রাঙামাটিতে পৃথক নৌকাডুবিতে নিহত ৩, নিখোঁজ ২
Published: 1st, October 2025 GMT
রাঙামাটিতে পৃথক স্থানে নৌকাডুবিতে তিনজনের মৃত্যু হয়েছে। নিখোঁজ আছেন দুজন। লংগদু ও নানিয়ারচর উপজেলায় এসব দুর্ঘটনা ঘটে।
লংগদুতে কাপ্তাই লেকে ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবে চারজন নিখোঁজ হন। তাদের মধ্যে শিরিনা বেগমকে জীবিত উদ্ধার করা হয়। সালমা বেগম এবং শিশু রানা ও মাসুমকে মৃত উদ্ধার করা হয়। তারা সবাই লংগদু উপজেলার মাইনীমুখ ইউনিয়নের গাঁথাছড়া এফআইডিসি এলাকার বাসিন্দা।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে হঠাৎ বাতাস আর ঝড়ের কবলে পড়ে ইঞ্জিনচালিত নৌকা বাড়ির কাছাকাছি এসে তলিয়ে যায়। আছির উদ্দীন তার স্ত্রী-সন্তান ও ছোট ভাইয়ের স্ত্রী-সন্তানকে নিয়ে বেড়াতে যান গুলশাখালীতে। সেখান থেকে ফেরার পথে দুর্ঘটনার শিকার হন তারা।
লংগদু উপজেলার নির্বাহী কর্মকর্তা মো.
অন্যদিকে, মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে নানিয়ারচর উপজেলার সাবেক্ষং ইউনিয়নের মহাজন পাড়া এলাকায় চেঙ্গী নদীতে প্রবল বাতাসে নৌকা ডুবে দুই কলেজছাত্র নিখোঁজ হয়েছেন।
স্থানীয়রা জানিয়েছেন, মঙ্গলবার সন্ধ্যায় শনখোলা পাড়া থেকে ছয়জন কলেজছাত্র শারদীয় দুর্গাপূজার অনুষ্ঠান উপভোগ করতে নানিয়ারচর বাজারের জগন্নাথ মন্দিরে আসেন। রাতে তারা নৌকায় করে শনখোলা পাড়ায় ফেরার পথে দুর্ঘটনার শিকার হন। চারজন ছাত্র সাঁতার কেটে তীরে উঠতে সক্ষম হলেও দুজন নিখোঁজ আছেন। তারা হলেন—ডেলিজেন চাকমা (১৮) ও জিগেশ দেওয়ান (১৮)।
নানিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজির আলম জানিয়েছেন, দুর্ঘটনার খবর শোনার পরপরই ঘটনাস্থলে যাই। উদ্ধার অভিযান অব্যাহত আছে। পরিবারের সদস্য ও স্থানীয়রা নিখোঁজ ছাত্রদের উদ্ধারে নদীতে তল্লাশি চালাচ্ছেন।
সাবেক্ষং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুপম চাকমা দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
রাঙামাটির অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রুহুল আমীন জানিয়েছেন, লংগদুতে নৌকাডুবিতে নিখোঁজদের উদ্ধার শেষে ডুবুরিদল নানিয়ারচরে নিখোঁজদের উদ্ধারে রওনা হয়েছে।
ঢাকা/শংকর/রফিক
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ন ন য় রচর দ র ঘটন র উদ ধ র উপজ ল
এছাড়াও পড়ুন:
আজ মুক্তি পাচ্ছে নতুন দুই সিনেমা, হলে আছে আরও ৭ সিনেমা
কুয়াকাটায় একদল ব্যাচেলর
করোনার সময় দীর্ঘদিন ঘরবন্দী ছিল মানুষ। বিধিনিষেধ শিথিল করা হলে কুয়াকাটায় ঘুরতে যায় একদল ব্যাচেলর। সেখানে নারীদের একটি দলের সঙ্গে তাদের দেখা হয়ে যায়। তাদের কেন্দ্র করেই রোমান্টিক, কমেডি ও থ্রিলারের মিশেলে তৈরি হয়েছে নাসিম সাহনিকের ‘ব্যাচেলর ইন ট্রিপ।’
সিনেমাটির শুটিং শুরু হয় ২০২২ সালের শেষ দিকে। প্রথম লটে এক সপ্তাহের মতো শুটিং করার কথা থাকলেও বাজেটের সমস্যায় দুই দিন পর শুটিং টিমকে রেখেই ঢাকায় চলে গেছেন পরিচালক—এমন একটা অভিযোগ সে সময় এনেছিলেন সিনেমার নায়িকা শিরিন শিলা। পরে তিনি আরও জানান, নায়ক-নায়িকাসহ শিল্পীদের থাকা, খাওয়া—সবকিছুতেই অব্যবস্থাপনা ছিল। এতে ইউনিটে অসন্তোষ তৈরি হয়। সে সময় কলাকুশলীরা ধরেই নিয়েছিলেন, এ সিনেমার শুটিং আর হবে না। দ্বন্দ্ব মিটিয়ে পরের বছর শেষ হয় শুটিং। ডাবিং ও পোস্টের কাজ শেষ করতে লেগে যায় আরও এক বছর।
সিনেমায় জুটি হয়েছেন শিরিন শিলা ও কায়েস আরজু। ছবি: কায়েসের সৌজন্যে