নারায়ণগঞ্জ আড়াইহাজারের ব্রাক্ষন্দী ইউনিয়নে গণপিটুনিতে মো. সোহেল আহাম্মেদ (৩০) নামে এক ইউপি সদস্য নিহত হয়েছেন। সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ৩ নম্বর ওয়ার্ডের বালিয়াপাড়া এলাকায় তাকে মারধর করা হয়। 

পুলিশ জানায়, নিহত সোহেলের বিরুদ্ধে হত্যা ও ডাকাতিসহ বিভিন্ন মামলা রয়েছে। 

আরো পড়ুন:

গাজীপুরে ডাকাত সন্দেহে গণপিটুনিতে নিহত ১

টাঙ্গাইলে চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ১ 

নিহত সোহেল ব্রাক্ষন্দী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ছিলেন। তার বাবার নাম মকবুল। সোহেল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।

স্থানীয়দের অভিযোগ, আওয়ামী লীগ সরকারের আমলে সোহেল এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেন। ২০২৪ সালের ৫ আগস্ট সরকারের পতনের পর তিনি গা ঢাকা দেন। সম্প্রতি তিনি এলাকায় ফিরে আসেন। আজ সোমবার সকালে সোহেলকে ধরে গণপিটুনি দেন স্থানীয়রা। ঘটনাস্থলেই তিনি মারা যান।

আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার নাসিরউদ্দিন জানান, বিগত দিনে ইউপি সদস্য সোহেল এলাকাবাসীর ওপর অনেক অত্যাচার-নির্যাতন চালান। এলাকাবাসী তার ওপর ক্ষিপ্ত ছিল। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, চাঁদাবাজি, অস্ত্রসহ বিভিন্ন অভিযোগে মামলা ছিল। কয়েকদিন আগে ক্ষুব্ধ এলাকাবাসী তার বাড়িতে আগুন ধরিয়ে দেয়।

তিনি জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ঢাকা/অনিক/মাসুদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ম রধর ন হত গণপ ট ন ত সদস য

এছাড়াও পড়ুন:

মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯

রাজধানীর মোহাম্মদপুরের কয়েকটি অপরাধপ্রবণ এলাকায় বুধবার দিনভর বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ২৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে তিনটি ছুরি, দুটি ধারালো চাকু, দুটি লোহার রড, একটি সাইকেল ও ৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলা, মাদক মামলা, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী রয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হীরা (১৯), রফিক (২১), আবদুর রহমান (৩৯), নাবিদ হাসান ওরফে চয়ন (২৬), খোকন (৩১), মনসুর (৩৫), জুয়েল (৩২), সানজু (২২), মিলন (৪২), শাওন (৩৬), নোয়াজ শরীফ (২৮), সেলিম (৩৪), আসাদুজ্জামান ওরফে ইমন (২৩), আনোয়ার হোসেন (৩৬), সজল (৩০), বরকত গাজী (২৮), জুয়েল (৩৮), আরমান (৩০), বাদল (৩৮), কোরবান (২৮), নয়ন (২৭), মাসরুফ (২৩), আল আমিন (২৭), রাকিব (১৮), মিলন (২৫), ওয়াজিদ (৩৬), এরশাদ (২৫), ছালাম ওরফে সামাদ (৩৭) ও দিলসার (৩০)।

সম্পর্কিত নিবন্ধ