রোনালদো–হলান্ডকে পেছনে ফেলে কেইনের নতুন রেকর্ড
Published: 27th, September 2025 GMT
বুন্দেসলিগায় উড়ছে চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। শতভাগ জয়ের ধারা বজায় রেখে গতকাল রাতে তারা ৪–০ গোলে উড়িয়ে দিয়েছে ভেরডার ব্রেমেনকে। বায়ার্নের জয়ের রাতে নতুন রেকর্ড গড়েছেন হ্যারি কেইন। জোড়া গোল করে বায়ার্নের হয়ে ১০০ গোলের মাইলফলক স্পর্শ করেন এই ইংলিশ স্ট্রাইকার।
ইউরোপের শীর্ষ ৫ লিগে একটি ক্লাবের হয়ে দ্রুততম এক শ গোলের রেকর্ড গড়লেন কেইন। বায়ার্ন ফরোয়ার্ড এই মাইলফলকটি গড়লেন ১০৪ ম্যাচে। এর আগে রেকর্ডটি যৌথভাবে দখলে রেখেছিলেন ১০৫ ম্যাচে শত গোল করা ক্রিস্টিয়ানো রোনালদো ও আর্লিং হলান্ড। ২০১১ সালে রোনালদো রেকর্ডটি গড়েছিলেন রিয়াল মাদ্রিদের হয়ে। গত বছর তাঁর রেকর্ড ছুঁয়ে ফেলেন হলান্ড।
ঘরের মাঠ আলিয়েঞ্জ অ্যারেনায় ২২ মিনিটে জোনাথন টাহ প্রথম গোল করেন বায়ার্নের হয়ে। ৪৪ মিনিটে ব্রেমেনের বক্সে হ্যারি কেইন ফাউলের শিকার হলে পেনাল্টি পায় বায়ার্ন। পেনাল্টিতে লক্ষ্যভেদ করে বায়ার্নকে ২–০ গোলে এগিয়ে দেন কেইন।
আরও পড়ুনঅবশেষে ‘চ্যাম্পিয়ন’ হ্যারি কেইন০৪ মে ২০২৫বিরতির পর বক্সের ভেতর লুইস দিয়াজের পাস থেকে বল পেয়ে লক্ষ্যভেদ করে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোল করেন কেইন। চলতি মৌসুমে বুন্দেসলিগায় ৫ ম্যাচে ১০ গোল করলেন কেইন। ৮৭ মিনিটে বায়ার্নের হয়ে শেষ গোলটি কনার্ড লাইমারের।
৫ ম্যাচের সবগুলো জিতে ১৫ পয়েন্ট নিয়ে বুন্দেসলিগা টেবিলের শীর্ষে বায়ার্ন। বড় হারে মাঠ ছাড়া ভেরডার ব্রেমেন ৪ পয়েন্ট নিয়ে টেবিলের ১৪ তম। ৫ ম্যাচে ১টি জয় পেয়েছে তারা। হেরেছে ৩ ম্যাচ এবং ড্র করেছে অন্য ম্যাচে।
রেকর্ড গড়ার পর কেইন বলেছেন, ‘আমার নিজের কাছেও এটা অবিশ্বাস্য মনে হচ্ছে। দারুণ এই ক্লাবের হয়ে ১০০ গোল করা আমার জন্য অনেক বড় সম্মানের। আর এত দ্রুত এটা করতে পেরে আমি সত্যিই গর্বিত।’
আরও পড়ুনরোনালদোর রেকর্ড ছোঁয়া হলান্ডের গোল করার অবিশ্বাস্য পরিসংখ্যান২৩ সেপ্টেম্বর ২০২৪কেইনকে প্রশংসায় ভাসিয়ে বায়ার্ন কোচ ভিনসেন্ট কোম্পানি বলেছেন, ‘আমি সবসময় মানুষকে মনে করিয়ে দিই, রক্ষণে ওর ভূমিকা রাখার কথা। পাশাপাশি কতটা পেছনে দৌড়ে গিয়ে দলকে সে সাহায্য করে সেটাও দেখতে বলি। সে রেকর্ড ভেঙেছে, কিন্তু সেটা করেছে দলকে অনেক কিছু দিয়ে।’
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: হল ন ড ন ক ইন র কর ড গ ল কর
এছাড়াও পড়ুন:
নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নারী নিহত
ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের রাজৈরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। শুক্রবার (৩ অক্টোবর) মধ্যরাতে রাজৈর বাসস্ট্যান্ড এলাকায় দুর্ঘটনার শিকার হন তারা।
নিহত নিলুফা ইয়াসমিন নিলা (৩০) বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রুনসী গ্রামের আবুল বাসারের স্ত্রী।
আরো পড়ুন:
গাজীপুরে ডাম্পট্রাকের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত
অটোরিকশায় ট্রেনের ধাক্কা, মা-মেয়ে নিহত
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুয়াকাটা থেকে ঢাকার দিকে যাচ্ছিল চন্দ্রা পরিবহনের বাসটি। ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর বাসস্ট্যান্ড পার হওয়ার পর নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়। পরে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিলার মরদেহ উদ্ধার করে। আহত হন অন্তত ২০ জন। তাদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, বাস খাদে পড়ার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করা হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। নিহত নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
ঢাকা/বেলাল/মাসুদ