ছয় বছর আগে অর্থাৎ ২০১৯ সালের ১৫ আগস্ট। যখন পুরো ভারত উদযাপন করছে স্বাধীনতা দিবস, তখন দেশপ্রেম আর উচ্ছ্বাসে ভরপুর ছিল চারদিক। নিজের দেশের হয়ে এমন বিশেষ দিনে মাঠে নামা যেকোনো ক্রিকেটারের জন্যই গর্বের মুহূর্ত।

ভারতীয় ক্রিকেট ইতিহাসে স্বাধীনতা দিবসে ম্যাচ খেলার সুযোগ এসেছে মাত্র ছয়বার। কিন্তু এই বিশেষ দিনে শতক হাঁকানোর কৃতিত্ব অর্জন করেছেন মাত্র একজন। ভারতের সাদা বলের সুপারস্টার বিরাট কোহলি। চলুন, সেই অনন্য ইনিংসের স্মৃতিতে ফিরে যাই।

এই রেকর্ড গড়া ইনিংসটি আসে ২০১৯ সালের ওয়েস্ট ইন্ডিজ সফরে। ১৪ আগস্ট (ক্যারিবীয় সময়) তৃতীয় ওয়ানডেতে মুখোমুখি হয় ভারত ও ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচটি চলাকালীন ভারতের সময় অনুযায়ী তখন রাত গভীর, স্বাধীনতা দিবসে পা রেখেছে দেশ।

আরো পড়ুন:

সিপিএলের প্রথম ম্যাচে ব্যাটে-বলে ব্যর্থ সাকিব, হারে শুরু অ্যান্টিগার

পাকিস্তান শাহীন্সের রান পাহাড়ে চাপা পড়ে হারল বাংলাদেশ

প্রথমে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজ তোলে ৭ উইকেটে ২৪০ রান। বৃষ্টির বাধার পর ব্যাট হাতে নামেন কোহলি। শুরু থেকেই খেললেন দুর্দান্ত এক ইনিংস। ৯৯ বলে অপরাজিত ১১৪ রান, যাতে ছিল চৌদ্দটি বাউন্ডারি।

ভারতের জন্য এই ম্যাচ ছিল সিরিজ জয়ের লড়াই। ২৪১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারত একসময় চাপে পড়ে ৯২ রানে ৩ উইকেট হারিয়ে। সেখান থেকে হাল ধরেন কোহলি। একপ্রান্ত আগলে রেখে দলকে নিয়ে যান জয়ের বন্দরে। ১৫ বল বাকি থাকতেই ৬ উইকেটে জয় নিশ্চিত হয়।

শুধু শতকই নয়, ইনিংসের গতি ঠিক রেখে ম্যাচ শেষ করার কৃতিত্বও তার। এই ইনিংসের সুবাদে ৩ ম্যাচে ২৩৪ রান করে সিরিজের সেরা খেলোয়াড় নির্বাচিত হন তিনি।

বিরাট কোহলির এই ইনিংস আজও মনে করিয়ে দেয়, মাঠে দাঁড়িয়ে দেশের প্রতি গর্ব দেখানোর সবচেয়ে সুন্দর উপায় হতে পারে ব্যাটের ঝলক।

ঢাকা/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ক হল স ব ধ নত

এছাড়াও পড়ুন:

বাংলাদেশ ম্যাচকে মনে করানোর দিনে বুমরার ৫ উইকেট

২০১৯ সালের নভেম্বরে ইডেন গার্ডেনে দিবারাত্রির টেস্ট খেলেছিল ভারত–বাংলাদেশ। সেটিই ছিল ভারতের প্রথম দিবারাত্রির টেস্ট, বাংলাদেশেরও। এরপর গত ছয় বছরে কলকাতার বিখ্যাত মাঠটিতে আর টেস্ট হয়নি। ইডেনের টেস্ট–খরা কেটেছে আজ ভারত–দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে। অর্ধযুগ বিরতির কারণেই কিনা কে জানে, প্রথম দিনে খেলা দেখতে মাঠে গিয়েছেন ৩৬ হাজার ৫১৩ দর্শক।

দিনটা তাঁদের মন্দ যায়নি। টসে জেতা দক্ষিণ আফ্রিকাকে প্রথম ইনিংসে মাত্র ১৫৯ রানে অলআউট করেছে ভারত। এরপর দিনের শেষ দিকে ভারত ২০ ওভার ব্যাট করে শুধু যশস্বী জয়সোয়ালের উইকেটটাই হারিয়েছে। দিন শেষে দর্শকেরা সঙ্গে নিয়ে গেছেন যশপ্রীত বুমরার ৫ উইকেট দেখার আনন্দ।

