ইরানের ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা কার্যকর হচ্ছে
Published: 27th, September 2025 GMT
ইরানের ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনরায় আরোপ করা হবে বলে জানিয়েছেন যুক্তরাজ্যের জাতিসংঘ দূত বারবারা উড। নিরাপত্তা পরিষদে রাশিয়া ও চীনের বিলম্বের প্রস্তাব ব্যর্থ হওয়ার পর শুক্রবার (২৬ সেপ্টেম্বর) এ কথা জানানো হয়।
শনিবার (২৭ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
আরো পড়ুন:
ফিলিস্তিনের স্বীকৃতি লজ্জাজনক, গাজায় যুদ্ধ চলবে: নেতানিয়াহু
ট্রাম্পের সঙ্গে এক ফ্রেমে প্রধান উপদেষ্টা
প্রতিবেদনে বলা হয়, পশ্চিমা শক্তিগুলোর নিষেধাজ্ঞা পুনর্বহালের এই সিদ্ধান্ত তেহরানের সঙ্গে উত্তেজনা আরো বাড়িয়ে তুলবে বলে ধারণা করা হচ্ছে। এরই মধ্যে ইরান সতর্ক করেছে বলেছে, এই পদক্ষেপের কঠোর জবাব দেওয়া হবে এবং পরিস্থিতি আরো তীব্র হতে পারে।
রাশিয়া ও চীনের পক্ষ থেকে ইরানের ওপর নিষেধাজ্ঞা পুনর্বহাল বিলম্বিত করার প্রচেষ্টা নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যের মধ্যে মাত্র চার দেশের সমর্থন পেয়েছিল, ফলে তাদের খসড়া প্রস্তাব ব্যর্থ হয়েছে।
ভোটের পর জাতিসংঘে যুক্তরাজ্যের দূত বারবারা উড বলেন, এই পরিষদের কাছে প্রয়োজনীয় আশ্বাস নেই যে দ্রুত কূটনৈতিক সমাধানের একটি স্পষ্ট পথ বিদ্যমান। ফলে শনিবার থেকেই ইরানের ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা কার্যকর হবে।
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সাংবাদিক ও বিশ্লেষকের সঙ্গে আলাপকালে বলেন, জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনরুজ্জীবিত হওয়ার প্রতিক্রিয়ায় ইরানের পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার কোনো ইচ্ছা নেই।
তিনি বলেন, ইরান কখনোই পারমাণবিক অস্ত্রের সন্ধান করবে না… আমাদের অত্যন্ত সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়ে স্বচ্ছ থাকার জন্য আমরা সম্পূর্ণ প্রস্তুত।
শনিবার রাত ৮টা বা রবিবার রাত ১২টা থেকে ইরানের ওপর সব জাতিসংঘ নিষেধাজ্ঞা পুনর্বহাল হবে।
গত জুন মাসে ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক ইরানের পরমাণু স্থাপনায় বোমা হামলার পর ইরান যে পদক্ষেপ নিয়েছে, তা প্রত্যাহারের দাবি জানানোর পর ইউরোপীয় শক্তিগুলো অর্থনৈতিক নিষেধাজ্ঞা পুনর্বহালের প্রক্রিয়া শুরু করে।
ইরান পারমাণবিক অস্ত্র তৈরি চেষ্টার অভিযোগ অস্বীকার করেছে।
কূটনীতিকরা বলেছিলেন, নিষেধাজ্ঞা ছয় মাস পিছিয়ে দেওয়ার প্রস্তাব পাস হওয়ার সম্ভাবনা কম ছিল। কারণ শেষ মুহূর্তের আলোচনায় ইরান ও যুক্তরাজ্যে, ফ্রান্স এবং জার্মানির মধ্যে অচলাবস্থা কাটানো যায়নি।
ইরানের পারমাণবিক কর্মসূচির কারণে দেশটির ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ফিরিয়ে আনার বিষয়টি অন্তত ছয় মাসের জন্য বিলম্বিত করার আহ্বান জানিয়েছিল রাশিয়া ও চীন। ভোটে নয়টি দেশ প্রস্তাবের বিপক্ষে ভোট দেয়, দুটি দেশ বিরত থাকে।
ঢাকা/ফিরোজ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর পর জ ত স ঘ প রস ত ব য ক তর
এছাড়াও পড়ুন:
দলের দুই পক্ষের বিরোধ মেটাতে যাচ্ছিলেন সালিস বৈঠকে, পথে দুর্ঘটনায় মৃত্যু বিএনপি নেতার
দলের দুটি পক্ষের মধ্যে হাতিহাতি ও সংঘর্ষের ঘটনায় বিরোধ মীমাংসায় ডাকা হয়েছিল সালিস বৈঠক। সে বৈঠকে যোগ দিতে যাচ্ছিলেন ফেনীর পরশুরামের বিএনপি নেতা পারভেজ মজুমদার (৫৮)। পথে সড়ক দুর্ঘটনায় মারা যান তিনি। এ ঘটনায় আহত হয়েছেন তাঁর এক সহযোগী।
পারভেজ মজুমদার ফেনীর পরশুরাম উপজেলার মির্জানগর ইউনিয়নের নিজকালিকাপুর গ্রামের সাদেক মজুমদারের ছেলে। তিনি উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন।
পুলিশ ও নিহত ব্যক্তির পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, রোববার দুপুরে নিজকালিকাপুর গ্রামে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটে। এই ঘটনায় উভয় পক্ষের চারজন আহত হন। সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে পরশুরাম উপজেলা সদরে সন্ধ্যায় একটি সালিস বৈঠকে উদ্যোগ নেওয়া হয়। সালিসে যোগ দিতে স্থানীয় বিএনপি নেতা পারভেজ মজুমদার ও তাঁর সহযোগী মোহাম্মদ হারুন মোটরসাইকেলে নিজকালিকাপুর থেকে পরশুরাম যাচ্ছিলেন। তাঁদের বহন করা মোটরসাইকেলটি সুবার বাজার-পরশুরাম সড়কের কাউতলী রাস্তার মাথায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মোটরসাইকেল আরোহী দুজন গুরুতর আহত হন।
স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে প্রথমে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে ফেনীর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পারভেজের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকের পরামর্শে পরিবারের সদস্যরা রাতে ঢাকার উদ্দেশ্যে রওনা দিলে পথে তাঁর মৃত্যু হয়।
পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম মোটরসাইকেল দুর্ঘটনায় বিএনপি নেতা পারভেজ মজুমদারের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে মরদেহ বাড়ি নিয়ে যায় স্বজনরা।