জিসানের ঝড়ো ব্যাটিংয়ে নেপালকে সহজে হারাল ‘এ’ দল
Published: 16th, August 2025 GMT
অস্ট্রেলিয়া সফরে থাকা বাংলাদেশ ‘এ’ দল প্রথম জয়ের দেখা পেল। নেপাল জাতীয় দলকে ৩২ রানের ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ ‘এ’ দল।
বাংলাদেশ ‘এ’ দলের জয়ের নায়ক ওপেনার জিসান আলম। তার ঝড়ো ব্যাটিংয়ে পুড়েছে নেপাল। ৪৬ বলে ৭৩ রান করেন মারকুটে ওপেনার। ৪ চার ও ৫ ছক্কায় সাজান এই ইনিংস। তার ঝড়ো ইনিংসে ভর করে বাংলাদেশ ‘এ’ দল ডারউইনে আগে ব্যাটিংয়ে নেমে ৬ উইকেটে ১৮৬ রান করে। জবাব দিতে নেমে নেপাল ৭ উইকেটে ১৫৪ রানের বেশি করতে পারেনি।
পাকিস্তান শাহীনসের বিপক্ষে হেরে অস্ট্রেলিয়ায় টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে যাত্রা শুরু করে বাংলাদেশ ‘এ’ দল। দ্বিতীয় ম্যাচে নেপালকে হারিয়ে প্রথম জয়ের দেখা পেল কাজী নুরুল হাসান সোহানের দল।
উদ্বোধনী জুটিতে বাংলাদেশ ‘এ’ দল ৬.
চারে নামা আফিফ শেষ পর্যন্ত টিকে ছিলেন। ২৩ বলে ৯ চারে ৪৮ রান করেন বাঁহাতি ব্যাটসম্যান। রান পাননি সোহান (৬), অঙ্কন (৭), তোফায়েল (৫)। অতিরিক্ত থেকে যোগ হয় ১২ রান।
নেপালের হয়ে বল হাতে ৩৪ রানে ২ উইকেট নেন রিজান দাখাল।
জবাব দিতে নেমে নেপালের হয়ে একাই লড়াই করেন অভিজ্ঞ কুশল মাল্লা। ৪৭ বলে ৬ চার ও ১ ছক্কায় ৫৯ রান করেন মাল্লা। এছাড়া আসিফ শেখ ২৮, লোকেশ বাম ১৫, কুশল ব্রুটেল ১২ রান করেন। শেষ দিকে নাদান যাদব ১৪ রান করে পরাজয়ের ব্যবধান কমিয়ে আনেন।
বাংলাদেশের বোলারদের মধ্যে সেরা ছিলেন স্পিনার রাকিবুল হাসান। ১৮ রানে ৩ উইকেট নেন তিনি। ২ উইকেট পেয়েছেন হাসান মাহমুদ।
বাংলাদেশের পরের ম্যাচ আগামীকাল পার্থ স্করচার্স একাডেমির বিপক্ষে।
ঢাকা/ইয়াসিন
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর র ন কর ন উইক ট
এছাড়াও পড়ুন:
এটাই ‘শক্তিশালী’ স্কোয়াড, সুযোগ দেখছেন জামাল
২০১৩ সালে বাংলাদেশের জার্সিতে অভিষেক হওয়ার পর থেকে এখন পর্যন্ত ৯২ ম্যাচ খেলেছেন জামাল ভূঁইয়া। এর মধ্যে ভারতের বিপক্ষে খেলেছেন ৬ ম্যাচ। কিন্তু এই ৬ ম্যাচের কোনোটিতেই জেতেনি বাংলাদেশ। এবার অন্তত সেই গেরো খুলতে চাইছেন বাংলাদেশ অধিনায়ক।
জামালের চোখে এটাই বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী স্কোয়াড। তাই এবার ভারতকে হারানোর সুযোগও দেখছেন তিনি, ‘আমরা যে অবস্থায় আছি এটাই বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী স্কোয়াড। তাই অবশ্যই আমাদের একটা বড় সুযোগ আছে।’
২০২৫ সালে সাত ম্যাচ খেলে শুধু ভুটানের সঙ্গে জিতেছে বাংলাদেশ। আগামীকাল জাতীয় স্টেডিয়ামে ভারতকে হারিয়ে বছরটা অন্তত জয় দিয়ে শেষ করার প্রত্যাশা জামালের, ‘এটা অনেক আবেগের ম্যাচ, উত্তেজনার ম্যাচ। এই ম্যাচের পর জাতীয় দলের জন্য অনেক লম্বা বিরতি আছে। বছরটা যদি জয় দিয়ে শেষ করতে পারি, তা শুধু আমাদের জন্য নয়, সমর্থক ও আপনাদের জন্যও ইতিবাচক হবে।’
জয় দিয়ে বছর শেষ করতে চান জামাল