আলগা মাটিতে কলাগাছ দেখে সন্দেহ, পাওয়া গেল নিখোঁজ কৃষক দল নেতার লাশ
Published: 27th, September 2025 GMT
রংপুরের কাউনিয়ায় নিখোঁজের এক দিন পর কৃষক দল নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার উপজেলার টেপামধুপুর ইউনিয়নের এক কলাবাগান থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহত কৃষক দল নেতার নাম মোবারক আলী। তিনি কাউনিয়া উপজেলার টেপামধুপুর ইউনিয়নের চরগুনাই এলাকার ইব্রাহিম হোসেনের ছেলে। মোবারক আলী টেপামধুপুর ইউনিয়নের কৃষক দলের যুগ্ম আহ্বায়ক ছিলেন।
পুলিশ ও নিহত ব্যক্তির পরিবার সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে এশার নামাজ পড়তে বাড়ি থেকে বের হয়ে মোবারক আলী আর ফিরে আসেননি। পরদিন তাঁর ব্যবহৃত মুঠোফোন স্থানীয় মমিনুল ইসলামের বাড়ির পাশে একটি ধানখেত থেকে উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় সন্দেহ তৈরি হয়। খোঁজাখুঁজির একপর্যায়ে গতকাল রাতে স্থানীয় লোকজন মমিনুলের বাড়ির পাশের কলাবাগানে নতুন আলগা মাটিতে কলাগাছ দেখতে পান। ওই কলাবাগানের মাটি সরালে কাপড়ে মোড়ানো লাশ পাওয়া যায়। কাউনিয়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
প্রত্যক্ষদর্শীরা বলেন, মোবারক আলীর মাথা ও পিঠে ধারালো অস্ত্রের আঘাত আছে। তাঁর মুখের ডান চোয়াল থেকে গলার পেছনের অংশ এবং গলার বাঁ পাশে জখম দেখা গেছে। নিহত ব্যক্তির মা মমেনা খাতুন এজাহারে উল্লেখ করেছেন, পূর্ববিরোধের জেরে তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ শাহ বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহত ব্যক্তির মা সাতজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে মামলা করেছেন। পুলিশ এজাহারভুক্ত ২ নম্বর আসামি মমিনুল ইসলামকে গ্রেপ্তার করেছে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ক উন য়
এছাড়াও পড়ুন:
এটাই ‘শক্তিশালী’ স্কোয়াড, সুযোগ দেখছেন জামাল
২০১৩ সালে বাংলাদেশের জার্সিতে অভিষেক হওয়ার পর থেকে এখন পর্যন্ত ৯২ ম্যাচ খেলেছেন জামাল ভূঁইয়া। এর মধ্যে ভারতের বিপক্ষে খেলেছেন ৬ ম্যাচ। কিন্তু এই ৬ ম্যাচের কোনোটিতেই জেতেনি বাংলাদেশ। এবার অন্তত সেই গেরো খুলতে চাইছেন বাংলাদেশ অধিনায়ক।
জামালের চোখে এটাই বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী স্কোয়াড। তাই এবার ভারতকে হারানোর সুযোগও দেখছেন তিনি, ‘আমরা যে অবস্থায় আছি এটাই বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী স্কোয়াড। তাই অবশ্যই আমাদের একটা বড় সুযোগ আছে।’
২০২৫ সালে সাত ম্যাচ খেলে শুধু ভুটানের সঙ্গে জিতেছে বাংলাদেশ। আগামীকাল জাতীয় স্টেডিয়ামে ভারতকে হারিয়ে বছরটা অন্তত জয় দিয়ে শেষ করার প্রত্যাশা জামালের, ‘এটা অনেক আবেগের ম্যাচ, উত্তেজনার ম্যাচ। এই ম্যাচের পর জাতীয় দলের জন্য অনেক লম্বা বিরতি আছে। বছরটা যদি জয় দিয়ে শেষ করতে পারি, তা শুধু আমাদের জন্য নয়, সমর্থক ও আপনাদের জন্যও ইতিবাচক হবে।’
জয় দিয়ে বছর শেষ করতে চান জামাল