জমি দখলে-চাঁদাবাজিসহ নানা অভিযোগে বিএনপি নেতার সব পদ স্থগিত
Published: 10th, February 2025 GMT
গাইবান্ধার গোবিন্দগঞ্জে নানা অভিযোগে বিএনপি নেতা আজহারুল ইসলামের দলীয় সব পদ স্থগিত করা হয়েছে।
রোববার জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক পত্রে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপির সদস্য ও সাপমারা ইউনিয়ন বিএনপির সভাপতির দায়িত্বে ছিলেন।
পত্রে উল্লেখ করা হয়, নানা অভিযোগে বিভিন্ন গণমাধ্যমে আজহারুল ইসলামের বিরুদ্ধে সংবাদ প্রকাশিত হয়। প্রকাশিত সংবাদের প্রেক্ষিতে বিএনপি নেতা আজহারুল ইসলামকে কৈফিয়ত তলব করা হয়। এর প্রেক্ষিতে তার কৈফিয়তের জবাব গ্রহণযোগ্য না হওয়ায় কেন্দ্রীয় নেতৃবৃন্দের পরামর্শে তার সব পদ স্থগিত করা হয়েছে।
জানা গেছে, আজহারুল ইসলাম নিজেদের দাবি করে এক কৃষকের জমি দখলে নেওয়ার চেষ্টা করেন। এছাড়া চাঁদা না পেয়ে টিসিবির ডিলারের প্রতিনিধিকে মারধরসহ গোডাউনে তালা ঝুলিয়ে দেন। এরই প্রেক্ষিতে জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক পত্রে ৫ দিনের মধ্যে কৈফিয়ত তলবের নোটিশ দেন।
এ বিষয়ে আজহারুল ইসলামের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
.উৎস: Samakal
কীওয়ার্ড: গ ব ন দগঞ জ ব এনপ ন ত আজহ র ল ইসল ম ব এনপ র
এছাড়াও পড়ুন:
জাবি ছাত্রদলের ১৫ নেতাকে অব্যাহতি
দায়িত্বে অবহেলার অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদলের ১৫ জন নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
শুক্রবার (৪ জুলাই) বিকেলে সংগঠনটির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক দায়িত্ব অবহেলার কারণে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মো. হাসান, মাসুম রাহাত, রাজীব হাসান, সাহানুর রহমান এবং সদস্য নূর হোসেন, ইসমাইল হোসেন বাকি, ফিরোজ আহমেদ রানা, তানভীর হোসেন, রিহাব হোসেন, ইমরান হোসেন, আবির হাসান, আতিকুর রহমান আকাশ, খন্দকার সাকিব আনজুম শারফি, সুলতান আহমেদ, ও নাসির উদ্দিন মিয়াকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো।
আরো পড়ুন:
জাবিতে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে ছাত্রশিবিরের ৫ দফা
জাবির গণিত বিভাগের ভবন নির্মাণ কাজ দ্রুত শুরুর দাবি শিক্ষার্থীদের
তবে এ ব্যাপারে দায়িত্বশীল কারো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
গত ৮ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের ৩৯তম ব্যাচের ( (২০০৯-১০ শিক্ষাবর্ষ) শিক্ষার্থী জহির উদ্দিন বাবরকে আহ্বায়ক ও ৪০তম ব্যাচের (২০১০-১১ শিক্ষাবর্ষ) শিক্ষার্থী ওয়াসিম আহমেদ অনিককে সদস্যসচিব করে ১৭৭ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
ঢাকা/আহসান/মেহেদী