২৪ ঘণ্টা পরও মামলা হয়নি, দুই পরিবারের পাল্টাপাল্টি দাবি
Published: 26th, September 2025 GMT
পারিবারিক কলহের জেরে ঢাকার দোহারে ছুরিকাঘাতে স্বামী-স্ত্রী নিহতের ঘটনায় ২৪ ঘণ্টায়ও থানায় কোনো মামলা হয়নি। এ দিকে হত্যাকাণ্ডের ঘটনায় দুই পরিবারের পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া গেছে। নিহত নারীর বাবার বাড়ির লোকজনের দাবি, জয়গণকে (৪৩) হত্যার পর একই ছুরি দিয়ে আত্মহত্যা করেন আইয়ুব আলী (৫২)। তবে আইয়ুবের স্বজনদের দাবি, মাকে হত্যার কারণে ক্ষিপ্ত হয়ে সৎ বাবাকে ছুরিকাঘাত করেন সাগর হোসেন (২৩)।
গতকাল উপজেলার বিলাশপুর ইউনিয়নের কুতুবপুর গ্রামে এই জোড়া খুনের ঘটনা ঘটে। এলাকাবাসী জানায়, আইয়ুব একই ইউনিয়নের হাজারবিঘা গ্রামের বাসিন্দা ও পেশায় গরু ব্যবসায়ী ছিলেন। জয়গন তাঁর দ্বিতীয় স্ত্রী। জয়গনেরও আগে বিয়ে হয়েছিল। সেই সংসারে সাগরের জন্ম হয়। আইয়ুবের প্রথম স্ত্রীর সংসারে তিন ছেলে ও এক মেয়ে আছে।
আরও পড়ুনমাকে হত্যা বাবার, পরে ছেলের হাতে বাবা খুন২২ ঘণ্টা আগেগতকাল বৃহস্পতিবার বিকেলে কুতুবপুর গ্রামে জয়গনের বাবা মান্নান বেপারীর বাড়িতে গিয়ে নারী-পুরুষের ভিড় দেখা যায়। টিনশেড ঘরের সামনে নির্বাক দাঁড়িয়ে আছেন মান্নান।
জয়গনের বোন রোমা আক্তার বলেন, কয়েক দিন আগে কুতুবপুরে নিজের ঘরটি বিক্রি করে প্রথম স্ত্রী ও ছেলেমেয়েদের কাছে চলে যান আইয়ুব। তবে মাঝেমধে৵ কুতুবপুরেও আসতেন। জয়গনের সঙ্গে প্রায়ই তাঁর টাকা-পয়সার লেনদেন নিয়ে ঝগড়া হতো। গতকাল সকালে বাড়িতে এসে জয়গনকে খুঁজতে থাকেন আইয়ুব। এ সময় জয়গন বাড়ির সামনে রাস্তার পাশে শাক তুলছিলেন। আইয়ুব সেখানে গিয়ে জয়গনকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেন। একপর্যায়ে নিজের হাতে থাকা ছুরি দিয়ে জয়গনের পিঠে ও পেটে আঘাত করতে থাকেন। পরে জয়গনের চিৎকারে সেখানে লোকজন ছুটে যান। এরপর তাঁকে উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। একই স্থানে আইয়ুবকেও রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন তাঁরা। পরে তাঁকেও হাসপাতালে নেওয়া হয়। জয়গনকে দুপুর ১২টার দিকে হাসপাতালে মৃত ঘোষণা করেন চিকিৎসক। অন্যদিকে উন্নত চিকিৎসার জন্য আইয়ুবকে ঢাকায় পাঠানো হয়। সেখানে নেওয়ার পথে বেলা দুইটার দিকে তাঁর মৃত্যু হয়।
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
এভাবে লুচি বানালে ফুলবেই ফুলবে, জেনে নিন রেসিপি
উপকরণ
ময়দা: ২ চামচ
আটা: দেড় চামচ
চিনি: ১ চা-চামচ
ঘি: ১ চা-চামচ
তেল: ১ চা-চামচ।
প্রণালিসব উপকরণ একসঙ্গে মিশিয়ে নিন। একটু গরম পানি দিয়ে ময়ান বানাতে হবে। ময়ান পাঁচ মিনিটের মতো মেখে রাখুন। তারপর লুচি বেলে ডুবোতেলে ভেজে নিতে হবে।
আরও পড়ুনপূজায় অপু বিশ্বাসের প্রিয় খাবার মহাষ্টমীর ভোগের থালা, দেখুন তাঁর দেওয়া রেসিপি৩০ সেপ্টেম্বর ২০২৫