বন্দরে বৈদ্যুতিক শট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনায় ৩টি বসত ঘর পুড়ে গিয়ে ৩ লাখ টাকা ক্ষতি সাধন হয়েছে। তবে এ ঘটনায় হতাহতের কোন খবর পাওয়া যায়নি। 

বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাত পৌনে ৮টায় বন্দর থানার ২৩ নং ওয়ার্ডের খানাবাড়ী মোড়স্থ ইয়ামিন খন্দকারের বসত বাড়ীতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এলাকাবাসী মাধ্যমে খবর পেয়ে বন্দর ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।

বন্দর ফায়ার সার্ভিস জানিয়েছে, অগ্নিকান্ডের ঘটনার খবর পেয়ে আমাদের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে এসে প্রায় ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রন আনতে সক্ষম হয়। এ

ঘটনায় প্রায় ৩ লাখ টাকা ক্ষতি সাধনসহ অগ্নিকান্ডের স্থান থেকে ১০ লাখ টাকা মালামাল উদ্ধার করতে সক্ষম হই। অগ্নিকান্ডের ঘটনার খবর পেয়ে বন্দর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। 
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ড র ঘটন খবর প

এছাড়াও পড়ুন:

রূপগঞ্জে মাদক ও কিশোরগ্যাংয়ের দৌরাত্ম্যরোধে বিক্ষোভ 

রূপগঞ্জে মাদক সেবন, মাদক ব্যবসা, সন্ত্রাস, চাঁদাবাজ, চুরি -ছিনতাই, নৈরাজ্য ও কিশোর গ্যাংয়ের দৌড়াত্বরোধে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।

শুক্রবার দুপুরে উপজেলার তারাব পৌরসভার খাদুন এলাকায় খাদুন যুব সমাজের আয়োজনে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচী পালন করে এলাকাবসী। প্রতিবাদ কর্মসূচীতে বক্তব্য রাখেন, তানভীর হাসান মিলন, মুহাম্মদ আল-আমীনসহ অনেকে।

এ সময় তানভীর হাসান মিলন বলেন, বর্তমানে মাদকের ভয়াল থাবায় যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। মাদক রোধে আমাদের সবাইকে সচেতন থাকতে হবে। যদি কেউ মাদক ব্যবসা করে তাহলে তাকে ধরে পুলিশের সফর্ধ করা হবে। 

আমরা সকলে মাদকের বিরুদ্ধে অবস্থান নিয়েছি। এছাড়া বর্তমানে কিশোরগ্যাংয়ের দৌরাত্ম্য দিন দিন বেড়েই চলছে। কিশোর গ্যাং এলাকায় সাধারণ মানুষের মাঝে আতঙ্ক সৃষ্টি করছে। কিশোর গ্যাংয়ের দৌরাত্ব রোধে আমাদেরকে কঠোর অবস্থানে যেতে হবে।

সম্পর্কিত নিবন্ধ