রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোর থেকে অবশেষে দূরপাল্লার বাস চলাচল শুরু হয়েছে। আজ মঙ্গলবার বিকেল পাঁচটার পর শ্রমিকেরা কাজে ফিরলে বাস চলাচল স্বাভাবিক হয়।

গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে মালিকপক্ষ বাস বন্ধ করে দিলে পরিবহন অচল হয়ে পড়ে। এর আগে ৭ সেপ্টেম্বর বেতন–ভাতা বাড়ানোর দাবিতে শ্রমিকেরা তিন জেলা থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ করেছিলেন। দুই দিন পর মালিকপক্ষের আশ্বাসে তাঁরা কাজে ফিরলেও আশানুরূপ বেতন না বাড়ায় ২২ সেপ্টেম্বর থেকে আবারও কর্মবিরতি শুরু হয়। ২৩ সেপ্টেম্বর বিকেল পর্যন্ত কেবল একতা পরিবহন চললেও পরে সেটিও বন্ধ হয়ে যায়।

মালিকপক্ষ গতকাল সোমবার বাস ধর্মঘট প্রত্যাহার করলেও শ্রমিকেরা কাজে ফেরেননি। রাত সাড়ে ১০টার দিকে রাজশাহীর শিরোইল বাসস্ট্যান্ড এলাকায় তাঁরা মাথায় কাফনের কাপড় বেঁধে দাবি আদায়ে বিক্ষোভ করেন। আজ মঙ্গলবার বেলা পৌনে ১১টার দিকেও মাথায় কাফনের কাপড় বেঁধে বেতন বাড়ানোর দাবিতে তাঁদের বিক্ষোভ করতে দেখা যায়। পরে দুপুরে নওদাপাড়া বাস টার্মিনালে শ্রমিকনেতাদের দীর্ঘ বৈঠকে সুপারভাইজারের ট্রিপপ্রতি ভাড়া ৫০ টাকা ও হেলপারের ভাড়া ১০০ টাকা বাড়ানোর প্রতিশ্রুতি দেওয়া হয়। এ ঘোষণার পর শ্রমিকেরা কাজে ফেরেন।

রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো.

রফিকুল ইসলাম বলেন, শ্রমিকদের নিয়ে আজ সভা হয়েছে। সভায় হেলপার ও সুপারভাইজারের বেতন বাড়ানোর প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এটি আগামী তিন দিন পর কার্যকর হবে। শ্রমিকদের অন্য দাবিগুলোর জন্য মালিকপক্ষ এক মাস সময় নিয়েছে।

উত্তরবঙ্গ বাস মালিক সমিতির মহাসচিব নজরুল ইসলাম জানান, চালকেরা ট্রিপপ্রতি ১ হাজার ৭৫০ টাকা, সুপারভাইজার ৭৫০ টাকা ও হেলপার ৬৫০ টাকা পাবেন। তবে তিন দিন পর থেকে সুপারভাইজার অতিরিক্ত ৫০ টাকা ও হেলপার অতিরিক্ত ১০০ টাকা করে পাবেন।

দেশ ট্র্যাভেলসের বাসচালক জিয়াউর রহমান বলেন, সভায় প্রতিশ্রুতি ও মালিকপক্ষের দেওয়া এক মাস সময়সীমা বিবেচনায় নিয়ে তাঁরা গাড়ি চালানোর সিদ্ধান্ত নিয়েছেন।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ম ল কপক ষ

এছাড়াও পড়ুন:

মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯

রাজধানীর মোহাম্মদপুরের কয়েকটি অপরাধপ্রবণ এলাকায় বুধবার দিনভর বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ২৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে তিনটি ছুরি, দুটি ধারালো চাকু, দুটি লোহার রড, একটি সাইকেল ও ৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলা, মাদক মামলা, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী রয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হীরা (১৯), রফিক (২১), আবদুর রহমান (৩৯), নাবিদ হাসান ওরফে চয়ন (২৬), খোকন (৩১), মনসুর (৩৫), জুয়েল (৩২), সানজু (২২), মিলন (৪২), শাওন (৩৬), নোয়াজ শরীফ (২৮), সেলিম (৩৪), আসাদুজ্জামান ওরফে ইমন (২৩), আনোয়ার হোসেন (৩৬), সজল (৩০), বরকত গাজী (২৮), জুয়েল (৩৮), আরমান (৩০), বাদল (৩৮), কোরবান (২৮), নয়ন (২৭), মাসরুফ (২৩), আল আমিন (২৭), রাকিব (১৮), মিলন (২৫), ওয়াজিদ (৩৬), এরশাদ (২৫), ছালাম ওরফে সামাদ (৩৭) ও দিলসার (৩০)।

সম্পর্কিত নিবন্ধ