রাবির ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠনের এজিএম
Published: 27th, September 2025 GMT
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগের সাবেক শিক্ষার্থীদের সংগঠন ‘ওয়েলফেয়ার সোসাইটি অব এক্স-স্টুডেন্টস অব অ্যাপ্লায়েড কেমিস্ট্রি’ (ডঝঊঝঅঈ) এর ত্রিবার্ষিক সাধারণ সভা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
এছাড়া গঠিত হয়েছে নতুন কমিটি। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন ডব্লিউএসইএসএসি এর সভাপতি শেখ ইউসুফ হারুন।
আরো পড়ুন:
শাটডাউন কর্মসূচি স্থগিত করল জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম
রাবিতে চলমান শাটডাউনের প্রতিবাদে শিবিরের মানববন্ধন
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাতে রাজধানীর বনানী ক্লাবে অনুষ্ঠিত হয় ওই সাধারণ সভা। সংগঠনটির নতুন অনুমোদিত কমিটির প্রচার সম্পাদক জামায়েল উল্লাহ সামি স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
সভায় সর্বসম্মতিক্রমে ৩৫ সদস্য বিশিষ্ট নতুন একটি কমিটি গঠন করা হয়েছে। রাতুল গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর নজরুল ইসলামকে সভাপতি ও ফ্যাসন ফ্লাস লিমিটেড এর পরিচালক মিজানুর রহমানকে সাধারণ সম্পাদক করে সংগঠনের নুতন এই কমিটি গঠন করা হয়।
কমিটিতে পাঁচ জন সহ সভাপতি, তিন জন যুগ্ম সম্পাদক এবং ১৬ জন এক্সিকিউটিভ সদস্যসহ মোট ৩৫ জনের কমিটির অনুমোদন দেওয়া হয়। এছাড়া নতুন কমিটিতে ২০ জনকে উপদেষ্টা পদে নির্বাচিত করা হয়েছে। পাশাপাশি সংগঠনটির গঠনতন্ত্রের নতুন সংস্করণ সদস্যদের কণ্ঠভোটে অনুমোদন করা হয়। কমিটি অনুমোদন প্রক্রিয়াটি পরিচালনা করেন ডব্লিউএসইএসএসি এর প্রধান নির্বাচন কমিশনার মুনজুর মোরসেদ চুন্না।
নতুন অনুমোদিত কমিটির অর্থ সম্পাদক এস কে এমাদুল বারীর সঞ্চালনায় অন্যদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.
অনুষ্ঠানে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. ইব্রাহিম হোসেন মণ্ডল এবং পারমাণবিক শক্তি কমিশনের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শফিউর রহমানকে তাদের নিজ নিজ ক্ষেত্রে ও বিশ্বব্যাপী গবেষণায় বিশেষ অবদান রাখায় সংগঠনের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়।
ডব্লিউএসইএসএসি এর নতুন অনুমোদিত কমিটির সভাপতি নজরুল ইসলাম সদস্যদের উদ্দেশে বলেন, “সংগঠনকে শক্তিশালী করতে হলে আমাদের আরো সুসংগঠিত ও সক্রিয় হতে হবে। সংগঠনের জন্য স্থায়ী অফিস করার প্রত্যয় ব্যক্ত করছি আমরা। নবগঠিত কমিটি এ বিষয়ে জোরালোভাবে কাজ করবে। আমাদের বিভাগের শিক্ষার্থীদের জন্য ঢাকায় আবাসন ও চাকরিতে সহায়তাসহ সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে নতুন কমিটি।”
তিনি বলেন, “সাবেক-বর্তমান শিক্ষার্থীদের পারস্পরিক সহযোগিতা, ভ্রাতৃত্ববোধ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষা-গবেষণার মান উন্নায়নের মাধ্যমে ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগকে আন্তর্জাতিক মানের বিভাগ হিসেবে গড়ে তুলতে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
ঢাকা/এসবি
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর স গঠন র অন ম দ ত কম ট কম ট র অন ষ ঠ সদস য
এছাড়াও পড়ুন:
সিদ্ধিরগঞ্জের নতুন বাজারে গুঁড়িয়ে দেওয়া হলো মাদক সেবীদের আস্তানা
মাদকের করাল গ্রাস থেকে যুব সমাজকে রক্ষায় এবার সরাসরি মাঠে নামল সিদ্ধিরগঞ্জের নতুন বাজার সামাজিক সংগঠন।
শনিবার (১৫ নভেম্বর) সকালে ১১টায় সংগঠনটি এক ব্যতিক্রমী মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে আদমজীনগর সোনামিয়া বাজা’র এলাকায় মাদক ব্যবসায়ী ও সেবীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়।
সংগঠনের সদস্যরা নতুন বাজার এলাকার মাদক সেবীদের আস্তানায় মহড়া দেন এবং যেখানে বসে মাদক সেবন করা হয়, সেই স্থানগুলো ভেঙে গুঁড়িয়ে দেন। পরবর্তীতে তারা আশেপাশের স্থানীয় বাসিন্দাদের প্রতি মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য জোর আহ্বান জানান।
এ সময় সংগঠনটির সভাপতি ইসমাইল হোসেন বলেন, আজ আমাদের সমাজে মাদক রন্ধ্রে রন্ধ্রে সয়লাব। দিন দিন যুবসমাজের মধ্যে এ প্রবণতা ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে, যা আমাদের ভবিষ্যতকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে।
মাদক শুধু একটি পরিবার নয়, একটি সমাজকেও শেষ করে দেয়। আমাদের এই অভিযান মাদকমুক্ত সমাজ গড়ার প্রথম পদক্ষেপ। নতুন বাজার সামাজিক সংগঠন কোনোমতেই এই এলাকায় মাদক সেবন বা ব্যবসা চলতে দেবে না।
সমাজের সর্বস্তরের মানুষকে মাদকের বিরুদ্ধে একজোট হয়ে দাঁড়াতে হবে। আমরা স্থানীয় প্রশাসন ও জনগণের সহযোগিতা কামনা করি।
এসময় মাদকবিরোধী এই অভিযানে উপস্থিত ছিলেন সংগঠনের, উপদেষ্টা মোঃ সেলিম, আবুল হাশেম মন্টু, মাইন উদ্দিন আহমেদ, সংগঠনের সভাপতি ইসমাইল হোসেন, সাধারণ সম্পাদক মোঃ সোহেল হোসেন মুসা, সাংগঠনিক সম্পাদক সৈয়দ আব্দুল আহাদ, সদস্য মোঃ আজিমসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
সংগঠনের সদস্যরা দৃঢ়তার সাথে জানান, মাদকের এই ভয়াবহতা রোধে তাদের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।