বংশালে বৃষ্টির পানিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
Published: 22nd, September 2025 GMT
ঢাকার বংশালে জমে থাকা বৃষ্টির পানিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আমীন (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল সোয়া ৯টার দিকে নাজিরা বাজারের জামাই গলির সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আমীন পেশায় বেকারির কর্মচারী ছিলেন। তার বাড়ি পিরোজপুর জেলার ভান্ডারিয়া থানার টেলিশানি গ্রামে। পরিবারের নিয়ে তিনি বিডিআর এক নম্বর গেট এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
পথচারীরা জানান, সকালে বাইসাইকেল চালিয়ে কাজী আলাউদ্দিন রোডের জামাই গলির সামনে দিয়ে যাওয়ার সময় জমে থাকা পানিতে ছেঁড়া বিদ্যুতের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আমীন পানিতে পড়ে যান।
মোহাম্মদ জিসান নামের এক পথচারী বলেন, “হঠাৎ দেখি লোকটা পানিতে পড়ে কাঁপছে। আমরা বাঁশ দিয়ে তাকে ধাক্কা দিয়ে উদ্ধার করি। পরে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক বলেন, “সকালে বংশাল থেকে বিদ্যুৎস্পৃষ্ট এক যুবককে হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।”
ঢাকা/বুলবুল/ইভা
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
‘ওই ভদ্রমহিলা কি শুধু আমার মেকআপই দেখেছেন?’
পর্দায় গ্ল্যামার, নাচ-গান আর অভিনয়ে দর্শকের হৃদয় জয় করেছিলেন, সেই নূতন এবার ট্রলের শিকার হলেন। সম্প্রতি একটি অনুষ্ঠানে নিজের মেকআপ প্রসঙ্গে মন্তব্য করে ট্রলের শিকার হন। নূতন বলেছিলেন, “আমি সাধারণত মেকআপ খুব একটা ব্যবহার করি না, করলেও হালকা মেকআপ করি।”
এই মন্তব্য ঘিরেই সামাজিক মাধ্যমে নানা কৌতুক, মিমিক্রি, ভিডিও ও পোস্ট ভাইরাল হয়। এতে নায়িকাকে পড়তে হয়েছে বিব্রতকর পরিস্থিতিতে।
আরো পড়ুন:
কত টাকা আয় করল ‘জলি এলএলবি থ্রি’?
‘সবাই সাবধান, শহরে নাগিন আজমেরী হক এসেছে’
গ্ল্যামারের বিষয়ে নায়িকা নূতন বলেন, “আমি শোবিজ অঙ্গনের মানুষ। অতীতে দর্শকরা আমাকে যেভাবে দেখেছেন, পর্দার বাইরেও আমাকে গ্ল্যামারাস হিসেবেই কল্পনা করেন। তাই সচেতনভাবেই আমি সাজসজ্জা করি।”
ট্রলকারীদের উদ্দেশে নূতন বলেন, “প্রতিটি বয়সের আলাদা সৌন্দর্য রয়েছে। আমার একটি কথাকে কোট করে অনেকেই মজা করছেন। অবাক হয়েছি, একজন নারী হয়ে আরেক নারী ট্রল করছেন! রাষ্ট্র যেখানে আমাকে জাতীয় পুরস্কারে সম্মানিত করেছে, দেশ ও জাতি এত ভালোবাসা দিয়েছে—ওই ভদ্রমহিলা কি শুধু আমার মেকআপই দেখেছেন?”
কড়া ভাষায় সমালোচনা করে নূতন বলেন, “এসব করে সাময়িক বাহবা পাওয়া যায়। কিন্তু নূতন হতে হলে শতবার জন্ম নিতে হবে। অন্যের সমালোচনা করার আগে নিজ যোগ্যতা নিয়ে ভাবা উচিত।”
নূতন বলেন, “আমি জানি না যারা ট্রল করছেন তারা কোন ধর্মে বিশ্বাসী। যদি মুসলিম হন, তবে তাদের জানা উচিত মৃত্যুর পর গীবতকারীর পরিণাম কী।”
হুঁশিয়ারি উচ্চারণ করে নূতন জানান, ভবিষ্যতে যদি কেউ এ ধরনের ট্রল বা মিথ্যা তথ্য ছড়ান, তবে তিনি মানহানির মামলা করতে দ্বিধা করবেন না।
ঢাকা/রাহাত/শান্ত