কু‌ড়িগ্রা‌মের উলিপু‌রে সা‌হেরা বেগম (৭২) না‌মের এক বৃদ্ধার গলাকাটা মরদেহ উদ্ধার করে‌ছে পু‌লিশ। সোমবার (২২ সেপ্টেম্বর) ‌পৌরসভার রামদাস ধনিরাম এলাকায় নিজ বা‌ড়ির রান্নাঘ‌র থে‌কে মর‌দেহটি উদ্ধার ক‌রা হয়।

নিহত সা‌হেরা বেগম ওই এলাকার নুরুজ্জামান মিয়ার স্ত্রী এবং সা‌বেক সংর‌ক্ষিত নারী ইউপি সদস‌্য।

আরো পড়ুন:

নিজ ঘ‌র থেকে বৃদ্ধার গলাকাটা লাশ উদ্ধার

ঝালকাঠিতে আইনজীবীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, মিলল চিরকুট

পু‌লিশ ও স্থানীয় সূ‌ত্রে জানা গে‌ছে, প্রতিদি‌নের মতো রবিবার দিবাগত রা‌তে খাবার খে‌য়ে ঘু‌মি‌য়ে প‌ড়েন সা‌হেরা বেগম। ‌সোমবার সকা‌লে তার ছোট ছে‌লের স্ত্রী রান্নাঘ‌রে গি‌য়ে শাশু‌ড়ির গলাকাটা মরদেহ পড়ে থাক‌তে দে‌খেন। এ সময় তার চিৎকা‌রে আশপা‌শের লোকজন জ‌ড়ো হ‌ন। খবর‌ পে‌য়ে পু‌লিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার ক‌রে।

নিহ‌তের বড় ছে‌লে সাখাওয়াত হো‌সেন বাবু জানান, সকা‌লে ছোট ভাইয়ের স্ত্রীর চিৎকার শুনে ঘর থেকে বেরিয়ে দেখি, মা‌ গলাকাটা অবস্থায় মাটিতে পড়ে আছেন। তিনি দীর্ঘ‌দিন ধ‌রে মান‌সিকভা‌বে অসুস্থ ছি‌লেন।

উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ‌জিল্লুর রহমান ব‌লেন, ‘‘মর‌দেহ উদ্ধার ক‌রে ময়নাতদ‌ন্তের জন‌্য হাসপাতালের ম‌র্গে পাঠা‌নো হ‌য়ে‌ছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’’

ঢাকা/সৈকত/রাজীব

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর মরদ হ দ হ উদ ধ র র গল ক ট উদ ধ র ক

এছাড়াও পড়ুন:

জুলাই সনদের যে পথে রয়েছি, সেটা বাস্তবায়ন হবে: নাহিদ ইসলাম 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘‘জুলাই সনদের যে পথে রয়েছি, সেটা বাস্তবায়ন হবে। সনদের আদেশ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে দিতে হবে। সনদে কোনো নোট অব ডিসেন্ট থাকবে না। আশা করব, দ্রুত সময়ের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন করে নির্বাচনের দিকে যাব।’’

শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে বাংলা একাডেমির কবি শামসুর রাহমান সম্মেলন কক্ষে ইউনিভার্সিটি টিচার্স ফোরামের (ইউটিএফ) আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এ সময় তিনি বলেন, ‘‘শিক্ষাব্যবস্থা ঢেলে সাজাতে না পারলে রাষ্ট্রের আমূল পরিবর্তন সম্ভব নয়। সরকারের শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তনের কথা ছিল, কিন্তু তারা ব্যর্থ হয়েছে। তারা ব্যর্থ হলেও আমরা লড়াই চালিয়ে যাব।’’
 
নাহিদ ইসলাম বলেন, ‘‘বিগত ১৬ বছর দলীয় পরিচয়ের ভিত্তিতেই শিক্ষকদের পদোন্নতি দেয়া হতো। ফ্যাসিবাদী কাঠামো বাংলাদেশে এখনো রয়ে গেছে। ব্যক্তি ও সমাজের চিন্তার পরিবর্তন ছাড়া ফ্যাসিবাদ নির্মূল সম্ভব নয়।’’ 

এনসিপি’র আহ্বায়ক বলেন, ‘‘বেকারত্ব দূর করতে হলে শিক্ষা খাতে হাত দিতে হবে আগে। সেখানে সংস্কার আগে করতে হবে। আমরা যদি শিক্ষাব্যবস্থা ঢেলে সাজাতে না পারি, তাহলে রাষ্ট্রের পরিবর্তন সম্ভব নয়।’’

ঢাকা/রায়হান/ 

সম্পর্কিত নিবন্ধ