বংশালে বৃষ্টির পানিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
Published: 22nd, September 2025 GMT
ঢাকার বংশালে জমে থাকা বৃষ্টির পানিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আমীন (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল সোয়া ৯টার দিকে নাজিরা বাজারের জামাই গলির সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আমীন পেশায় বেকারির কর্মচারী ছিলেন। তার বাড়ি পিরোজপুর জেলার ভান্ডারিয়া থানার টেলিশানি গ্রামে। পরিবারের নিয়ে তিনি বিডিআর এক নম্বর গেট এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
পথচারীরা জানান, সকালে বাইসাইকেল চালিয়ে কাজী আলাউদ্দিন রোডের জামাই গলির সামনে দিয়ে যাওয়ার সময় জমে থাকা পানিতে ছেঁড়া বিদ্যুতের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আমীন পানিতে পড়ে যান।
মোহাম্মদ জিসান নামের এক পথচারী বলেন, “হঠাৎ দেখি লোকটা পানিতে পড়ে কাঁপছে। আমরা বাঁশ দিয়ে তাকে ধাক্কা দিয়ে উদ্ধার করি। পরে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক বলেন, “সকালে বংশাল থেকে বিদ্যুৎস্পৃষ্ট এক যুবককে হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।”
ঢাকা/বুলবুল/ইভা
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
গিয়াসউদ্দিনের শোভাযাত্রায় সিদ্ধিরগঞ্জ থানা জাসাস'র যোগদান
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সহস্রাধিক গাড়ি নিয়ে মুহাম্মদ গিয়াসউদ্দিনের মূল শোভাযাত্রায় অংশগ্রহন করেছে করেছে সিদ্ধিরগঞ্জ থানা জাসাস।
শুক্রবার (৭ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় সিদ্ধিরগঞ্জের ৭নং ওয়ার্ড থেকে এই গাড়িবহরের শোভাযাত্রাটি শুরু হয়ে বটতলী এলাকায় মূল শোভাযাত্রায় যোগদান করে।
সিদ্ধিরগঞ্জ থানা জাসাস'র আহ্বায়ক মোঃ শামীম আহমেদ ঢালী ও সদস্য সচিব মোঃ আকাশ প্রধান এর নেতৃত্বে যোগদান করা জাসাস এর গাড়িবহরে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ মহানগর জাসাস এর সভাপতি মোঃ স্বপন চৌধুরী।
শোভাযাত্রায় সহস্রাধিক গাড়ি ছাড়াও অসংখ্য মোটরসাইকেল অংশগ্রহন করে। এসময় সিদ্ধিরগঞ্জ থানা জাসাস সহ ১০ ওয়ার্ডের সভাপতি ও সাধারন সম্পাদক সহ অসংখ্য নেতাকর্মী ব্যানার-ফেস্টুন ও দলীয় পতাকা নিয়ে বিভিন্ন স্লোগানে স্লোগানে সিদ্ধিরগঞ্জের রাজপথ মুখরিত করে তোলে।