দুই টেস্ট সিরিজের প্রথমটিতে টসে জিতে ব্যাট করতে নামা প্রোটিয়াদের শুরুটা ভালোই হয়েছিল। প্রথম ১০ ওভারেই ৫৭ রান তুলে ফেলেছিলেন দুই ওপেনার এইডেন মার্করাম ও রায়ান রিকেলটন। ১১তম ওভারে রিকেলটনকে বোল্ড করে ভারতকে উদ্‌যাপনের প্রথম উপলক্ষ এনে দেন বুমরা। ২২ বলে ২৩ রান করা রিকেলটন বুমরার ঘণ্টায় ১৪০.৭ কিলোমিটার গতির ডেলিভারি ঠিকঠাক বুঝেই উঠতে পারেননি।

প্রথম স্পেলে টানা ৭ ওভার করা বুমরা শেষটিতে তুলে নেন মার্করামকেও। ১ ছক্কা ৫ চারে ৪৮ বলে ৩১ রান করা মার্করাম ক্যাচ দেন উইকেটের পেছনে ঋষভ পন্তের হাতে। ৫ রানের মধ্যে বুমরা দুই ওপেনারকে তুলে নেওয়ার পর ম্যাচের নিয়ন্ত্রণ অনেকটাই চলে যায় ভারতের হাতে।

কুলদীপ যাদব এসে টেম্বা বাভুমাকে ফেরানোর পর টনি ডি জর্জি ও উইয়ান মুল্ডার কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেছিলেন। তাঁদের ৪৩ রানের চতুর্থ উইকেট জুটিও ভেঙে দেন কুলদীপ। এরপর আর কেউই দাঁড়াতে পারেননি।

১১৪ থেকে ১৫৯—৪৫ রানের মধ্যে শেষ ৭ উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। এর মধ্যে শেষ উইকেট হিসেবে কেশব মহারাজকে এলবিডব্লু করে ৫ উইকেট পূর্ণ করেন বুমরা। টেস্টে এটি তাঁর ১৬তম বার ইনিংসে ৫ উইকেট। ২০১৯ সালে বাংলাদেশের বিপক্ষে ইশান্ত শর্মার পর ভারতের মাটিতে টেস্টের প্রথম দিনে কোনো পেসার ৫ উইকেট পেলেন এই প্রথম। বাংলাদেশের বিপক্ষে সেই ম্যাচটি হয়েছিল গোলাপি বলে।

লাল বল বিবেচনায় নিলে ভারতে টেস্টের প্রথম দিনে ফাস্ট বোলারদের ৫ উইকেট নেওয়ার সর্বশেষ ঘটনা ২০০৮ সালে আহমেদাবাদে দক্ষিণ আফ্রিকার ডেল স্টেইনের।

বুমরার ৫ উইকেট নেওয়ার দিনে বল হাতে ভালো করেছেন দক্ষিণ আফ্রিকার পেসাররাও। কাগিসো রাবাদা চোটের কারণে ছিটকে পড়লেও মার্কো ইয়ানসেন, করবিন বশ ও মুল্ডাররা ভারতীয় ব্যাটসম্যানদের ভুগিয়েছেন। ২০ ওভার ব্যাট করে ভারত তুলতে পেরেছে মাত্র ৩৭ রান। এর মধ্যে ইয়ানসেনের বলে বোল্ড হয়ে ফিরেছেন জয়সোয়াল। ৫৯ বলে ১৩ রান করা লোকেশ রাহুলের সঙ্গে ৩৮ বলে ৬ রান নিয়ে অপরাজিত নাইটওয়াচম্যান হিসেবে নামা ওয়াশিংটন সুন্দর।

সব মিলিয়ে ইডেনে প্রথম টেস্টের প্রথম দিনে ৭৫ ওভারে দুই দল মিলিয়ে উঠেছে ১৯৬ রান, উইকেট পড়েছে ১১টি। ইডেনে টেস্টের প্রথম দিনে এর চেয়ে বেশি উইকেট পড়েছিল শুধু ২০১৯ সালের বাংলাদেশ–ভারত ম্যাচেই (১৩টি)।

সংক্ষিপ্ত স্কোর:

দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস: ৫৫ ওভারে ১৫৯ (মার্করাম ৩১, মুল্ডার ২৪, ডি জর্জি ২৪, রিকেলটন ২৩; বুমরা ৫/২৭, কুলদীপ ২/৩৬)।
ভারত প্রথম ইনিংস: ২০ ওভারে ৩৭/১ (রাহুল ১৩*, জয়সোয়াল ১২; ইয়ানসেন ১/১১)।

সম্পর্কিত নিবন্ধ

  • প্রতি দুটি মেয়ের মধ্যে একটি মেয়ে বাল্যবিবাহের শিকার হচ্ছে
  • এপস্টেইন–কাণ্ডে নিজেকে বাঁচাতেই কি বিল ক্লিনটনের বিরুদ্ধে তদন্তের দাবি করলেন ট্রাম্প
  • বাংলাদেশ ম্যাচকে মনে করানোর দিনে বুমরার ৫ উইকেট