প্রিফারেন্স শেয়ার, বন্ডের বিনিয়োগ সিআইবিতে রিপোর্ট করতে নির্দেশ
Published: 29th, September 2025 GMT
নন কনভার্টেবল কমলিটিভ প্রিফারেন্স শেয়ার, নন কনভার্টেবল বন্ড, ডিবেঞ্চারের মতো নন লিস্টেড সিকিউরিটিজে বিনিয়োগ ঋণ হিসাবে বিবেচনা করে ক্রেডিট ইনফরমেশন ব্যুরো-সিআইবি ডাটাবেইজে রিপোর্ট করার জন্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। একইসঙ্গে অন্যান্য সম্পদ খাতে প্রদর্শিত ঋণের উপর ধার্য করা সুদ, যা আদায় করা হয়নি; সেগুলোও সিআইবি তে রিপোর্ট করতে হবে।
সোমবার (২৯ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট ইনফরমেশন ব্যুরো থেকে এ সংক্রান্ত সার্কুলার জারি করেছে।
আরো পড়ুন:
লভ্যাংশ দেবে না দুই কোম্পানি
দুই কোম্পানির লভ্যাংশ ঘোষণা
সার্কুলারে বলা হয়েছে, আর্থিক খাতে নন লিস্টেড সিকিউরিটিজ (যেমন- নন কনভার্টেবল কমলিটিভ প্রিফারেন্স শেয়ার, নন কনভার্টেবল বন্ড, ডিবেঞ্চার) ক্রমবর্ধমানভাবে বিনিয়োগের উপকরণ হিসেবে ব্যবহৃত হচ্ছে। তফসিলি ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানিগুলোর নন লিস্টেড সিকিউরিটিজে বিনিয়োগ ঝুঁকি গ্রহণযোগ্য মাত্রায় রাখার উদ্দেশ্যে এ ধরনের বিনিয়োগগুলোকে ঋণ হিসেবে বিবেচনা করে সিআইবি ডাটাবেইজে রিপোর্ট করার জন্য ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানিগুলোকে নির্দেশনা প্রদান করা হয়। এই বিনিয়োগগুলোর তথ্য সিআইবি ডাটাবেইজে অন্তর্ভুক্ত করা হলে ঋণগ্রহীতার ঋণের সঠিকতা ও ঝুঁকি মূল্যায়নে সহায়ক ভূমিকা পালন করবে।
এমন প্রেক্ষিতে ঋণগ্রহীতার ঋণ ঝুঁকি মূল্যায়নসহ পূর্ণাঙ্গ পোর্টফোলিও পর্যবেক্ষণের লক্ষ্যে নন লিস্টেড সিকিউরিটিজে তফসিলি ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানির বিনিয়োগ এবং অন্যান্য সম্পদ খাতে প্রদর্শিত ঋণের তথ্য সিআইবি ডাটাবেইজে রিপোর্ট করতে যেসব নির্দেশনা অনুসরণ করতে হবে সেগুলো হলো- নন লিস্টেড সিকিউরিটিজে বিনিয়োগ, নন লিস্টেড সিকিউরিটিজ (নন কনভার্টেবল কমলিটিভ প্রিফারেন্স শেয়ার, নন কনভার্টেবল বন্ড, ডিবেঞ্চার) খাতে তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের বিনিয়োগগুলোর তথ্য সিআইবি ডাটাবেইজে রিপোর্ট করতে হবে।
নন লিস্টেড সিকিউরিটিজের তফসিলি ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানিগুলোর বিনিয়োগগুলো শ্রেণিমানও সিআইবি ডাটাবেইজে রিপোর্ট করতে হবে।
অন্যান্য সম্পদ খাতে প্রদর্শিত ঋণের উপর ধার্যকৃত সুদ যা আদায় হয়নি তা সংশ্লিষ্ট ঋণের সাথে একত্রিত করে সিআইবি ডাটাবেইজে রিপোর্ট করতে হবে।
কোনো কারণে উক্ত ধার্যকৃত সুদ অন্যান্য সম্পদ খাতে স্থানান্তর করা সম্ভব না হলে তা বিআরপিডির নির্দেশনা অনুযায়ী ‘সন্দেহজনক বা মন্দ/ক্ষতিজনক’ মানে শ্রেণিকরণপূর্বক সংশ্লিষ্ট ঋণগ্রহীতার নামে সিআইবি ডাটাবেইজে রিপোর্ট করতে হবে।
ঢাকা/নাজমুল/বকুল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ক ও ফ ইন য ন স ক ম প ন র প র ট করত র প র ট কর ড ট ব ইজ স আইব তফস ল
এছাড়াও পড়ুন:
কেডিএস এক্সেসরিজের ক্রেডিট রেটিং নির্ণয়
পুঁজিবাজারে বস্ত্র খাতে তালিকাভুক্ত কোম্পানি কেডিএস এক্সেসরিজ লিমিটেডের ক্রেডিট রেটিং নির্ণয় করে তা প্রকাশ করা হয়েছে। এ কোম্পানিকে রেটিং দিয়েছে ক্রেডিট ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল)।
রবিবার (১৭ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ক্রেডিট ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের রেটিং অনুযায়ী, কেডিএস এক্সেসরিজ দীর্ঘ মেয়াদে রেটিং হয়েছে ‘এএ-’ এবং স্বল্প মেয়াদে রেটিং হয়েছে ‘এসটি-২’।
২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত হিসাববছরে কেডিএস এক্সেসরিজের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং প্রাসঙ্গিক অন্যান্য পরিমাণগত ও গুণগত তথ্যের ভিত্তিতে এ ক্রেডিট রেটিং নির্ণয় করছে ক্রেডিট ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড।
ঢাকা/এনটি/রফিক