এই বেদনা আমাকে লম্বা সময় পোড়াবে: লিটন
Published: 30th, September 2025 GMT
এশিয়া কাপে প্রত্যাশামাফিক ফল না পাওয়ায় বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের হৃদয় ভেঙেছে। দল থেকে শিরোপার আশা দেখানো হয়েছিল৷ শুরুর পারফরম্যান্সে ছিল সেই ছাপ।
কিন্তু, হাতের মুঠোয় পাওয়ার সুযোগ স্রেফ হাতছাড়া করেছে বাংলাদেশ৷ দেখে মনে হচ্ছিল, নিবেদনে তাদের প্রবল ঘাটতি। ছিল না প্রত্যাশা পূরণের জেদ। সব মিলিয়ে অবস্থা ছিল হতশ্রী।
আরো পড়ুন:
ভারতের সঙ্গে খেললে কোহলিকে মিস করবেন লিটন
শুধু সিরিজ নয়, লিটনের লক্ষ্য অনেক বড়
সমর্থকদের হৃদয় ভাঙায় তাদের কাছে ক্ষমা চাইলেন বাংলাদেশ দলের অধিনায়ক লিটন কুমার দাস। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়ে লিটন লিখেছেন, “২০২৫ এশিয়া কাপে দল হিসেবে আমরা আমাদের সেরাটা দিয়েছি। আমাদের চূড়ান্ত লক্ষ্য ছিল ফাইনালে খেলা ও জেতা। তবে, দুর্ভাগ্যজনকভাবে আমরা তা অর্জন করতে পারিনি। বাংলাদেশের অনুরাগী সব সমর্থকের কাছে দল হিসেবে আমরা আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি।”
লিটন চোটের কারণে ভারত ও পাকিস্তানের বিপক্ষে দুটি ম্যাচে খেলতে পারেননি। তার অভাব স্পষ্টভাবেই বোঝা গেছে। খেলতে না পারার আর্তনাদ লিটনের কণ্ঠে পাওয়া গেল, “ব্যক্তিগতভাবে চোটের কারণে শেষ দুই ম্যাচ খেলতে না পারা ছিল হৃদয় ভেঙে যাওয়ার মতো। একই কারণে সামনের আফগানিস্তান সিরিজেও খেলতে পারব না আমি। সেরে ওঠার সর্বোচ্চ চেষ্টা করেছি, তবে পারিনি। এই বেদনা আমাকে লম্বা সময় পোড়াবে।”
বাংলাদেশের সমর্থকদের সেরা সমর্থক দাবি করে লিটন বলেছেন, “টুর্নামেন্টজুড়ে উপচেপড়া সমর্থনের জন্য আপনাদের প্রত্যেককে অনেক ধন্যবাদ। ক্রীড়াবিদ হিসেবে আমরা আপ্লুত যে, বিশ্বের সেরা সমর্থক আমাদের। আশা করি, আপনাদের যা প্রাপ্য, খুব দ্রুতই তা উপহার দিতে পারব।”
ঢাকা/ইয়াসিন/রফিক
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯
রাজধানীর মোহাম্মদপুরের কয়েকটি অপরাধপ্রবণ এলাকায় বুধবার দিনভর বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ২৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে তিনটি ছুরি, দুটি ধারালো চাকু, দুটি লোহার রড, একটি সাইকেল ও ৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলা, মাদক মামলা, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী রয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হীরা (১৯), রফিক (২১), আবদুর রহমান (৩৯), নাবিদ হাসান ওরফে চয়ন (২৬), খোকন (৩১), মনসুর (৩৫), জুয়েল (৩২), সানজু (২২), মিলন (৪২), শাওন (৩৬), নোয়াজ শরীফ (২৮), সেলিম (৩৪), আসাদুজ্জামান ওরফে ইমন (২৩), আনোয়ার হোসেন (৩৬), সজল (৩০), বরকত গাজী (২৮), জুয়েল (৩৮), আরমান (৩০), বাদল (৩৮), কোরবান (২৮), নয়ন (২৭), মাসরুফ (২৩), আল আমিন (২৭), রাকিব (১৮), মিলন (২৫), ওয়াজিদ (৩৬), এরশাদ (২৫), ছালাম ওরফে সামাদ (৩৭) ও দিলসার (৩০)।