বাংলাদেশ থেকে অস্কারে যাচ্ছে, কী আছে এই সিনেমায়
Published: 28th, September 2025 GMT
‘দাদা, শাস্তি ধাইর্য্য হইসে। কারা খাটতে যাই। এই কারাবাসে আপিলের সুযোগ নাই,’ বিয়ের রাতে নিজের অসহায়ত্ব তুলে ধরে ভাইকে কথাটা বলেছিলেন শাহরিন দীপা (আনান সিদ্দিকা)। গল্পের পটভূমি নব্বইয়ের দশক। কৈশোর পার হওয়ার আগেই বিয়ের পিঁড়িতে বসতে বাধ্য হয় দীপা। স্বামীকে সে চেনে না, আগে দেখেওনি। শুধু জানে যার সঙ্গে বিয়ে হচ্ছে, সে তার মামির ভাইয়ের ছেলে, লন্ডন থাকে। বিয়ে পড়ানো হয় ফোনে। ট্রাংককলের বিয়ের আসরে দীপা কবুল বলেছিল কি না, তাও কেউ বলতে পারে না; কিন্তু মুরব্বিরা বলেন, ‘মেয়েরা মাথা ঝোঁকালেই কবুল।’ হারিয়ে যাওয়া ভাইয়ের সঙ্গে কাল্পনিক কথোপকথনে দীপার অসহায়ত্ব আরও বেশি করে ফুটে ওঠে। কলতলায় প্রায়ই সে ভাইকে দেখতে পায়। তার ‘একা’ জীবনে একমাত্র সঙ্গী এই হারিয়ে যাওয়া ভাই। কিন্তু নিজের অসহায়ত্ব মেনে নেওয়ার মেয়ে দীপা না। পরিবার, সমাজ আর স্বামীর বিরুদ্ধে গিয়ে ঠিকই নিজের লড়াইটা সে চালিয়ে যায়।
একনজরেসিনেমা: ‘বাড়ির নাম শাহানা’
ধরন: ড্রামা
পরিচালক: লীসা গাজী
চিত্রনাট্য: লীসা গাজী, আনান সিদ্দিকা
অভিনয়: আনান সিদ্দিকা, লুৎফর রহমান জর্জ, কাজী রুমা, ইরেশ যাকের, কামরুন্নাহার মুন্নী, মুগ্ধতা মোর্শেদ
দৈর্ঘ্য: ২ ঘণ্টা ১৮ মিনিট
বিয়ের পরের দৃশ্যেই দেখা যায় দীপার হাতে ডিভোর্স পেপার। বিচ্ছেদ কেন হয়? দীপার সেই লড়াইয়ের গল্পই পর্দায় তুলে এনেছেন লীসা গাজী। ‘বাড়ির নাম শাহানা’ তাঁর প্রথম সিনেমা। দেশে নারীদের গল্প নিয়ে সিনেমা হয় কম। আর নারী নির্মাতার বানানো নারীর গল্প তো বিরল ঘটনা। নিজের আর আশপাশের মানুষের জীবনের সত্য ঘটনা অবলম্বনে এবার সেই গল্পই পর্দায় তুলে এনেছেন লীসা গাজী। সিনেমার প্রধান অভিনেত্রী আনান সিদ্দিকার সঙ্গে যৌথভাবে চিত্রনাট্য তৈরি করেছেন নির্মাতা।
সিনেমার মূল সুর নারীর লড়াই; পাশাপাশি উঠে এসেছে পুরুষতান্ত্রিক সমাজ, ধর্মান্ধতার মতো বিষয়। কিন্তু এগুলোর কিছুই লেকচারের মতো শোনায়নি, নারীবাদের ক্লাসও নেননি নির্মাতা; বরং ডাকাবুকো চরিত্র দীপার মাধ্যমে গল্পকে এগিয়ে নিয়ে গেছেন। মোটাদাগে বিষয়বস্তু শুনে যতটা গুরুগম্ভীর মনে হয়, ‘বাড়ির নাম শাহানা’ মোটেও তেমন বিষণ্ন কোনো সিনেমা না, বরং উদ্যাপনের গল্প।
নন–লিনিয়ার (অ–সরলরৈখিক) ভঙ্গিতে গল্প বলেছেন লীসা গাজী। গল্প শুরু হয় বিয়ে দিয়ে, পরে বর্তমানে ফিরে আসে; মাঝে আবার দেখানো হয় লন্ডনের ছোট্ট এক উপশহরে দীপার প্রবাস সংসার। ছোট বড় নানা ঘটনা আর চরিত্র দিয়ে দীপার পুরো যাত্রাটা দেখিয়েছেন নির্মাতা।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: র গল প
এছাড়াও পড়ুন:
নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নারী নিহত
ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের রাজৈরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। শুক্রবার (৩ অক্টোবর) মধ্যরাতে রাজৈর বাসস্ট্যান্ড এলাকায় দুর্ঘটনার শিকার হন তারা।
নিহত নিলুফা ইয়াসমিন নিলা (৩০) বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রুনসী গ্রামের আবুল বাসারের স্ত্রী।
আরো পড়ুন:
গাজীপুরে ডাম্পট্রাকের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত
অটোরিকশায় ট্রেনের ধাক্কা, মা-মেয়ে নিহত
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুয়াকাটা থেকে ঢাকার দিকে যাচ্ছিল চন্দ্রা পরিবহনের বাসটি। ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর বাসস্ট্যান্ড পার হওয়ার পর নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়। পরে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিলার মরদেহ উদ্ধার করে। আহত হন অন্তত ২০ জন। তাদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, বাস খাদে পড়ার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করা হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। নিহত নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
ঢাকা/বেলাল/মাসুদ