রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগের সাবেক শিক্ষার্থীদের সংগঠন ‘ওয়েলফেয়ার সোসাইটি অব এক্স-স্টুডেন্টস অব অ্যাপ্লায়েড কেমিস্ট্রি’ (ডঝঊঝঅঈ) এর ত্রিবার্ষিক সাধারণ সভা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

এছাড়া গঠিত হয়েছে নতুন কমিটি। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন ডব্লিউএসইএসএসি এর সভাপতি শেখ ইউসুফ হারুন।

আরো পড়ুন:

শাটডাউন কর্মসূচি স্থগিত করল জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম

রাবিতে চলমান শাটডাউনের প্রতিবাদে শিবিরের মানববন্ধন

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাতে রাজধানীর বনানী ক্লাবে অনুষ্ঠিত হয় ওই সাধারণ সভা। সংগঠনটির নতুন অনুমোদিত কমিটির প্রচার সম্পাদক জামায়েল উল্লাহ সামি স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

সভায় সর্বসম্মতিক্রমে ৩৫ সদস্য বিশিষ্ট নতুন একটি কমিটি গঠন করা হয়েছে। রাতুল গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর নজরুল ইসলামকে সভাপতি ও ফ্যাসন ফ্লাস লিমিটেড এর পরিচালক মিজানুর রহমানকে সাধারণ সম্পাদক করে সংগঠনের নুতন এই কমিটি গঠন করা হয়।

কমিটিতে পাঁচ জন সহ সভাপতি, তিন জন যুগ্ম সম্পাদক এবং ১৬ জন এক্সিকিউটিভ সদস্যসহ মোট ৩৫ জনের কমিটির অনুমোদন দেওয়া হয়। এছাড়া নতুন কমিটিতে ২০ জনকে উপদেষ্টা পদে নির্বাচিত করা হয়েছে। পাশাপাশি সংগঠনটির গঠনতন্ত্রের নতুন সংস্করণ সদস্যদের কণ্ঠভোটে অনুমোদন করা হয়। কমিটি অনুমোদন প্রক্রিয়াটি পরিচালনা করেন ডব্লিউএসইএসএসি এর প্রধান নির্বাচন কমিশনার মুনজুর মোরসেদ চুন্না।

নতুন অনুমোদিত কমিটির অর্থ সম্পাদক এস কে এমাদুল বারীর সঞ্চালনায় অন্যদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.

মোহাম্মদ তৌফিক আলম। এছাড়া সংগঠনটির প্রায় ১০০ সক্রিয় সদস্য এজিএমে অংশ নেন।

অনুষ্ঠানে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. ইব্রাহিম হোসেন মণ্ডল এবং পারমাণবিক শক্তি কমিশনের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শফিউর রহমানকে তাদের নিজ নিজ ক্ষেত্রে ও বিশ্বব্যাপী গবেষণায় বিশেষ অবদান রাখায় সংগঠনের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়।

ডব্লিউএসইএসএসি এর নতুন অনুমোদিত কমিটির সভাপতি নজরুল ইসলাম সদস্যদের উদ্দেশে বলেন, “সংগঠনকে শক্তিশালী করতে হলে আমাদের আরো সুসংগঠিত ও সক্রিয় হতে হবে। সংগঠনের জন্য স্থায়ী অফিস করার প্রত্যয় ব্যক্ত করছি আমরা। নবগঠিত কমিটি এ বিষয়ে জোরালোভাবে কাজ করবে। আমাদের বিভাগের শিক্ষার্থীদের জন্য ঢাকায় আবাসন ও চাকরিতে সহায়তাসহ সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে নতুন কমিটি।”

তিনি বলেন, “সাবেক-বর্তমান শিক্ষার্থীদের পারস্পরিক সহযোগিতা, ভ্রাতৃত্ববোধ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষা-গবেষণার মান উন্নায়নের মাধ্যমে ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগকে আন্তর্জাতিক মানের বিভাগ হিসেবে গড়ে তুলতে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

ঢাকা/এসবি

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর স গঠন র অন ম দ ত কম ট কম ট র অন ষ ঠ সদস য

এছাড়াও পড়ুন:

খাগড়াছড়িতে সড়ক অবরোধ প্রত্যাহার

খাগড়াছড়িতে সড়ক অবরোধ প্রত্যাহার করেছে ‘জুম্ম ছাত্র–জনতা’। আজ মঙ্গলবার রাত ৯টার দিকে সংগঠনের নামে খোলা ফেসবুক পেজে এ তথ্য জানায় সংগঠনটি।

সংগঠনটি জানান, খাগড়াছড়ির গুইমারায় সংঘটিত ঘটনার তদন্তে জেলা প্রশাসনের পক্ষ থেকে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রতিনিধিদলের সঙ্গে আলোচনার পরিপ্রেক্ষিতে আজ দুপুরে গুইমারায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, খাগড়াছড়ির জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার, খাগড়াছড়ি পুলিশ সুপার আরেফিন জুয়েল, গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা আইরিন আক্তার, গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এনামুল হক চৌধুরী প্রমুখ।

প্রশাসনের আশ্বাস ও উদ্যোগের প্রতি আস্থা রেখে এবং হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গোৎসবকে সম্মান জানিয়ে আজ রাত ১১টা থেকে ৫ অক্টোবর পর্যন্ত অবরোধ স্থগিত করা হয়েছে। তবে প্রশাসনের কাছে উপস্থাপিত আট দফা দাবি যদি যথাযথভাবে পূরণ না করা হয়, আবারও কঠোর কর্মসূচি গ্রহণ করবে সংগঠনটি।

খাগড়াছড়িতে পাহাড়ি কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ ওঠার পর এর প্রতিবাদে গত শনিবার খাগড়াছড়িতে অবরোধ কর্মসূচির ডাক দেয় জুম্ম ছাত্র–জনতা। এ কর্মসূচিকে কেন্দ্র করে গত রোববার গুইমারার রামেসু বাজারে বিক্ষোভ ও সহিংসতার ঘটনা ঘটে। সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে অবরোধকারীদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ছিল স্থানীয় একটি পক্ষ। এ সময় গুলিতে তিন পাহাড়ির মৃত্যু হয়।

সম্পর্কিত নিবন্ধ

  • জিয়া উদ্যানের লেকে মাছের পোনা ছাড়ল ‘আমরা বিএনপি পরিবার’
  • খাগড়াছড়িতে সড়ক অবরোধ প্রত্যাহার