মাগুরায় পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু
Published: 14th, February 2025 GMT
মাগুরায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে দুর্ঘটনা দুটি ঘটে।
এদিন বিকেলে সদর উপজেলার কচুন্দী ইউনিয়নের ঠাকুরবাড়ি মোড়ে দুটি মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষে সজিব (২৬) নামের একজন গুরুতর আহত হন। এসময় আহত হন আরো দুই মোটরসাইকেল আরোহী।
স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিয়ে গেলে কিছুক্ষণ পরে সজিবের মৃত্যু হয়। সজিব জেলার শ্রীপুর উপজেলার আলমসার ইউনিয়নের কালিনগরের আব্দুর রশিদ মিয়ার ছেলে।
অন্যদিকে, মাগুরা শহরের বাস টার্মিনানের সামনে মতিয়ার রহমান (৬০) নামের একজন পথচারীকে দ্রুতগামী মোটরসাইকেলে ধাক্কা দিয়ে চলে যায়। স্থানীয় লোকজন তাকে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত ব্যক্তির বাড়ি চুয়াডাঙ্গার দামুড়হুদার বেষ্টপুর এলাকায়। রাস্তা পার হওয়ার সময় তিনি দুর্ঘটনার শিকার হয়েছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
মাগুরা রামনগর হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবির এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। নিহতদের লাশ ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানান তিনি।
ঢাকা/শাহীন/এস
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
ত্রাস সৃষ্টি, টার্গেট কিলিং: ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের অন্ধকারাচ্ছন্ন ভাবমূর্তি
আর্জেন্টিনার একজন ধনী ব্যবসায়ী হঠাৎ সিরিয়ায় ব্যবসা করতে আগ্রহী হয়ে ওঠেন। নিজেকে তিনি সিরীয় বংশোদ্ভূত একজন লেবানিজ ব্যবসায়ী বলে পরিচয় দেন। বলেন, ফিরতে চান নিজের দেশে, শিকড়ের কাছে।
নাম তাঁর কামেল আমিন সাবেত। তিনি আর্জেন্টিনার রাজধানী বুয়েনস এইরেসে বাস করা ধনী সিরীয়দের সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলেন, ১৯৬২ সালে তাঁদের হাত ধরেই ব্যবসা করতে চলে যান সিরিয়ায়।
নেটফ্লিক্সে ২০১৯ সালে মুক্তি পাওয়া ‘দ্য স্পাই’ সিরিজের গল্প এই কামেল আমিন চরিত্রকে ঘিরে। কামেল কাল্পনিক কোনো চরিত্র নয়, বরং চরম ধূর্ততা দেখিয়ে প্রতিপক্ষের অন্দরমহলে পৌঁছে যাওয়া মোসাদের এক ছদ্মবেশী এজেন্ট। তাঁর প্রকৃত নাম এলি কোহেন, মোসাদের এজেন্ট হিসেবে সারা বিশ্ব যাঁকে চেনে।
কামেল আমিন ছদ্ম নামে এলি কোহেন সিরিয়া সরকার এবং দেশটির সেনাবাহিনীর শীর্ষপর্যায়ে পৌঁছে গিয়েছিলেন।
মোসাদের গোয়েন্দা এলি কোহেন