নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান সদ্য বিএনপিতে যোগদানকারী শিল্পপতি মাসুদুজ্জামান মাসুদকে ইঙ্গিত করে বলেন, আমাদের দলের একজন শিল্পপতি গত ২২ সেপ্টেম্বর ২০ টাকা দিয়ে দলের নতুন সদস্য ফরম পূরণ করেছেন।

সারা বাংলাদেশে এরকম পাঁচ কোটি লোক নতুন সদস্য ফরম পূরণ করেছে। ইতিপূর্বে নারায়ণগঞ্জ জেলা ও মহানগরে কয়েক লাখ নতুন সদস্য হয়েছে। কিন্তু গত ২২ সেপ্টেম্বর একজন বিএনপি নতুন সদস্য ফরম পূরণ করে আমার মনে হয় তিনি নারায়ণগঞ্জ বিএনপি'র মালিক মুক্তার বনে গেছেন। 

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় শারদীয় দুর্গোৎসবের মহাষ্টমীতে বন্দর উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথাগুলো বলেন। 

সাখাওয়াত হোসেন খান বলেন, তিনি মানিক মুক্তার হয়ে বিএনপি'র পরীক্ষিত নেতাকর্মীদের বিরুদ্ধে যারা জেল খেটেছিল, যারা স্বৈরাচারী সরকারের বারবার মৃত্যুর মুখোমুখি হয়েছিল, যারা শত শত মামলা খেয়ে ঘর ছাড়া হয়ে পালিয়ে বেরিয়েছে, গত ১৫ বছর যারা মিটিং মিছিল করেছে তাদের বিরুদ্ধে আপনি গতকাল এসে আজকেই কথা বলবেন সেটা কিন্তু মানুষ ভালো চোখে দেখবে না। সুতরাং সাবধান হন। সাবধানতার সাথে দলের জন্য কাজ করেন। 

তিনি আরও বলেন, আমরা কিন্তু সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলাম কিন্তু আপনি যদি সহযোগিতার হাতকে দুর্বল মনে করেন তাহলে কিন্তু সেটার দায়-দায়িত্ব আপনাকেই বহন করতে হবে। আমরা কিন্তু এতটা দুর্বল নই। আমরা বলতে চাই সারা বাংলাদেশে নির্যাতিত নিপীড়িত যারা রাজপথের পরীক্ষিত নেতাকর্মী তারা কিন্তু সবাই আমাদের পক্ষে আছে।

সুতরাং এসেই আমাদের সাথে তুলনা করবেন সেটা কিন্তু হবে না। আমরা চাই আপনি সদস্য ফরম পূরণ করেছেন সদস্য পদ পেয়েছেন সেটা সদ্ব্যবহার করবেন। আমরা বেশি কিছু করতে বলতে চাই না আমি আশা করি আপনার শুভ বুদ্ধির উদয় হবে।
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: র জন ত ব এনপ ন র য়ণগঞ জ ব এনপ

এছাড়াও পড়ুন:

নারায়ণগঞ্জে সাদাপোশাকে আসামি ধরতে গিয়ে হামলার শিকার, র‌্যাবের ৩ সদস্য আহত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সাদাপোশাকে অভিযান চালিয়ে আসামি ধরার সময় হামলায় আহত হয়েছেন র‌্যাবের তিন সদস্য। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে আটি ওয়াপদা কলোনি বউবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

র‌্যাব-১১–এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মো. নাঈম উল হক সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে সাদাপোশাকে র‌্যাবের একটি গোয়েন্দা দল অভিযানে নামে। তবে অভিযানের খবর টের পেয়ে যান আসামি সাহেব আলী ও তাঁর সহযোগীরা। তাঁরা অতর্কিত হামলা চালিয়ে ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে র‌্যাবের তিন সদস্য আহত হন। গুরুতর আহত এক সদস্যকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, অন্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

র‍্যাব সূত্রে জানা যায়, আসামি সাহেব আলীর বিরুদ্ধে হত্যা, ডাকাতি, সন্ত্রাস, চাঁদাবাজি ও অস্ত্র আইনে অন্তত এক ডজন মামলা আছে। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এ বিষয়ে র‌্যাব-১১ ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন প্রথম আলোকে বলেন, ওই আসামিকে (সাহেব আলী) তাঁরা অনেক দিন ধরে ধরার চেষ্টা করছিলেন। মঙ্গলবার রাতে তাঁর অবস্থান জানতে পেরে সাদাপোশাকে র‌্যাবের গোয়েন্দা দল পর্যবেক্ষণে যায়। এ সময় ওই আসামির সহযোগীরা চিৎকার ও  ইটপাটকেল নিক্ষেপ করেন এবং পালিয়ে যান। তাঁকে ধরার চেষ্টা চলছে।

সম্পর্কিত নিবন্ধ

  • ৩ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে রাষ্ট্র মেরামতের ৩১ দফা লিফলেট বিতরণ
  • ইনসাফপূর্ণ সমাজ গঠনে আল কোরআনের কোন বিকল্প নাই : ড. ইকবাল
  • হাসপাতালে শয্যাসংকট, মেঝেতে চিকিৎসা নিচ্ছেন রোগীরা
  • নারায়ণগঞ্জে কাঁচপুর সেতুর ওপর ট্রাকচাপায় দুই জন নিহত
  • মহানবমীতে আড়াইহাজার ও রূপগঞ্জের বিভিন্ন মন্দির পরিদর্শনে না.গঞ্জ ঐক্য পরিষদ  
  • রূপগঞ্জে চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ বাড়িওয়ালার বিরুদ্ধে
  • দুই মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে ১৯ কিলোমিটার যানজট
  • নারায়ণগঞ্জে সাদাপোশাকে আসামি ধরতে গিয়ে হামলার শিকার, র‌্যাবের ৩ সদস্য আহত
  • নারায়ণগঞ্জে ডাকাত ধরতে গিয়ে হামলায় আহত র‌্যাব সদস্যরা