২০২৫-২৬ শিক্ষাবর্ষে দাখিল স্তরের ৯ম শ্রেণিতে (২০২৭ সালের দাখিল পরীক্ষার জন্য) শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের কার্যক্রম ৫ অক্টোবর থেকে শুরু।

গতকাল মঙ্গলবার বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রেজিস্ট্রেশন ৫ অক্টোবর শুরু হয়ে ২০ অক্টোবর পর্যন্ত চলবে। তবে নির্ধারিত সময়ের পর বিলম্ব ফি দিয়ে ৩০ অক্টোবর পর্যন্ত রেজিস্ট্রেশনের সুযোগ থাকবে।

শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৫ সালের ১ জানুয়ারি তারিখে যেসব শিক্ষার্থীর বয়স কমপক্ষে ১৪ বছর এবং সর্বোচ্চ ২০ বছর, তারা ৯ম শ্রেণিতে রেজিস্ট্রেশন করতে পারবে। তবে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ২৫ বছর পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া যারা অষ্টম শ্রেণিতে রেজিস্ট্রেশন করার সুযোগ পায়নি, তারা প্রতিষ্ঠানপ্রধানের মাধ্যমে বোর্ডে আবেদন করে সরাসরি ৯ম শ্রেণিতে রেজিস্ট্রেশনের সুযোগ পাবে।

আরও পড়ুনদক্ষিণ কোরিয়ায় জিআইএসটি স্কলারশিপ: পূর্ণাঙ্গ বৃত্তি নিয়ে পড়াশোনার সুযোগ৩ ঘণ্টা আগেআরও পড়ুনজাহাঙ্গীরনগরের সামিয়া ইসলাম চার বিশ্ববিদ্যালয়ের মধ্যে কেন অক্সফোর্ডকেই বেছে নিলেন৫ ঘণ্টা আগে

রেজিস্ট্রেশনের জন্য অনলাইনে ফি জমা দেওয়া যাবে ৫ থেকে ২০ অক্টোবর পর্যন্ত। বিলম্ব ফি দিয়ে রেজিস্ট্রেশন করার সুযোগ থাকবে ২১ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত। শিক্ষার্থীদের তথ্য এন্ট্রির শেষ তারিখ আগামী ৪ নভেম্বর এবং চূড়ান্ত সাবমিশনের শেষ দিন ৫ নভেম্বর।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষার্থীর তথ্য এন্ট্রির সময় অবশ্যই শিক্ষার্থী বা অভিভাবকের ব্যক্তিগত মুঠোফোন নম্বর ব্যবহার করতে হবে। একই মুঠোফোন নম্বর দিয়ে কেবল একজন শিক্ষার্থীর রেজিস্ট্রেশন করা যাবে। প্রতিষ্ঠানপ্রধানকে শিক্ষার্থীর তথ্য যাচাই-বাছাই করে নিশ্চিত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুনপ্রাথমিকে ছুটি কমিয়ে ৬০ দিন হচ্ছে: মহাপরিচালক নূর মো.

শামসুজ্জামান২৮ সেপ্টেম্বর ২০২৫ফি কত

ফি জমা দেওয়ার ক্ষেত্রে বোর্ড নির্ধারিত সোনালী ব্যাংকের অনলাইন গেটওয়ে ব্যবহার করতে হবে। শিক্ষার্থীপ্রতি রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা। এর সঙ্গে ক্রীড়া ফি ৫০ টাকা, বয়স্কাউট/গার্লস গাইড ফি ১৫ টাকা, বিজ্ঞান ও প্রযুক্তি উন্নয়ন ফি ৫ টাকা, অন্ধকল্যাণ তহবিল ফি ৫ টাকা এবং রেডক্রিসেন্ট ফি ১৬ টাকা যুক্ত হয়ে মোট ফি দাঁড়াবে ১৯১ টাকা। বিলম্বে রেজিস্ট্রেশন করলে অতিরিক্ত ৫০ টাকা গুনতে হবে।

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

ভূমি আপিল বোর্ডের লিখিত পরীক্ষার ফল প্রকাশ

ভূমি আপিল বোর্ডের রাজস্ব খাতভুক্ত ১৪ থেকে ১৮তম গ্রেডের ১৫টি পদের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। গতকাল শনিবার প্রকাশিত ফল অনুযায়ী উত্তীর্ণ হয়েছেন মোট ২২৬ জন। ১৪ নভেম্বর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।

সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে ৯৫, সহকারী লাইব্রেরিয়ান পদে ৮, ক্যাশিয়ার পদে ১৮, ড্রাইভার পদে ৪৯, ডেসপাচ রাইডার পদে ২০ এবং অফিস সহায়ক পদে ৩৬ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

আরও পড়ুনগাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষে চাকরি, ৯ম থেকে ১৬তম গ্রেডে নেবে ১১৪ জন১৫ নভেম্বর ২০২৫উত্তীর্ণ প্রার্থীদের জন্য নির্দেশনা

১. সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, ড্রাইভার (গাড়িচালক), ডেসপাচ রাইডার পদে নির্বাচিত প্রার্থীদের ব্যবহারিক পরীক্ষা আগামী ২৮ ও ২৯ নভেম্বর, ২০২৫ তারিখ অনুষ্ঠিত হবে।

আরও পড়ুনকারিগরি শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ২১৮১৩ নভেম্বর ২০২৫

২. ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সময়সূচি ও স্থান যথাসময়ে ভূমি আপিল বোর্ডের ওয়েবসাইট, টেলিটক বাংলাদেশ লি. এর ওয়েবসাইট এবং এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

আরও পড়ুনসরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক হতে যা জানা জরুরি৪ ঘণ্টা আগেআরও পড়ুনসহকারী শিক্ষক ১০,২১৯ পদে আবেদন শুরু, দেখুন নির্দেশনা, পদ্ধতি ও শর্তগুলো০৮ নভেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ

  • কৃষি গুচ্ছ ভর্তিতে আবেদন ২৫ নভেম্বর, পরীক্ষা ৩ জানুয়ারি
  • স্থানীয় সরকার বিভাগে নিয়োগ, পদসংখ্যা ৯৩
  • কৃষিবিদ সিডের ৬ শতাংশ লভ্যাংশ ঘোষণা
  • মনোস্পুলের প্রথম প্রান্তিকে মুনাফা বেড়েছে ৪.৩৮ শতাংশ
  • আজ টিভিতে যা দেখবেন (১৭ নভেম্বর ২০২৫)
  • আসিফের মন্তব্যে বাফুফের কাছে বিসিবি সভাপতির দুঃখ প্রকাশ
  • আসিফের মন্তব্য নিয়ে বাফুফের কাছে দুঃখপ্রকাশ বিসিবির
  • রুয়েটে শিক্ষক ও কর্মকর্তা নিয়োগ, পদসংখ্যা ১১
  • ভূমি আপিল বোর্ডের লিখিত পরীক্ষার ফল প্রকাশ
  • গাজা নিয়ে যুক্তরাষ্ট্রের প্রস্তাবের বিরোধিতা করছে রাশিয়া