উত্ত্যক্তের প্রতিবাদ করায় তরুণী ও তাঁর বাবাকে মারধর, অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে
Published: 26th, September 2025 GMT
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমন্তাজ ইউনিয়নে এক তরুণী ও তাঁর বৃদ্ধ বাবাকে পেটানোর অভিযোগ উঠেছে ছাত্রদল নেতা তারিকুল ইসলাম ও তাঁর চাচাতো ভাই সায়মুনের বিরুদ্ধে। তাঁরা দুজন গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
ভুক্তভোগী তরুণী গলাচিপা ডিগ্রি কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ডায়না আক্তার (২৩) ও তাঁর বাবা রহিম খাঁ (৭০)। গত বুধবার দুপুরে উপজেলার চরমন্তাজ ইউনিয়নের স্লুইস বাজার এলাকায় তাঁদের মারধর করা হয়।
ডায়না আক্তার প্রথম আলোকে বলেন, তাঁর বাবার স্লুইস বাজারে একটি ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে। তিনি বাবাকে সহযোগিতা করেন। বুধবার দুপুরে স্থানীয় বিএনপির নেতা রেজাউল মাতব্বরের ছেলে সায়মুন মাতব্বর (২৩) তাঁকে উদ্দেশ্য করে অশ্লীল অঙ্গভঙ্গি করেন। প্রতিবাদ জানালে সায়মুন লোহার রড দিয়ে তাঁর মাথায় আঘাত করেন। এ সময় তাঁর বাবা প্রতিবাদ করলে তাঁকেও মারধর করা হয়। এরপর সায়মুনের সঙ্গে যোগ দেন চরমন্তাজ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি তারিকুল।
ডায়না বলেন, কয়েক মাস আগে সায়মুন তাঁর ওপর জোরজবরদস্তি করেছিলেন। তখন স্থানীয় লোকজনের কাছে বিচার চাইলেও কোনো প্রতিকার পাননি। কারণ, সায়মুনের পরিবার প্রভাবশালী। তিনি আরও বলেন, এ ঘটনার পর স্থানীয় বিএনপির পক্ষ থেকে মামলা না করার জন্য চাপ দেওয়া হচ্ছে; বরং সালিসি মীমাংসার প্রস্তাব দেওয়া হচ্ছে।
গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তুষার আহম্মেদ বলেন, ‘ডায়নার শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তবে পুলিশি অনুমতি ছাড়া এসব বিষয়ে বিস্তারিত বলা সম্ভব নয়। রহিম খাঁকে অন্য এক চিকিৎসক দেখেছেন।’
স্থানীয়ভাবে জানা গেছে, ছাত্রদল নেতা তারিকুল ইসলাম চরমন্তাজ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাকির মাতব্বরের ছেলে। আর সায়মুনের বাবা রেজাউল মাতব্বর স্থানীয় ওয়ার্ড বিএনপির নেতা। অভিযুক্ত ছাত্রদল নেতা তারিকুল ইসলাম বলেন, ঘটনার সময় ডায়না তাঁর চাচিকে গালাগালি করেছিলেন। এ জন্য তিনি ও তাঁর চাচাতো ভাই সায়মুন ক্ষিপ্ত হন। তারিকুলের দাবি, ডায়না ও তাঁর বাবা হামলায় সায়মুন আহত হয়েছে। বর্তমানে সায়মুনও হাসপাতালে ভর্তি।
চরমন্তাজ ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল মুন্সি বলেন, তরুণীর গায়ে হাত দিয়ে বড় ধরনের অপরাধ হয়েছে। জড়িত ব্যক্তিদের ছাড় দেওয়ার সুযোগ নেই। স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা করা হচ্ছে।
রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হাওলাদার বলেন, ঘটনাটি শোনার পর ভুক্তভোগীদের লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ছ ত রদল ন ত ব এনপ র উপজ ল
এছাড়াও পড়ুন:
এটাই ‘শক্তিশালী’ স্কোয়াড, সুযোগ দেখছেন জামাল
২০১৩ সালে বাংলাদেশের জার্সিতে অভিষেক হওয়ার পর থেকে এখন পর্যন্ত ৯২ ম্যাচ খেলেছেন জামাল ভূঁইয়া। এর মধ্যে ভারতের বিপক্ষে খেলেছেন ৬ ম্যাচ। কিন্তু এই ৬ ম্যাচের কোনোটিতেই জেতেনি বাংলাদেশ। এবার অন্তত সেই গেরো খুলতে চাইছেন বাংলাদেশ অধিনায়ক।
জামালের চোখে এটাই বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী স্কোয়াড। তাই এবার ভারতকে হারানোর সুযোগও দেখছেন তিনি, ‘আমরা যে অবস্থায় আছি এটাই বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী স্কোয়াড। তাই অবশ্যই আমাদের একটা বড় সুযোগ আছে।’
২০২৫ সালে সাত ম্যাচ খেলে শুধু ভুটানের সঙ্গে জিতেছে বাংলাদেশ। আগামীকাল জাতীয় স্টেডিয়ামে ভারতকে হারিয়ে বছরটা অন্তত জয় দিয়ে শেষ করার প্রত্যাশা জামালের, ‘এটা অনেক আবেগের ম্যাচ, উত্তেজনার ম্যাচ। এই ম্যাচের পর জাতীয় দলের জন্য অনেক লম্বা বিরতি আছে। বছরটা যদি জয় দিয়ে শেষ করতে পারি, তা শুধু আমাদের জন্য নয়, সমর্থক ও আপনাদের জন্যও ইতিবাচক হবে।’
জয় দিয়ে বছর শেষ করতে চান জামাল