চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে রাজনৈতিক-অরাজনৈতিক শিক্ষার্থীদের নিয়ে ‘সর্বজনীন শিক্ষার্থী ঐক্য পরিষদ’ নামে আংশিক প্যানেল ঘোষণা করা হয়েছে।

এতে সহ-সভাপতি (ভিপি) পদে বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৭ শিক্ষাবর্ষের প্রাণীবিদ্যা বিভাগের শিক্ষার্থী সাইদ মো. রেদওয়ান, সাধারণ সম্পাদক (জিএস) পদে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ইতিহাস বিভাগের শিক্ষার্থী মো.

আরাফাত ও যুগ্ম-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ২০২০-২১ শিক্ষাবর্ষের ইতিহাস বিভাগের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মামুন প্রতিদ্বন্দ্বিতা করবেন।

আরো পড়ুন:

ভাসানী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে সাময়িক অব্যাহতি

নজরুল বিশ্ববিদ্যালয়ে নবীনদের পরিচয়পত্র ও রেজিস্ট্রেশন কার্ড প্রদান

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে চাকসু ভবনের সামনে এ প্যানেল ঘোষণা করা হয়।

১৩ সদস্য বিশিষ্ট এ আংশিক প্যানেলে অন্যান্য পদে প্রার্থী হয়েছেন- সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক মো. রবিউল হাসান, দপ্তর সম্পাদক মো. শাখাওয়াত হোসেন, সহ-দপ্তর সম্পাদক তাসনীম ফাত্তাহ কিবরিযা, ছাত্রী কল্যাণ সম্পাদক মুসররত কবির পৃথা, সমাজসেবা ও পরিবেশ বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, ক্যারিয়ার ডেভেলপমেন্ট ও আন্তর্জাতিক সম্পাদক এএম তৌহিদুল হক, আইন ও মানবাধিকার সম্পাদক মশিউর রহমান দূর্জয় এবং নির্বাহী সদস্য পদে মো. রায়হান মিয়া।

সংবাদ সম্মেলনে এক প্রশ্নের উত্তরে এজিএস প্রার্থী আব্দুল্লাহ আল মামুন বলেন, “আমি শাখা ছাত্রদলের একজন এক্টিভ কর্মী হিসেবে কাজ করেছি। সংগঠনের প্যানেলের প্রার্থী হতে আমি ভাইভা দিয়েছিলাম। কিন্তু আমাকে নেওয়া হয়নি। প্রথমে আমি স্বতন্ত্র থেকে নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছিলাম। এখন আমাদের সমমনাদের নিয়ে সর্বজনীন শিক্ষার্থী ঐক্য পরিষদ আংশিক প্যানেল গঠন করেছি। এতে আমি এজিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করব।”

তিনি বলেন, “আমাদের প্যানেল ঘোষণার পর থেকে আমি দলীয় কার্যক্রম থেকে অব্যাহতি নিয়েছি। আমি ছাত্রদলে থাকব কিনা- এটা সংগঠনই সিদ্ধান্ত নেবে। সংগঠন যে সিদ্ধান্ত দিবে সেটাই মেনে নেব। সংগঠন আমাকে নির্বাচন থেকে সরে আসতে বললেও আমি নির্বাচন করছি।”

তিনি আরো বলেন, “এ প্যানলে আমিসহ ভিপি, দপ্তর সম্পাদক এবং আইন ও মানবাধিকার সম্পক প্রার্থী ছাত্রদলের এক্টিভ কর্মী ছিলাম। আমরা চারজনই দলের প্যানেলে মনোনয়ন পেতে ভাইভা দিয়েছিলাম। কিন্তু আমাদের কাউকেই নেওয়া হয়নি প্যানেলে।”

ঢাকা/মিজান/মেহেদী

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ছ ত রদল স গঠন

এছাড়াও পড়ুন:

এটাই ‘শক্তিশালী’ স্কোয়াড, সুযোগ দেখছেন জামাল

২০১৩ সালে বাংলাদেশের জার্সিতে অভিষেক হওয়ার পর থেকে এখন পর্যন্ত ৯২ ম্যাচ খেলেছেন জামাল ভূঁইয়া। এর মধ্যে ভারতের বিপক্ষে খেলেছেন ৬ ম্যাচ। কিন্তু এই ৬ ম্যাচের কোনোটিতেই জেতেনি বাংলাদেশ। এবার অন্তত সেই গেরো খুলতে চাইছেন বাংলাদেশ অধিনায়ক।

জামালের চোখে এটাই বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী স্কোয়াড। তাই এবার ভারতকে হারানোর সুযোগও দেখছেন তিনি, ‘আমরা যে অবস্থায় আছি এটাই বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী স্কোয়াড। তাই অবশ্যই আমাদের একটা বড় সুযোগ আছে।’

২০২৫ সালে সাত ম্যাচ খেলে শুধু ভুটানের সঙ্গে জিতেছে বাংলাদেশ। আগামীকাল জাতীয় স্টেডিয়ামে ভারতকে হারিয়ে বছরটা অন্তত জয় দিয়ে শেষ করার প্রত্যাশা জামালের, ‘এটা অনেক আবেগের ম্যাচ, উত্তেজনার ম্যাচ। এই ম্যাচের পর জাতীয় দলের জন্য অনেক লম্বা বিরতি আছে। বছরটা যদি জয় দিয়ে শেষ করতে পারি, তা শুধু আমাদের জন্য নয়, সমর্থক ও আপনাদের জন্যও ইতিবাচক হবে।’

জয় দিয়ে বছর শেষ করতে চান জামাল

সম্পর্কিত নিবন্ধ