবশেষ তারিখ ১৯ আগস্ট। পরদিন ২০ আগস্ট ও ২১ আগস্ট প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে।
মনোনয়নপত্র প্রত্যাহারের দিন ২৫ আগস্ট। প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ২৬ আগস্ট।
ঢাকা/সৌরভ/মেহেদী