অন্তঃসত্ত্বা অবস্থায় খেতে দেওয়া হয়নি, কুমার শানুর বিরুদ্ধে প্রাক্তন স্ত্রীর অভিযোগ
Published: 23rd, September 2025 GMT
জনপ্রিয় ভারতীয় গায়ক কুমার শানু গানের জন্য যতটা শিরোনামে এসেছেন, ব্যক্তিগত জীবন নিয়েও ততটাই আলোচিত থেকেছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তাঁর প্রাক্তন স্ত্রী রিতা ভট্টাচার্য প্রকাশ করেছেন দাম্পত্য জীবনের অন্ধকার দিক। তিনি দাবি করেছেন, জীবনের সবচেয়ে দুর্বল সময়ে, এমনকি গর্ভাবস্থাতেও তিনি শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছেন।
ফিল্ম উইন্ডোকে দেওয়া সাক্ষাৎকারে রিতা জানান, শানুর গায়কি জীবনের সাফল্যে তিনি বড় ভূমিকা রেখেছিলেন। তাঁর ভাষায়, ‘গায়ক হিসেবে শানু দুর্দান্ত, কিন্তু মানুষ হিসেবে তাঁর কথা যত কম বলা যায়, ততই ভালো। কখনোই উচ্চাভিলাষী ছিলেন না। আমি তাঁকে ঠেলে এগিয়ে দিয়েছি।’
কুমার শানু। গায়কের ইনস্টাগ্রাম থেকে.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
এটাই ‘শক্তিশালী’ স্কোয়াড, সুযোগ দেখছেন জামাল
২০১৩ সালে বাংলাদেশের জার্সিতে অভিষেক হওয়ার পর থেকে এখন পর্যন্ত ৯২ ম্যাচ খেলেছেন জামাল ভূঁইয়া। এর মধ্যে ভারতের বিপক্ষে খেলেছেন ৬ ম্যাচ। কিন্তু এই ৬ ম্যাচের কোনোটিতেই জেতেনি বাংলাদেশ। এবার অন্তত সেই গেরো খুলতে চাইছেন বাংলাদেশ অধিনায়ক।
জামালের চোখে এটাই বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী স্কোয়াড। তাই এবার ভারতকে হারানোর সুযোগও দেখছেন তিনি, ‘আমরা যে অবস্থায় আছি এটাই বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী স্কোয়াড। তাই অবশ্যই আমাদের একটা বড় সুযোগ আছে।’
২০২৫ সালে সাত ম্যাচ খেলে শুধু ভুটানের সঙ্গে জিতেছে বাংলাদেশ। আগামীকাল জাতীয় স্টেডিয়ামে ভারতকে হারিয়ে বছরটা অন্তত জয় দিয়ে শেষ করার প্রত্যাশা জামালের, ‘এটা অনেক আবেগের ম্যাচ, উত্তেজনার ম্যাচ। এই ম্যাচের পর জাতীয় দলের জন্য অনেক লম্বা বিরতি আছে। বছরটা যদি জয় দিয়ে শেষ করতে পারি, তা শুধু আমাদের জন্য নয়, সমর্থক ও আপনাদের জন্যও ইতিবাচক হবে।’
জয় দিয়ে বছর শেষ করতে চান জামাল