কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির নতুন গেমিং স্মার্টফোন বাজারে
Published: 26th, September 2025 GMT
বাংলাদেশের বাজারে নতুন গেমিং স্মার্টফোন এনেছে ইনফিনিক্স। ‘জিটি ৩০’ মডেলের এই ফোনে শক্তিশালী মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৪০০ ৫জি প্রসেসরের পাশাপাশি ডুয়াল ক্যাপাসিটিভ শোল্ডার ট্রিগার রয়েছে, যা কাজে লাগিয়ে বিভিন্ন ইস্পোর্টস গেমে বাড়তি সুবিধা পাওয়া যায়। ফোনটিতে ২৫টির বেশি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর সুবিধা ধাকায় স্বচ্ছন্দে গেম খেলার পাশাপাশি বিভিন্ন কাজও দ্রুত করা যায়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ইনফিনিক্স।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১.
৬ দশমিক ৭৮ ইঞ্চি পর্দার ফোনটিতে ৫ হাজার ৫০০ এমএএইচ ব্যাটারি থাকায় দীর্ঘ সময় ব্যবহারের পাশাপাশি দ্রুত চার্জ করা সম্ভব। ফলে ব্যাটারির চার্জ শেষ হওয়া নিয়ে দুশ্চিন্তা করতে হয় না। চারটি রঙে বাজারে আসা ৮ গিগাবাইট র্যামযুক্ত ফোনটির দাম ধরা হয়েছে ৩০ হাজার ৯৯৯ টাকা।
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
আজ মুক্তি পাচ্ছে নতুন দুই সিনেমা, হলে আছে আরও ৭ সিনেমা
কুয়াকাটায় একদল ব্যাচেলর
করোনার সময় দীর্ঘদিন ঘরবন্দী ছিল মানুষ। বিধিনিষেধ শিথিল করা হলে কুয়াকাটায় ঘুরতে যায় একদল ব্যাচেলর। সেখানে নারীদের একটি দলের সঙ্গে তাদের দেখা হয়ে যায়। তাদের কেন্দ্র করেই রোমান্টিক, কমেডি ও থ্রিলারের মিশেলে তৈরি হয়েছে নাসিম সাহনিকের ‘ব্যাচেলর ইন ট্রিপ।’
সিনেমাটির শুটিং শুরু হয় ২০২২ সালের শেষ দিকে। প্রথম লটে এক সপ্তাহের মতো শুটিং করার কথা থাকলেও বাজেটের সমস্যায় দুই দিন পর শুটিং টিমকে রেখেই ঢাকায় চলে গেছেন পরিচালক—এমন একটা অভিযোগ সে সময় এনেছিলেন সিনেমার নায়িকা শিরিন শিলা। পরে তিনি আরও জানান, নায়ক-নায়িকাসহ শিল্পীদের থাকা, খাওয়া—সবকিছুতেই অব্যবস্থাপনা ছিল। এতে ইউনিটে অসন্তোষ তৈরি হয়। সে সময় কলাকুশলীরা ধরেই নিয়েছিলেন, এ সিনেমার শুটিং আর হবে না। দ্বন্দ্ব মিটিয়ে পরের বছর শেষ হয় শুটিং। ডাবিং ও পোস্টের কাজ শেষ করতে লেগে যায় আরও এক বছর।
সিনেমায় জুটি হয়েছেন শিরিন শিলা ও কায়েস আরজু। ছবি: কায়েসের সৌজন্যে