রোনালদো হয়ে নিজেই খেলতে পারবেন ভিডিও গেমস
Published: 27th, March 2025 GMT
জেন ওয়াই বা মিনেলিয়ালস প্রজন্মের অনেকের মনে গেঁথে গেছে ভিডিও গেমসের চরিত্র জ্যাক ও মুস্তাফা। বর্তমান বা আগামীর প্রজন্ম ক্রিস্টিয়ানো রোনালদোকেও একইভাবে ধারণ করতে পারে। রোনালদো যে ভিডিও গেমের নতুন চরিত্র হতে যাচ্ছেন! গতকাল রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি তিনি নিজেই জানিয়েছেন।
রোনালদো একটি ভিডিও পোস্ট করে লিখেছেন, ‘আজ সবাইকে জানানোর মতো একটা বড় খবর আছে। আমি নতুন ফাইটিং গেম ফ্যাটাল ফিউরি: সিটি অব দ্য উলভস-এ একটি চরিত্র হতে যাচ্ছি! চলুন, ২৪ এপ্রিল একটু মজা করি।’
‘ফ্যাটাল ফিউরি: সিটি অব দ্য উলভস’ জাপানের ভিডিও গেমিং কোম্পানি এসএনকে করপোরেশন তৈরি করেছে। ১৯৯১ সালে এটি প্রথম প্রকাশিত হয়েছিল ভিডিও গেম প্ল্যাটফর্ম ‘নিও জিও’ সিস্টেমে। গেমটির অরিজিনাল ভার্সনে চরিত্রগুলো দুটি আলাদা বিমান থেকে লড়াই করত। ধীরে ধীরে এর জনপ্রিয়তা বাড়তে থাকায় একের পর এক কাল্পনিক চরিত্র যুক্ত হতে থাকে।
ফ্যাটাল ফিউরির উল্লেখযোগ্য চরিত্রগুলো হলো টেরি বোগার্ড, অ্যান্ডি বোগার্ড, জো হিগাশি, জেসে হাওয়ার্ড, রক হাওয়ার্ড, বিলি কেইন, চেন সিনজান, অ্যালেক্স হক, জুবেই ইয়ামাদা, লরেন্স ব্লাড, ব্লু মেরি, আলফ্রেড, কেভিন রিয়ান ইত্যাদি। কিন্তু এরা সবাই কাল্পনিক চরিত্র।
আরও পড়ুনমেসি ও রোনালদো এখন কত টাকার মালিক১৪ মার্চ ২০২৫এই ভিডিও গেম সিরিজে রোনালদোই হতে চলেছেন প্রথম বাস্তবিক চরিত্র, যাকে নিয়ে আপনিও খেলতে পারবেন। ‘ফ্যাটাল ফিউরি: সিটি অব দ্য উলভস’ গেম সিরিজের ১২তম সংস্করণ। প্লেস্টেশন৪, প্লেস্টেশন৫, উইন্ডোজ ও এক্সবক্স সিরিজ প্ল্যাটফর্মে এটি খেলা যাবে। গেমে ফুটবল রোনালদোর লড়াইয়ের একটি হাতিয়ার।
গেমে ফুটবল হবে রোনালদোর লড়াই করার হাতিয়ার.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাইকোলজিতে প্রফেশনাল এমএস কোর্স, আবেদনের সময় বৃদ্ধি
ঢাকা বিশ্ববিদ্যালয়ে মনোবিজ্ঞান বিভাগে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে প্রফেশনাল এমএস কোর্সে আবদনের সময় বাড়ানো হয়েছে। তৃতীয় ব্যাচের ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থীদের আবেদনপত্র গ্রহণ ও জমাদানের সর্বশেষ তারিখ ২২ মে ২০২৫। ভর্তি পরীক্ষা ২৩ মে ২০২৫, সকাল ৯টায় অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগে অনুষ্ঠিত হবে।
আরও পড়ুনপ্রাথমিক শিক্ষকদের বেতন এক ধাপ বাড়ানোর উদ্যোগ, ভিন্নমত শিক্ষকদের২৮ এপ্রিল ২০২৫আরও পড়ুনজাপানে উচ্চশিক্ষা: যাত্রা শুরু করবেন কোথা থেকে, কীভাবে?২৮ এপ্রিল ২০২৫