‘পু’ থেকে ‘চামেলি’, ফ্লপ থেকে ৬০০ কোটি টাকা
Published: 21st, September 2025 GMT
এই সময়ের বলিউড তারকাদের অন্যতম কারিনা কাপুর খান। নিজের প্রতিভা, সাহসী চরিত্র বেছে নেওয়া আর অব্যাহত সাফল্যের মধ্য দিয়ে তিনি দাঁড় করিয়েছেন এক আলাদা পরিচিতি। আজ অভিনেত্রীর জন্মদিন, ৪৫-এ পা দিলেন কারিনা। ১৯৮০ সালের ২১ সেপ্টেম্বর জন্ম কারিনার। জন্মদিন উপলক্ষে আলো ফেলা যাক অভিনেত্রীর ক্যারিয়ারে।
শুরুটা সহজ ছিল না
২০০০ সালে জেপি দত্তর ‘রিফিউজি’ দিয়ে বলিউডে অভিষেক হয় কারিনার। ছবিটি বক্স অফিসে ব্যর্থ হলেও নতুন নায়িকা হিসেবে তাঁর উপস্থিতি চোখে পড়ার মতো। এই ছবির জন্যই পান ফিল্মফেয়ার সেরা নবাগত নায়িকার পুরস্কার। মজার বিষয় হলো, তিনি নিজেই ফিরিয়ে দিয়েছিলেন ‘কাহো না…পেয়ার হ্যায়’-এর প্রস্তাব, যা পরবর্তী সময়ে হয়ে ওঠে বছরের সবচেয়ে বড় হিট। বাণিজ্যিক সাফল্যের সহজ পথে না গিয়ে তিনি বেছে নিয়েছিলেন নিজের মতো করে চলার রাস্তা।
‘পু’ থেকে ‘চামেলি’: বদলে যাওয়া চেহারা
২০০১ সালে করণ জোহরের ‘কাভি খুশি কাভি গম’-এ তাঁর চরিত্র পু সময়ের অন্যতম চরিত্র। এখনো সেই সংলাপ, ভঙ্গিমা মিম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে আছে। কিন্তু একই সঙ্গে এই চরিত্র তাঁকে ‘গ্ল্যামারাস নায়িকা’র ছাঁচে আটকে দেয়।
সেই ছাঁচ ভাঙতে কারিনা বেছে নিলেন ভিন্ন পথে হাঁটার সাহস।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: চর ত র
এছাড়াও পড়ুন:
বাংলাদেশের পক্ষে ‘বাজি’ ধরে জিতলেন এক পাকিস্তানি, হারলেন তিনজন
বিজয়ীরা সব প্রশংসা পাবে, এটাই নিয়ম। এশিয়া কাপের সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৪ উইকেটের দারুণ জয়ের পর তাই বাংলাদেশের প্রশংসায় পঞ্চমুখ ক্রিকেটবোদ্ধারা। যদিও ম্যাচ শুরুর আগে অনেকেই বাংলাদেশের পক্ষে বাজি ধরতে রাজি ছিলেন না।
পাকিস্তানের স্ট্রিমিং প্লার্টফর্ম ট্যাপম্যাডের ক্রিকেট শো গেম অন হ্যায়-তে যেমন ম্যাচ শুরুর আগে বাজির পাল্লা শ্রীলঙ্কার দিকেই ভারি ছিল। সঞ্চালিকা ছাড়া এই শো-তে বিশেষজ্ঞ প্যানেলে আছেন চার সাবেক পাকিস্তানি ক্রিকেটার—মিসবাহ-উল-হক, শোয়েব মালিক, উমর গুল ও বাজিদ খান।
গেম অন হ্যায় শোতে এশিয়া কাপ নিয়ে বিশ্লেষণ করছেন তাঁরা