নারায়ণগঞ্জ প্রশাসনকেই হামলার দায় নিতে হবে : রুহুল কবির রিজভী
Published: 27th, September 2025 GMT
রূপগঞ্জে আওয়ামী সন্ত্রাসীদের হামলায় আহত ছাত্রদলের সাবেক নেতা দোলন ভূঁইয়াকে দেখতে এসে বিএনপির সিনিয়র যুগ্ন মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী প্রশাসনের উদ্দেশে বলেন, এ হামলার দায় প্রশাসনকেই নিতে হবে।
যদি অপরাধীদের পেছনে প্রভাবশালী কেউ থাকে, এবং সে যদি বিএনপির কেউ হয়, তাহলে আমাদের জানান-আমরা ব্যবস্থা নেব। তবে যদি প্রশাসন চুপ থাকে, তাহলে দায় নারায়ণগঞ্জ প্রশাসনকেই নিতে হবে।
প্রশাসেনর বিভিন্ন স্তরে আওয়ামী লীগের দোসররা অবস্থান করছে। অন্তর্বর্তীকালীন সরকার থাকা সত্বেও অপরাধীরা দাপিয়ে বেড়াচ্ছে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে তিনি দোলনের রূপগঞ্জ উপজেলার ভূলতা ইউনিয়নের বাড়িতে আসেন। এসময় তিনি "আমরা বিএনপি পরিবার’ এর পক্ষ থেকে তাকে সহায়তা করেন।
সহায়তা প্রদান শেষে তিনি মন্তব্য করেন “অন্তর্বর্তীকালীন সরকারকে নস্যাৎ করতে পরিকল্পিত প্রচেষ্টা চলছে”।
এ সময় রুহুল কবির রিজভী আরও বলেন, শেখ হাসিনা চারজন নির্দিষ্ট ব্যক্তির মাধ্যমে দেশের সকল অপকর্ম পরিচালনা করেছেন। ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় ওবায়দুল কাদের, সালমান এফ রহমান, আনিসুল হক, আসাদুজ্জামান কামাল এই গ্যাং অব ফোর এরা যত হত্যা সব নির্দেশ দিয়েছেন। রাষ্ট্রটাকে অপরাধী রাষ্ট্রে পরিণত করেছেন।
রিজভী আরও বলেন, শেখ হাসিনার উপদেষ্টা তারেক সিদ্দিকী তাকে পরামর্শ দিয়েছিলেন কিছু মানুষকে হত্যা করার। প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা বলেছিলেন, দরকার হলে হেলিকপ্টার থেকে বোমা ফেলো’। এটা কোনো সভ্য দেশের শাসনব্যবস্থা হতে পারে না।
আহত ছাত্রদল নেতা দোলন ভূঁইয়ার বিষয়ে রিজভী বলেন, দলের একজন সাধারণ কর্মীও আওয়ামী সন্ত্রাসীদের হাত থেকে রেহাই পাচ্ছে না। প্রশাসন নীরব দর্শকের ভূমিকা পালন করছে। পত্রপত্রিকায় অপরাধীদের ছবি প্রকাশিত হওয়ার পরও কেন তারা গ্রেপ্তার হচ্ছে না?
তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগের দোসররা বালু মহাল, ঘাট দখল করে সমাজে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে। প্রশাসনের ভেতরেই আওয়ামী লীগ বসে আছে, তাই তারা পদক্ষেপ নিচ্ছে না।
এ উপস্থিত ছিলেন "আমরা বিএনপি পরিবার’ সংগঠনটির উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোস্তফা-ই-জামান সেলিম, সদস্য মাসুদ রানা লিটন, শাকিল আহমেদ, ফরহাদ আলী সজীব ও শাহাদত হোসেন।
এছাড়া আরও উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি ডা.
উল্লেখ্য, গত ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর আওয়ামী লীগের সন্ত্রাসী হামলায় দোলন ভূঁইয়া মারাত্মকভাবে আহত হন। সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর ঘনিষ্ঠ সহযোগী ও ভূমিদস্যু কাওসারের নেতৃত্বে হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে ছাত্রদল নেতা দোলন ভুইয়াকে কুপিয়ে গুরুতর জখম করে। এতে তার ডান হাত সম্পূর্ণ অকেজো হয়ে যায়।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: র পগঞ জ র জন ত ব এনপ ন র য়ণগঞ জ সন ত র স ছ ত রদল রহম ন আওয় ম ব এনপ অপর ধ
এছাড়াও পড়ুন:
রূপগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন
নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে আমীর হোসেন (৫০) নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক হুমায়রা তাসমিন এই রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত আমীর হোসেন জামালপুর জেলার ইসলামপুরের মহলগিরী এলাকার শাহ জামালের ছেলে। রায় ঘোষণার সময়ে তিনি আদালতে অনুপস্থিত ছিলেন।
কোর্ট পুলিশ পরিদর্শক মো. কাইউম খান জানান, রূপগঞ্জের পশ্চিমগাঁও এলাকার মো. আবু তালেবের মেয়ে বিলকিছ বেগমের সঙ্গে আমীর হোসেনের বিয়ে হয়েছিল। কিন্তু বিয়ের পর থেকেই তাদের মধ্যে পারিবারিক ঝগড়া-বিবাদ লেগে থাকত।
২০০৩ সালের ২৭ ফেব্রুয়ারি রাতে আমীর হোসেন বিলকিছ বেগমকে তাদের বাড়ির পাশে ডেকে নিয়ে হত্যা করে। এই ঘটনায় বিলকিছের বাবা আবু তালেব রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন। সেই মামলায় দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত এই রায় দেন।