শারদীয় দুর্গোৎসব আমাদের হাজার বছরের ঐতিহ্যের অংশ : সজল
Published: 30th, September 2025 GMT
শারদীয় দুর্গোৎসবের মহাষ্টমীতে শহরের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল।
মঙ্গলবার ( ৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় শহরের নগর খানপুর সিদ্ধি গোপাল আখড়া পূজা মন্ডপসহ বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন মনিরুল ইসলাম সজলসহ বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা।
তিনি এসময় প্রতিটি মণ্ডপে গিয়ে ভক্ত-অনুরাগীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজা উদ্যাপনের সার্বিক খোঁজখবর নেন।
পরিদর্শনকালে মনিরুল ইসলাম সজল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে হিন্দু সম্প্রদায়কে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানিয়ে বলেন, শারদীয় দুর্গোৎসব আমাদের হাজার বছরের ঐতিহ্যের অংশ।
এ উৎসব শুধু হিন্দু সম্প্রদায়ের নয়, এটি সার্বজনীন উৎসব। এ উৎসবের মধ্যে দিয়ে সবার মধ্যে আনন্দ, সৌহার্দ্য আর ভ্রাতৃত্বের বার্তা ছড়িয়ে পড়ে।
তিনি বলেন, আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি বিশ্বাস করে, ধর্ম যার যার, রাষ্ট্র সবার; ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার।
তিনি আরও বলেন, আমরা এই মন্ত্রে আমরা বিশ্বাসী। আমরা চাই প্রত্যেক নাগরিক নিরাপদে, আনন্দঘন পরিবেশে নিজ নিজ ধর্মীয় অনুষ্ঠান পালন করুক।
বিএনপি সবসময় হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টানসহ সব ধর্মের মানুষের পাশে ছিল এবং থাকবে। আমরা বিশ্বাস করি, ঐক্য ও সম্প্রীতি ছাড়া উন্নত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব নয়। তাই আসুন, সবাই মিলে মিলেমিশে শান্তিপূর্ণ সমাজ গড়ে তুলি।
এসময় আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর ১১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন রিপন, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান, সদস্য সাইফুল ইসলাম আপনসহ যুবদলের নেতৃবৃন্দ।
.উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ব এনপ ন র য়ণগঞ জ য বদল র ল ইসল ম ব এনপ
এছাড়াও পড়ুন:
না.গঞ্জ সদরের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনে প্রাণিসম্পদ কর্মকর্তা
নারায়ণগঞ্জ সদর উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন ও নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. ইউনুস আলী।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকাল থেকে শহরের উকিল পাড়া পুজা মন্ডপ, গলাচিপা পূজা মন্ডপ ও শ্রীশ্রী গোপাল জিউর মন্দির পূজা মন্ডপ পরিদর্শন করেন।
এসময় তিনি বিভিন্ন পূজা মন্ডপে নিরাপত্তায় নিয়োজিত পুলিশ, আনসার ও ভিডিপি সদস্যদের দিকনির্দেশনা প্রদান এবং পূজা মন্ডপে আগত ভক্তদের সাথে কুশল বিনিময় করেন। শেষে পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।