টিএসসিতে ফরিদা পারভীন স্মরণ অনুষ্ঠানে ‘অচিন পাখি’কে বাঁচিয়ে রাখার আহ্বান
Published: 26th, September 2025 GMT
সদ্য প্রয়াত বরেণ্য লোকসংগীতশিল্পী ফরিদা পারভীনের নিজে হাতে তৈরি প্রতিষ্ঠান ‘অচিন পাখি সংগীত একাডেমি’ চালিয়ে নিতে সবার প্রতি আহ্বান জানানো হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আয়োজিত স্মরণ অনুষ্ঠান থেকে এ আহ্বান জানিয়ে বলা হয়, এই স্কুলটি ফরিদা পারভীনের শেষ ইচ্ছা-বাসনা ছিল। যেন কোনোভাবে বন্ধ হয়ে অসুরের কাছে সুর পরাজিত না হয়।
‘শ্রদ্ধায় স্মরণে ফরিদা পারভীন’ শিরোনামের এই আয়োজন করে সাংস্কৃতিক ইউনিয়ন। গানে গানে আর বাঁশির সুরের মধ্য দিয়ে এই আয়োজনে স্মরণ করা হয় ফরিদা পারভীনকে। তাঁকে স্মরণ করে তাঁর স্বামী খ্যাতিমান বংশীবাদক গাজী আবদুল হাকিম বাঁশিতে ‘সময় গেলে সাধন হবে না’ গানের সুর শোনান।
এ সময় গাজী আবদুল হাকিম বলেন, ‘ফরিদা পারভীন অচিন পাখি নামে যে স্কুলটি করেছেন, সেই স্কুলটি বাঁচানোর জন্য আপনারা দোয়া করবেন। এটি যেন কোনো দিন বন্ধ না হয়ে যায়। এই স্কুলটি বন্ধ হলে অসুরের কাছে সুর পরাজিত হবে।’ এ সময় তিনি জানান, শিল্পীর প্রয়াণের পর তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন, এখন থেকে একা বাঁশি বাজাবেন। পরে এ সিদ্ধান্ত থেকে সরে আসেন এই একটি চেতনা থেকে। যেন সুরের কোনোভাবে পরাজয় না ঘটে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই অঞ্চলের মাটির সংস্কৃতি ধরে রাখা যাদের কাজ, তারা এখন আর শুধু প্রতিবাদে নয়, পুনর্গঠনে থাকবে। ফরিদা পারভীনকে স্মরণ করার প্রথম বড় উদ্যোগ যে সাংস্কৃতিক ইউনিয়ন নিয়েছিল, অনাগতকালের জন্য সেটাও ইতিহাস হয়ে থাকবে। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন পাগলা বাবু, অরূপ রাহী, ডলি মন্ডল, এলিজা পুতুল, আকাশ দেওয়ান, আবু রাশেদসহ অনেকে।
১৬ বছর আগে ঢাকার তেজকুনি পাড়ার হোন্ডার গলিতে একটি ভাড়াবাড়িতে ফরিদা পারভীন ফাউন্ডেশন ‘অচিন পাখি সংগীত একাডেমি’ প্রতিষ্ঠা পায়। ফরিদা পারভীনের কণ্ঠে লালনের গানের যে চর্চা হয়ে এসেছে পাঁচ দশক ধরে, সেটি প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দিতে তিনি গড়ে তুলেছেন ‘অচিন পাখি সংগীত একাডেমি’ ।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: স মরণ
এছাড়াও পড়ুন:
মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯
রাজধানীর মোহাম্মদপুরের কয়েকটি অপরাধপ্রবণ এলাকায় বুধবার দিনভর বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ২৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে তিনটি ছুরি, দুটি ধারালো চাকু, দুটি লোহার রড, একটি সাইকেল ও ৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলা, মাদক মামলা, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী রয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হীরা (১৯), রফিক (২১), আবদুর রহমান (৩৯), নাবিদ হাসান ওরফে চয়ন (২৬), খোকন (৩১), মনসুর (৩৫), জুয়েল (৩২), সানজু (২২), মিলন (৪২), শাওন (৩৬), নোয়াজ শরীফ (২৮), সেলিম (৩৪), আসাদুজ্জামান ওরফে ইমন (২৩), আনোয়ার হোসেন (৩৬), সজল (৩০), বরকত গাজী (২৮), জুয়েল (৩৮), আরমান (৩০), বাদল (৩৮), কোরবান (২৮), নয়ন (২৭), মাসরুফ (২৩), আল আমিন (২৭), রাকিব (১৮), মিলন (২৫), ওয়াজিদ (৩৬), এরশাদ (২৫), ছালাম ওরফে সামাদ (৩৭) ও দিলসার (৩০)।