আলগা মাটিতে কলাগাছ দেখে সন্দেহ, পাওয়া গেল নিখোঁজ কৃষক দল নেতার লাশ
Published: 27th, September 2025 GMT
রংপুরের কাউনিয়ায় নিখোঁজের এক দিন পর কৃষক দল নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার উপজেলার টেপামধুপুর ইউনিয়নের এক কলাবাগান থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহত কৃষক দল নেতার নাম মোবারক আলী। তিনি কাউনিয়া উপজেলার টেপামধুপুর ইউনিয়নের চরগুনাই এলাকার ইব্রাহিম হোসেনের ছেলে। মোবারক আলী টেপামধুপুর ইউনিয়নের কৃষক দলের যুগ্ম আহ্বায়ক ছিলেন।
পুলিশ ও নিহত ব্যক্তির পরিবার সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে এশার নামাজ পড়তে বাড়ি থেকে বের হয়ে মোবারক আলী আর ফিরে আসেননি। পরদিন তাঁর ব্যবহৃত মুঠোফোন স্থানীয় মমিনুল ইসলামের বাড়ির পাশে একটি ধানখেত থেকে উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় সন্দেহ তৈরি হয়। খোঁজাখুঁজির একপর্যায়ে গতকাল রাতে স্থানীয় লোকজন মমিনুলের বাড়ির পাশের কলাবাগানে নতুন আলগা মাটিতে কলাগাছ দেখতে পান। ওই কলাবাগানের মাটি সরালে কাপড়ে মোড়ানো লাশ পাওয়া যায়। কাউনিয়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
প্রত্যক্ষদর্শীরা বলেন, মোবারক আলীর মাথা ও পিঠে ধারালো অস্ত্রের আঘাত আছে। তাঁর মুখের ডান চোয়াল থেকে গলার পেছনের অংশ এবং গলার বাঁ পাশে জখম দেখা গেছে। নিহত ব্যক্তির মা মমেনা খাতুন এজাহারে উল্লেখ করেছেন, পূর্ববিরোধের জেরে তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ শাহ বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহত ব্যক্তির মা সাতজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে মামলা করেছেন। পুলিশ এজাহারভুক্ত ২ নম্বর আসামি মমিনুল ইসলামকে গ্রেপ্তার করেছে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ক উন য়
এছাড়াও পড়ুন:
মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯
রাজধানীর মোহাম্মদপুরের কয়েকটি অপরাধপ্রবণ এলাকায় বুধবার দিনভর বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ২৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে তিনটি ছুরি, দুটি ধারালো চাকু, দুটি লোহার রড, একটি সাইকেল ও ৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলা, মাদক মামলা, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী রয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হীরা (১৯), রফিক (২১), আবদুর রহমান (৩৯), নাবিদ হাসান ওরফে চয়ন (২৬), খোকন (৩১), মনসুর (৩৫), জুয়েল (৩২), সানজু (২২), মিলন (৪২), শাওন (৩৬), নোয়াজ শরীফ (২৮), সেলিম (৩৪), আসাদুজ্জামান ওরফে ইমন (২৩), আনোয়ার হোসেন (৩৬), সজল (৩০), বরকত গাজী (২৮), জুয়েল (৩৮), আরমান (৩০), বাদল (৩৮), কোরবান (২৮), নয়ন (২৭), মাসরুফ (২৩), আল আমিন (২৭), রাকিব (১৮), মিলন (২৫), ওয়াজিদ (৩৬), এরশাদ (২৫), ছালাম ওরফে সামাদ (৩৭) ও দিলসার (৩০)।