পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় উত্ত্যক্তের প্রতিবাদ করায় তরুণী ও তাঁর বাবাকে মারধরের ঘটনায় অভিযুক্ত ছাত্রদল নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। গতকাল শুক্রবার রাতে উপজেলার চরমন্তাজ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি তারিকুল ইসলামকে দল থেকে বহিষ্কার করা হয়। একই সঙ্গে ইউনিয়ন ছাত্রদলের নেতা সায়মুন ইসলামের দলীয় পদ স্থগিত করা হয়েছে।

জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদের সই করা চিঠিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এতে বলা হয়, জেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান শামীম চৌধুরী ও সদস্যসচিব জাকারিয়া আহমেদের সমন্বয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

আরও পড়ুনউত্ত্যক্তের প্রতিবাদ করায় তরুণী ও তাঁর বাবাকে মারধর, অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে১৯ ঘণ্টা আগে

ভুক্তভোগী সূত্রে জানা গেছে, গত বুধবার রাঙ্গাবালী উপজেলার চরমন্তাজ ইউনিয়নের স্লুইস বাজার এলাকায় বাগ্‌বিতণ্ডার জেরে ওই তরুণী ও তাঁর বৃদ্ধ বাবাকে মারধর করেন তারিকুল ইসলাম ও তাঁর চাচাতো ভাই সায়মুন ইসলাম। এতে তাঁরা আহত হন। তাঁদের গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে ঘটনাটি মীমাংসার জন্য চাপ দেওয়া হয় বলে ভুক্তভোগীদের অভিযোগ।

এ বিষয়ে জেলা ছাত্রদলের সদস্যসচিব জাকারিয়া আহমেদ প্রথম আলোকে বলেন, গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর দলের ভাবমূর্তি অক্ষুণ্ন রাখতে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ছ ত রদল র উপজ ল ম রধর ইসল ম

এছাড়াও পড়ুন:

মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯

রাজধানীর মোহাম্মদপুরের কয়েকটি অপরাধপ্রবণ এলাকায় বুধবার দিনভর বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ২৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে তিনটি ছুরি, দুটি ধারালো চাকু, দুটি লোহার রড, একটি সাইকেল ও ৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলা, মাদক মামলা, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী রয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হীরা (১৯), রফিক (২১), আবদুর রহমান (৩৯), নাবিদ হাসান ওরফে চয়ন (২৬), খোকন (৩১), মনসুর (৩৫), জুয়েল (৩২), সানজু (২২), মিলন (৪২), শাওন (৩৬), নোয়াজ শরীফ (২৮), সেলিম (৩৪), আসাদুজ্জামান ওরফে ইমন (২৩), আনোয়ার হোসেন (৩৬), সজল (৩০), বরকত গাজী (২৮), জুয়েল (৩৮), আরমান (৩০), বাদল (৩৮), কোরবান (২৮), নয়ন (২৭), মাসরুফ (২৩), আল আমিন (২৭), রাকিব (১৮), মিলন (২৫), ওয়াজিদ (৩৬), এরশাদ (২৫), ছালাম ওরফে সামাদ (৩৭) ও দিলসার (৩০)।

সম্পর্কিত নিবন্ধ