সদর উপজেলার ফতুল্লায় নারায়ণগঞ্জ-ঢাকা লিংক রোডে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ওভারপাসের রেলিং ভেঙে ঝুলে পড়ে।

এ ঘটনায় ট্রাকের নিচে চাপা পড়ে মোহর উদ্দিন (৩৫) নামে একজন রিকশা চালক নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার ভূঁইঘর এলাকায়।

এদিকে দুর্ঘটনার পরে ট্রাকের চালক ও তার সহযোগী পালিয়ে যান। এছাড়া ট্রাকে থাকা আরও কয়েকজন ব্যক্তি আহত হয়েছে। তাদেরকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। 

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, দুপুর দেড়টায় প্রবল বৃষ্টির সময় শহরের চাষাড়া থেকে পণ্যবিহীন খালি একটি ট্রাক ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড দিয়ে সাইনবোর্ডের উদ্দেশ্যে যাচ্ছিল।

বেপরোয়া গতিতে চলা ট্রাকটি নিয়ন্ত্রন হারিয়ে ভুঁইগড় বাসস্ট্যান্ডে ওভার ব্রীজের উপর পশ্চিম পাশে ধাক্কা লেগে নীচে রাস্তায় পড়ে যায়। এসময় রেলিং ভেঙ্গে মাথার উপর পড়ে মোহর আলী নামে এক রিকশাচালক গুরুতর আহত হন। তার মাথা ফেটে যায়। 

এসময় আশপাশের লোকজন আহত রিকশা চালককে গুরুতর অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করে। সেখানে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফারুক আহমেদ বলেন, সড়ক দুর্ঘটনায় মোহর উদ্দিন নামে এক ব্যক্তিকে আহত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। বিকেল সাড়ে ৩ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। তার মরদেহ মর্গে রাখা হয়েছে। 

নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো.

হাসিনুজ্জামান বলেন, এ ঘটনায় মোহর নামে এক ব্যক্তি মারা গেছে। এছাড়া আর কেউ আহত হওয়ার তথ্য এখনো পাইনি।

সড়ক থেকে ট্রাকটি সরিয়ে নেওয়া হয়েছে। ট্রাক চালক সহ তার সহযোগী পালিয়ে গেছে। তাদেরকে আটক করার জন্য পুলিশ কাজ করছে। এ বিষয়ে তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
 

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: সড়ক দ র ঘটন ন র য়ণগঞ জ

এছাড়াও পড়ুন:

মাসুদুজ্জামানের র‌্যালিতে ১১নং ওয়ার্ড বিএনপির অংশগ্রহণ

‎বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত তারেক রহমানসহ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সকলকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে ‎নারায়ণগঞ্জ- ৫ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাসুদুজ্জামান মাসুদের র‌্যালিকে সফল করতে নারায়ণগঞ্জ মহানগর ১১নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠন নেতাকর্মীদের বিশাল মিছিল নিয়ে অংশগ্রহণ করেছের‌্য

‎‎শুক্রবার (১৪ নভেম্বর) বিকেল ৩টায় শহরের কিল্লারপুর থেকে র‌্যালিটি খানপুর হাসপাতাল রোড গিয়ে মূল র‌্যালির সাথে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। 

‎এসময়ে নারায়ণগঞ্জ মহানগর ১১নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি হাবিবুর রহমান মিঠু ও সাধারণ সম্পাদক আবুল হোসেন রিপন এবং সাংগঠনিক সম্পাদক শেখ মোহাম্মদ দিপু’র নেতৃত্বে ১১নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের নিয়ে শ্লোগানে শ্লোগানে বিশাল মিছিল নিয়ে অংশগ্রহণ করেন।
 

সম্পর্কিত নিবন্ধ

  • আজমেরী ওসমানের দুই সহোযোগীসহ আ’লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার
  • নারায়ণগঞ্জে গভীর রাতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন, তাপে চালক জেগে ওঠায় রক্ষা
  • র‍্যাবের অভিযান টের পেয়ে সন্ত্রাসীর এলোপাতাড়ি গুলি, গৃহবধূ গুলিবিদ্ধ
  • না’গঞ্জের আলিয়ার স্কুল অব লিডারশিপ ইউকে চ্যাপ্টারের নতুন সভাপতি 
  • না’গঞ্জের আলিয়ার স্কুল অব লিডারশিপ ইউকে চ্যাপ্টারের সভাপতি 
  • নারায়ণগঞ্জ মহানগর আপ বাংলাদেশের আহ্বায়ক কমিটি গঠন
  • নারায়ণগঞ্জে পার্ক করা মিনিবাসে আগুন
  • ডেঙ্গু আক্রান্ত জাসাস নেতা রিপনের শয্যাপাশে আনিসুল ইসলাম সানি 
  • বিএনপি নেতা ভিপি রাজিবের আশু রোগমুক্তি কামনায় দোয়া
  • মাসুদুজ্জামানের র‌্যালিতে ১১নং ওয়ার্ড বিএনপির অংশগ্রহণ