ঢাকাই সিনেমার এক অমলিন নাম প্রবীর মিত্র। চার দশকের বেশি সময় ধরে পর্দায় তিনি হয়ে উঠেছিলেন পিতৃসুলভ চরিত্রের মমতা, কঠোরতার প্রতীক কিংবা জীবনের ছায়াঘেরা বাস্তবতার প্রতিচ্ছবি। চলতি বছরের ৫ জানুয়ারি এই কিংবদন্তি অভিনেতা চিরবিদায় নিলেও তার আলো নিভে যায়নি। ঠিক সেই আলো নতুন প্রজন্মের সামনে তুলে ধরতেই শুরু হলো নতুন এক যাত্রা— ‘অ্যাক্টর প্রবীর মিত্র’ নামে একটি ওয়েবসাইট। 

সাইটটিতে স্থান পেয়েছে তার শৈশব, বেড়ে ওঠা, অভিনয় ক্যারিয়ারের নানা অধ্যায় এবং অদেখা অনেক স্থিরচিত্র। যেন এক ডিজিটাল অ্যালবাম, যেখানে সিনেমার বাইরে অভিনেতা প্রবীর মিত্রর আরেকটি জীবন উঁকি দেয়। 

আরো পড়ুন:

প্রেক্ষাগৃহে আসছে পপির সিনেমা

বিজয়ের বাড়িতে বোমা আতঙ্ক

সম্প্রতি বিএফডিসিতে আয়োজিত ‘স্মৃতির আয়নায় কিংবদন্তির দৃশ্য’ অনুষ্ঠানে এই উদ্যোগের ঘোষণা দেন প্রয়াত নন্দিত অভিনেতার ছেলে মিথুন মিত্র। আবেগঘন কণ্ঠে তিনি বলেন, “ইন্ডাস্ট্রি থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই এখনো আমার বাবাকে মনে রেখেছেন। তাদের প্রতি আমি কৃতজ্ঞ। বাবাকে নিয়ে আমাদের আরো অনেক পরিকল্পনা আছে। এরই অংশ হিসেবে চালু হলো ওয়েবসাইট।” 

১৯৪১ সালে জন্ম নেওয়া প্রবীর মিত্র স্কুলজীবন থেকেই নাটকে মুগ্ধ ছিলেন। ১৯৭১ সালে ‘জলছবি’ দিয়ে শুরু হয় তার সিনেমা যাত্রা। এরপর টানা চার দশকেরও বেশি সময় তিনি আলো ছড়িয়েছেন অসংখ্য সিনেমায়। 

তার অভিনীত কালজয়ী সিনেমার তালিকায় রয়েছে—‘তিতাস একটি নদীর নাম’, ‘জীবন তৃষ্ণা’, ‘সেয়ানা’, ‘ফরিয়াদ’, ‘রক্ত শপথ’, ‘চরিত্রহীন’, ‘জয় পরাজয়’, ‘অঙ্গার’, ‘মিন্টু আমার নাম’, ‘ফকির মজনু শাহ’, ‘মধুমিতা’, ‘অশান্ত ঢেউ’, ‘অলংকার’, ‘অনুরাগ’ প্রভৃতি।  

প্রবীর মিত্র নেই, কিন্তু রয়ে গেছে তার স্মৃতিভাণ্ডার, রয়ে গেছে শিল্পীপ্রাণ দর্শকের ভালোবাসা। সেই ভালোবাসাকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতেই এই ডিজিটাল উদ্যোগ। যেন প্রবীর মিত্রকে মনে রাখার এক অনন্য উপায়।

ঢাকা/রাহাত/শান্ত

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর চলচ চ ত র প রব র ম ত র

এছাড়াও পড়ুন:

দেশের কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা

বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া গভীর নিম্নচাপ বাংলাদেশের উত্তরাঞ্চল পর্যন্ত বিস্তৃত হয়েছে। এর প্রভাবে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হচ্ছে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, শুক্রবার (৩ অক্টোবর) বৃষ্টি অব্যাহত থাকতে পারে। দেশের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

আরো পড়ুন:

টানা বৃষ্টিতে সড়কজুড়ে জলাবদ্ধতা, ভোগান্তিতে রাজধানীবাসী

১০৬ মিলিমিটার বৃষ্টির রেকর্ড, ঘনীভূত হতে পারে লঘুচাপ 

আবহাওয়া অধিদপ্তর জানায়, বর্তমানে স্থল গভীর নিম্নচাপটি উপকূলীয় ওড়িশা ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে সমুদ্র উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, পায়রা ও মোংলা সমুদ্রবন্দরকে তিন নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি সমুদ্রে অবস্থানরত মাছ ধরা ট্রলারসমূহকে উপকূলের কাছাকাছি অবস্থান করতে বলা হয়েছে।

সংস্থাটি জানায়, রংপুর বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে আজ দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। 

এদিকে, আজ ভোর ৬টার দিকে রাজধানীতে বৃষ্টি শুরু হয়। সকাল সাড়ে ৮টার দিকে এই প্রতিবেদন লেখার সময় বৃষ্টির পরিমাণ কমে যায়। ঢাকার আকাশ মেঘে ঢেকে আছে। 

ঢাকা/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