টেকনাফের পাহাড়ে পাচারের উদ্দেশ্যে জড়ো করা ৪৪ জন উদ্ধার
Published: 24th, October 2025 GMT
কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়ার গহীন পাহাড় থেকে পাচারের উদ্দেশ্যে জড়ো করা নারী ও শিশুসহ ৪৪ জনকে উদ্ধার করেছে কোস্ট গার্ড।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দিবাগত রাত থেকে সকাল পর্যন্ত এ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ডের সদস্যরা। পরে বিকেলে টেকনাফ স্টেশন কমান্ডার লেফট্যানেন্ট কমান্ডার সালাউদ্দিন রশিদ তানভীর সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান।
আরো পড়ুন:
পাবনায় দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত একজনের মৃত্যু, গ্রেপ্তার ২
খাগড়াছড়িতে স্কুল শিক্ষিকাকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার
লেফট্যানেন্ট কমান্ডার সালাউদ্দিন রশিদ তানভীর বলেন, ‘‘গোপন সূত্রে তথ্য পাওয়া যায়, সাগর পথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে বিপুল সংখ্যক নারী, শিশু ও পুরুষকে বাহারছড়ার পিনিস ভাঙ্গা পাহাড়ি এলাকায় জিম্মি করে রাখা হয়েছে। তথ্যের ভিত্তিতে মধ্যরাত ২টা থেকে সকাল ৭টা পর্যন্ত বিশেষ অভিযান চালিয়ে ওই পাহাড়ের চূড়া থেকে ৪৪ জনকে উদ্ধার করা হয়।’’
তিনি আরো বলেন, ‘‘কয়েকটি সংঘবদ্ধ মানবপাচার চক্র বিদেশে উচ্চ বেতনের চাকরি, উন্নত জীবনযাপন ও অল্প খরচে বিদেশযাত্রার প্রলোভন দেখিয়ে দেশের বিভিন্ন এলাকা থেকে তাদের নিয়ে আসে। পরে টেকনাফের গহীন পাহাড়ে আটকে রেখে পাচারের প্রস্তুতি নেয়। একইসঙ্গে নির্যাতনের মাধ্যমে মুক্তিপণ আদায়ের চেষ্টাও চলছিল বলে তারা জানিয়েছে।’’
অভিযান চলাকালে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। তবে তাদের আটকের জন্য কোস্ট গার্ডের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।
লেফট্যানেন্ট কমান্ডার সালাউদ্দিন রশিদ তানভীর বলেন, “মানবপাচার রোধে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।”
ঢাকা/তারেকুর/বকুল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর উদ ধ র কম ন ড র
এছাড়াও পড়ুন:
এনসিপিতে আছি, সরকার গঠন পর্যন্ত দলের সাথেই থাকব: নাসীরুদ্দীন
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী পদত্যাগের বিষয়টি গুজব বলে উল্লেখ করেছেন। তিনি জানান, তিনি এনসিপির সাথেই আছেন এবং সরকার গঠন পর্যন্ত এনসিপির সাথেই থাকবেন।
শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা জানান।
আরো পড়ুন:
জুলাই সনদ শুধু কাগজে নয়, বাস্তবায়নের নিশ্চয়তা থাকতে হবে
প্রধান উপদেষ্টার সঙ্গে এনসিপির বৈঠক চলছে
পদত্যাগের গুজব ছড়ানো প্রসঙ্গে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “এসব গুজব ছড়িয়ে থাকে। অনেকে অনুসন্ধানী সাংবাদিকতার নামে ভুল জায়গায় মিসাইল ছুঁড়ে থাকে।”
তিনি বলেন, “সত্যিকার অর্থে আমাদের যেটা প্রয়োজন, আগের আমলে দুর্নীতির যে ধারাবাহিকতা ছিল, বর্তমান সরকারও একই সাথে সচিবালয় থেকে শুরু করে আমলাতন্ত্র সবাই মিলে একই ধারাবাহিকতা অব্যাহত রেখেছে। কোথায় দুর্নীতি হচ্ছে, আমাদের মিলিটারি, পুলিশে যে সংস্কারগুলো রয়েছে এবং বিভিন্ন সংস্কার কমিশনের যে রিপোর্ট এসেছে, সেখানে কোথায় ব্যতয় হয়েছে, এগুলো নিয়ে অনুসন্ধানী সাংবাদিকতা করা উচিত।”
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “ব্যক্তিগতভাবে রাতের মধ্যে একটা গুজব ছড়িয়ে দেওয়া হচ্ছে। এই ধরনের অপসাংবাদিকতা থেকে বেরিয়ে আসা উচিত।”
এনসিপির এই নেতা বলেন, “একটা ব্যবসায়িক গোষ্ঠী, যাদের নিজস্ব পত্রিকা এবং টিভি চ্যানেল রয়েছে, ওই জায়গাতে যারা সুস্থ সাংবাদিকতা করতে চাচ্ছেন, তারাও অপসাংবাদিকতার শিকার হচ্ছেন।”
এ সময় তিনি বাংলাদেশে সুস্থ ধারার রাজনীতি চর্চার আহ্বান জানান।
এর আগে, গতকাল রাতে এনসিপির এই নেতা পদত্যাগপত্র জমা দিয়েছেন, এমন একটি সংবাদ গণমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরবর্তীতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টিকে গুজব বলে উল্লেখ করে এনসিপি।
ঢাকা/রায়হান/সাইফ