ঝালকাঠিতে পিকনিক করতে গিয়ে ভবনের ছাদ থেকে পড়ে নাফিজ (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। রবিবার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার এই দুর্ঘটনা ঘটে।

নিহত নাফিজ সৌদি আরব প্রবাসী আলাউদ্দিন হোসেনের ছেলে ও ঝালকাঠি সরকারি ট্যাকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল।

পুলিশ জানায়, প্রাথমিকভাবে এটি দুর্ঘটনা মনে হচ্ছে। তবে, পুরো ঘটনার তদন্ত চলছে। নাফিজের মৃত্যুর ঘটনায় তার এক বন্ধুকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পিকনিকের সময় নিরাপত্তা ব্যবস্থার যথেষ্ট ঘাটতি ছিল।

ঝালকাঠি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.

মনিরুজ্জামান বলেন, ‘‘মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’’

ঢাকা/অলোক/রাজীব

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

এনসিপি পাবে ১৫০ আসন, তবে বিএনপি ৫০-১০০ এর বেশি পাবে না

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচনে ১৫০ আসন পাবে এনসিপি। আর বিএনপি ৫০-১০০ এর বেশি আসন পাবে না। এনসিপি দলীয় প্রতীক হিসেবে শাপলা প্রতীক থেকে সরবে না।”

সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর আঁগারগাওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীনের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।

আরো পড়ুন:

যশোরে বিএনপি নেতার বিরুদ্ধে পেট্রোল পাম্প দখলচেষ্টার অভিযোগ 

খুলনায় ৭ মামলার আসামি বিএনপি নেতা গ্রেপ্তার

নিবন্ধন, প্রতীক ও প্রবাসী ভোটাধিকার নিয়ে কথা বলা হয়েছে উল্লেখ করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “কমিশন আমাদের ব্যাপারে ইতিবাচক সিদ্ধান্ত নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করবে।”

তিনি বলেন, “আমাদের জন্য একটি সুখবর আসছে, জুলাই পরবর্তী সময়ে। আমরা আজকেও বলেছি শাপলা, সাদা শাপলা, লাল শাপলা চেয়েছি। এই সিদ্ধান্ত থেকে সরছি না। এটা নিয়ে ষড়যন্ত্র চলছে। তিনটি প্রতীকের মাধ্যমেই নিবন্ধন হতে হবে। এর ব্যত্যয় হবে না। ইসি না মানলে কীভাবে আদায় করতে হয় তা আমরা জানি।”

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “জেলায় জেলায় সাবেক সেনা কর্মকর্তা, জুলাই অভ্যুত্থানে নারী, গণঅভ্যুত্থানে কৃষক, শ্রমিকসহ যারা ছিলেন তাদের নিয়ে এনসিপির প্রার্থিতা থাকবে। আমাদের আলোচনা চলছে।”

ঢাকা/রায়হান/সাইফ

সম্পর্কিত নিবন্ধ