এশিয়া কাপে প্রত্যাশামাফিক ফল না পাওয়ায় বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের হৃদয় ভেঙেছে। দল থেকে শিরোপার আশা দেখানো হয়েছিল৷ শুরুর পারফরম্যান্সে ছিল সেই ছাপ। 

কিন্তু, হাতের মুঠোয় পাওয়ার সুযোগ স্রেফ হাতছাড়া করেছে বাংলাদেশ৷ দেখে মনে হচ্ছিল, নিবেদনে তাদের প্রবল ঘাটতি। ছিল না প্রত্যাশা পূরণের জেদ। সব মিলিয়ে অবস্থা ছিল হতশ্রী। 

আরো পড়ুন:

ভারতের সঙ্গে খেললে কোহলিকে মিস করবেন লিটন

শুধু সিরিজ নয়, লিটনের লক্ষ্য অনেক বড়

সমর্থকদের হৃদয় ভাঙায় তাদের কাছে ক্ষমা চাইলেন বাংলাদেশ দলের অধিনায়ক লিটন কুমার দাস। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়ে লিটন লিখেছেন, “২০২৫ এশিয়া কাপে দল হিসেবে আমরা আমাদের সেরাটা দিয়েছি। আমাদের চূড়ান্ত লক্ষ্য ছিল ফাইনালে খেলা ও জেতা। তবে, দুর্ভাগ্যজনকভাবে আমরা তা অর্জন করতে পারিনি। বাংলাদেশের অনুরাগী সব সমর্থকের কাছে দল হিসেবে আমরা আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি।” 

লিটন চোটের কারণে ভারত ও পাকিস্তানের বিপক্ষে দুটি ম্যাচে খেলতে পারেননি। তার অভাব স্পষ্টভাবেই বোঝা গেছে। খেলতে না পারার আর্তনাদ লিটনের কণ্ঠে পাওয়া গেল, “ব্যক্তিগতভাবে চোটের কারণে শেষ দুই ম্যাচ খেলতে না পারা ছিল হৃদয় ভেঙে যাওয়ার মতো। একই কারণে সামনের আফগানিস্তান সিরিজেও খেলতে পারব না আমি। সেরে ওঠার সর্বোচ্চ চেষ্টা করেছি, তবে পারিনি। এই বেদনা আমাকে লম্বা সময় পোড়াবে।”

বাংলাদেশের সমর্থকদের সেরা সমর্থক দাবি করে লিটন বলেছেন, “টুর্নামেন্টজুড়ে উপচেপড়া সমর্থনের জন্য আপনাদের প্রত্যেককে অনেক ধন্যবাদ। ক্রীড়াবিদ হিসেবে আমরা আপ্লুত যে, বিশ্বের সেরা সমর্থক আমাদের। আশা করি, আপনাদের যা প্রাপ্য, খুব দ্রুতই তা উপহার দিতে পারব।”

ঢাকা/ইয়াসিন/রফিক

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ল টন দ স

এছাড়াও পড়ুন:

এটাই ‘শক্তিশালী’ স্কোয়াড, সুযোগ দেখছেন জামাল

২০১৩ সালে বাংলাদেশের জার্সিতে অভিষেক হওয়ার পর থেকে এখন পর্যন্ত ৯২ ম্যাচ খেলেছেন জামাল ভূঁইয়া। এর মধ্যে ভারতের বিপক্ষে খেলেছেন ৬ ম্যাচ। কিন্তু এই ৬ ম্যাচের কোনোটিতেই জেতেনি বাংলাদেশ। এবার অন্তত সেই গেরো খুলতে চাইছেন বাংলাদেশ অধিনায়ক।

জামালের চোখে এটাই বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী স্কোয়াড। তাই এবার ভারতকে হারানোর সুযোগও দেখছেন তিনি, ‘আমরা যে অবস্থায় আছি এটাই বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী স্কোয়াড। তাই অবশ্যই আমাদের একটা বড় সুযোগ আছে।’

২০২৫ সালে সাত ম্যাচ খেলে শুধু ভুটানের সঙ্গে জিতেছে বাংলাদেশ। আগামীকাল জাতীয় স্টেডিয়ামে ভারতকে হারিয়ে বছরটা অন্তত জয় দিয়ে শেষ করার প্রত্যাশা জামালের, ‘এটা অনেক আবেগের ম্যাচ, উত্তেজনার ম্যাচ। এই ম্যাচের পর জাতীয় দলের জন্য অনেক লম্বা বিরতি আছে। বছরটা যদি জয় দিয়ে শেষ করতে পারি, তা শুধু আমাদের জন্য নয়, সমর্থক ও আপনাদের জন্যও ইতিবাচক হবে।’

জয় দিয়ে বছর শেষ করতে চান জামাল

সম্পর্কিত নিবন্ধ